ব্রেকিং:
লক্ষ্মীপুরে বৃষ্টিতে ভোটার শূন্য কেন্দ্র সুবর্ণচরে এক বুথে ঘণ্টায় পড়ল ১ ভোট ছেলের বিরুদ্ধে ভোট করলে ইউনিয়নে উন্নয়ন বন্ধ করার হুমকি এমপিপত্নীর নোয়াখালীতে ভোটের আগের রাতে টাকা বিতরণের অভিযোগ আওয়ামী লীগে স্বজনদের নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সন্ত্রাসী নিহত উপজেলা নির্বাচনে যে বিষয়গুলোর ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, আ.লীগ নেতাকে ৩ লাখ টাকা জরিমানা নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার নোবিপ্রবিতে চালু হলো প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া?
  • বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

দুই দোকানে চুরি, ১৭ লাখ টাকার মালামাল লুট

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯  

লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজার এলাকায় দুইটি দোকানে গত শনিবার (২ নভেম্বর) রাতে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করে নেয় চোরের দল। চুরির ঘটনায় পরেরদিন দুইজনকে আসামী করে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ব্যবসায়ী মেহেদী হাসান।

অভিযোগের ভিত্তিতে পুলিশ বাজার প্রহরি জাহাঙ্গীর আলম (৪৮) ও আল মামুন প্রকাশ ভাঙ্গারি আব্দুল কাদেরকে আটক করে আদালতে হাজির করলে তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে তাদের স্বীকারোক্তিতে পুলিশ জিসান আহম্মদ লিটন নামে আরেকজনকে আটক করেছেন। তবে পলাতক রয়েছেন কালু। এদিকে বুধবার (১৩ নভেম্বর) জিসান আহম্মদ লিটনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (২ নভেম্বর) গভীর রাতে সদর উপজেলার জকসিন বাজার এলাকার ‘দি হোসেন মটরস ও মেসার্স শাওন অটো ট্রেডার্স নামে দুইটি দোকানে চুরি হয়। এসময় দোকানগুলো থেকে চোরের দল অটোরিক্সার ব্যাটারি, টায়ার ও মবিলসহ বেশ কিছু মালামাল লুটে নিয়ে যায়। যার মূল্য ১৬ লাখ ৭৯ হাজার ৫৮০ টাকা। এ ঘটনায় দি হোসেন মটরস এর মালিক মেহেদী হাসান বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এতে বাজার প্রহরী জাহাঙ্গীর আলম ও পাশ্ববর্তী দোকানদার আল মামুন প্রকাশ ভাঙ্গারি আব্দুল কাদের নাম উল্লেখ করা হয়েছে।

ব্যবসায়ী মেহেদী হাসান বলেন, শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরের দিন সকালে দেখতে পান দোকানের মালামালগুলো নেই। বিষয়টি স্থানীয় ব্যবসায়ী ও বাজার পরিচালনা কমিটিকে অবহিত করেন। এরপর পাশ্ববর্তী দোকানদার ভাঙ্গারি কাদের ও বাজার প্রহরী জাহাঙ্গীরকে আসামী করে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

তিনি আরো বলেন, ইতিমধ্যে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এজন্য তিনি চুরি হওয়া মালামালগুলো দ্রুত ফেরত পাওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।

জকসিন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, দুইটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ীদের ১৬ থেকে ১৭ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে। রহমান ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা ও বিষয়টি দ্রুত সমাধানের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীর ও কাদেরকে গ্রেফতার করে আদালতে সৌপর্দ করলে ঘটনার সঙ্গে জড়িতদের কথা স্বীকার করেন। পরে তাদের তথ্য মতে লিটনকে গ্রেফতার ও চুরিকৃত কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) আদালত লিটনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে। জিঙ্গাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে। তাছাড়া ঘটনার সঙ্গে জড়িত কালু নামের অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।