ব্রেকিং:
দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

তিনি বলিউডের সেরা আবিষ্কার

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০  

এই মুহূর্তে বলিউডে সেরা ড্যান্সারদের একজন নোরা ফাতেহী। তাঁর জীবন, বলা চলে প্রায় রূপকথার মতো। নোরার ২৮ বছরের জীবনে যত সংগ্রাম, উঁচু–নিচু বাঁক, তা দিয়ে দিব্যি সিনেমা বানিয়ে ফেলা যায়। নোরা সম্প্রতি গিয়েছিলেন বলিউড তারকা কারিনা কাপুরের রেডিও অনুষ্ঠানে। যদিও সেটি এখনো প্রচারিত হয়নি।

কারিনা কাপুর খানের ‘হোয়াট উইমেন ওয়ান্ট’ শোতে নোরা কথা বলেছেন নিজের সম্পর্কে। আর কারিনা কাপুর নোরা প্রসঙ্গে বলেছেন, ‘নোরা গত কয়েক বছরে বলিউডের সেরা আবিষ্কার। আমরা কেবল ‘সাকি সাকি’, ‘দিলবার’ দেখে তাঁকে চিনি। কিন্তু তাঁর সঙ্গে কথা বলে মনটা ভরে গেল। সত্যিকারের নোরাকে জানতে পেরে আমি আপ্লুত। তাঁকে আমার স্যালুট।’

কারিনা

কারিনা

মরোক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলায় তিনি শাহরুখ খান আর হৃতিক রোশনের ভক্ত ছিলেন। আরবিতে ডাবিং করা তাঁদের অভিনীত সিনেমাগুলো দেখে বড় হয়েছেন নোরা। সেই থেকে স্বপ্ন, বলিউডে কাজ করবেন। কিন্তু রক্ষণশীল অভিভাবকের বাড়িতে সেটা ছিল প্রায় অসম্ভব।

নোরা ফাতেহি

নোরা ফাতেহি

আট বছর বয়সে একবার বলিউডের একটি সিনেমা দেখে নোরা বলেছিলেন, তিনি অভিনয় করতে চান। শুনে তাঁর বাবা রেগে আগুন। ধমকে বলেছিলেন, কখনো যেন আর এসব আবোল–তাবোল না বকে। বাবার ইচ্ছা ছিল মেয়ে হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার নয়তো শিক্ষক। বাবার জীবদ্দশায় আর কোনোদিন নোরা নিজের ইচ্ছার কথা বলেননি। কিন্তু স্কুল, কলেজে থিয়েটার করেছেন তিনি। অন্যদের দেখে নিজে নাচ করার চেষ্টা করতেন। রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে হওয়ায় তাঁর নাচ বা অভিনয়ের অনুমতি ছিল না। নোরা এসব বলেছিলেন ফিল্ম কোম্পানিয়নের আয়োজনে অনুপমা চোপড়ার সঙ্গে এক সাক্ষাৎকারে।

ফটোশ্যুটে নৃত্যশিল্পী নোরা ফাতেহি

ফটোশ্যুটে নৃত্যশিল্পী নোরা ফাতেহি

ভারতে নোরার কেউ নেই। তিনি জানেন না হিন্দি ভাষা। তারপরও কেবল আত্মবিশ্বাসকে সঙ্গী করে ভারতে পা রেখেছিলেন ২৩ বছরের নোরা। পাঁচ বছরের মাথায় তিনি বলিউডের চোখে তাক লাগিয়ে দিয়েছেন।

কলেজে পড়তে পড়তে নোরার শোকেসে জড়ো হলো বেশ কয়েকটি ট্রফি। নেচেই সেগুলো পেয়েছিলেন। কলেজ শেষ করে যুক্তরাষ্ট্রের বিখ্যাত নাচের স্কুল থেকে ডাক পেলেন। কিন্তু বাদ সাধল পরিবার। অনুমতি পেলেন না। আর এমন সময় মারা গেলেন নোরার বাবা।

নোরা ফাতেহি

নোরা ফাতেহি

ইনস্টাগ্রাম

বাবার মৃত্যুর পর ১৮ বছরের নোরা নিজের কাঁধে তুলে নিলেন পরিবারের দায়িত্ব। পড়াশোনা ভুলে কাজ শুরু করলেন। সকাল থেকে বেলা একটা পর্যন্ত রেস্তোরাঁয় খাবার পরিবেশন করতেন। সন্ধ্যায় কাজ করতেন কল সেন্টারে। এর মধ্যে ভারতের বিভিন্ন মডেলিং এজেন্সিতে নাচের ভিডিও পাঠিয়ে লিখতেন কাজের ইচ্ছার কথা। দেড় বছর পর একটা মেইলের জবাব আসে। সেই আনন্দে বাক্সপেটরা গুটিয়ে কানাডা থেকে ভারতের মুম্বাইয়ে চলে যান নোরা। সেটা ২০১২ সালের কথা।

 কানাডা থেকে বলিউডের ছবিতে নাচতে আসা নোরা ফাতেহি ভালোবাসেন ঐতিহ্যবাহী শাড়ি

কানাডা থেকে বলিউডের ছবিতে নাচতে আসা নোরা ফাতেহি ভালোবাসেন ঐতিহ্যবাহী শাড়ি

পরের দুই বছর নোরা কেবল বিজ্ঞাপন করেছেন, কিন্তু কোনো টাকা পাননি। সিনেমায় একটা চরিত্র পেতে সময় লেগে গেছে দুই বছর। সব নেতিবাচকতা, ব্যর্থতা, ঝুড়িভর্তি ‘না’ ঠেলে সরিয়ে সফলতার দেখা পেতে সময় লেগে যায় আরও চার বছর। আর এ মুহূর্তে নোরা বলিউডের সেরা ড্যান্সারদের একজন।

ভারতের সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী নৃত্যশিল্পীদের একজন নোরা ফাতেহি

ভারতের সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী নৃত্যশিল্পীদের একজন নোরা ফাতেহি

এক কোটি ফলোয়ারের মাইলফলক (ইনস্টাগ্রামে ১ কোটি ৭৭ লাখ) পেরোনো মরক্কোর প্রথম আর একমাত্র তারকা তিনি। নোরার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানেও সাবস্ক্রাইবার ২২ লাখের বেশি। এ চ্যানেলে নানা কমেডি ভিডিও প্রকাশ করেন নোরা। নোরার ভাষায়, ‘আমার কমেডি সেন্স দুর্দান্ত। কিন্তু লোকে এখনো সেটা বুঝে উঠতে পারেনি।’