ব্রেকিং:
দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বিয়ের দাওয়াত খেয়ে হাসপাতালে ৫৬ জন

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৯  

সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউপির শাধদপুর গ্রামে বিয়ের দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে ৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তারা হাসপাতালে ভর্তি হন।
সদর হাসপাতালে গিয়ে জানা গেছে, বিয়ের খাবার খেয়ে সকাল থেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রোগী ভর্তি হওয়া শুরু হয়। তারা বুধবার দিবাগত রাতে বিয়ের খাবার খেয়ে অসুস্থ হন। 
শাধদপুর গ্রামের প্রাণেশ তালুকদারের মেয়ে চন্দনা তালুকদারের বিয়েতে এ ঘটনা ঘটে। দিরাই উপজেলার তাড়ল ইউপির ডাইয়ারগাঁও গ্রামের মিহির তালুকদারের সঙ্গে তার বিয়ে হয়। সেখানে রাতের খাবার খাওয়ার পর সকালে অনেকের পেটে ব্যাথা শুরু হয়। অনেকেই আবার পাতলা পায়খানাসহ ডায়রিয়ায় আক্রান্ত হন। এভাবে সকাল থেকে একে একে ৫৬ জন হাসপাতালে ভর্তি হন।

কনের মা চন্দা রাণী তালুকদার ও চাচাতো বোন বৃষ্টি রাণী তালুকদারের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কনের বড় ভাই শান্ত তালুকদারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

ভুক্তভোগীরা জানান, খাবারের মধ্যে ছিল মাছ, মুরগির মাংস ও দই। কী কারণে এ ধরনের সমস্য হলো, খাবারে কোনো বিষক্রিয়া ছিল কি-না আক্রান্ত কেউ কিছু বলতে পারেননি।

দিরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় বরের বাড়ির ১৮ জন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। 
কনের খালু জিসু মজুমদার বলেন, কী কারণে এমন হলো কিছুই বুঝতে পারছি না। আমার পেটে ব্যাথা ছিল। ওষুধ খেয়েছি। এখনো ব্যাথা আছে।

বরপক্ষের প্রণয় তালুকদার বলেন, দিনের বেলা যারা খেয়েছেন তাদের কোনো কিছু হয়নি। আমরা যারা রাতে খেয়েছি তারাই মূলত ডায়রিয়া ও পেটের ব্যাথায় আক্রান্ত হয়েছি। কীভাবে কী হলো কেউ বুঝতে পারিনি।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন আশুতোষ দাস বলেন, খাদ্যে বিষক্রিয়া থেকে এমন সমস্যা হয়েছে। সবাইকে চিকিৎসা দেয়া হচ্ছে।