ব্রেকিং:
দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক
  • শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

কবিরহাটে বিদ্যুতের খুটির টানা তারে জড়িয়ে প্রাণ গেলো পিতা-পুত্রের

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯  

নোয়াখালীর কবিরহাটে, পল্লী বিদ্যুতের লাইনের খুটির টানা তারে জড়িয়ে, সালাউদ্দিন(৪৮)নামের এক ব্যাক্তি ও তার ১২ বছর বয়সি ছেলে সৌরভ হোসেনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ফলাহারী গ্রামের, বজল মাস্টার বাড়ি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, পল্লী বিদ্যুতের লাইনের এবং টানা তারের ত্রুটির কারনে এ ঘটনা ঘটেছে।।
এদিকে বিকালে এই ঘটনা ঘটলেও বারবার যোগাযোগ করেও পল্লী বিদ্যুতের কোন সদস্যকে ঘটনাস্থলে আনা যায়নি। শেষ পর্যন্ত রাত সাড়ে ৮টার দিকে, জেলা শহর মাইজদী থেকে আসা দমকল বাহিনীর লোকজন, পুকুর থেকে পিতা পুত্রের লাশ উদ্ধার করে। নিহত মো. সালাউদ্দিন পদুয়া গ্রামের হাজী বাড়ীর আলী আহমদের ছেলে। তার ছেলে সৌরভ, স্থানীয় করমবক্স আদর্শ উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে ভর্তি হয়েছিল।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন জানায়, বিকেলে স্থানীয় একটি বোরো খেতে নিজেদের সেচপাম্প দিয়ে পানি সেচ দিচ্ছিলেন সালাহ উদ্দিন। এসময় তাঁর স্কুলপড়ুয়া ছেলে সৌরভ তাকে সহযোগিতা করতে সেখানে যায়। সন্ধ্যায় সেচ দেওয়া শেষে বাড়ি ফেরার আগে সৌরভ পায়ের কাঁদা ধোঁয়ার জন্য পাশের একটি পুকুর পাড়ে যায়। এসময় সে পুকুরের পাড়ে পুঁতে রাখা বৈদ্যুতিক খুটির টানা তার ধরে, নিচের দিকে ঝুলে পা ধোঁয়ার সময় তারটি বিদ্যুৎ লাইনের উপলে থাকা মূলতারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই সৌরভ মারা যায়। এসময় কাছাকাছি থাকা বাবা মো. সালাউদ্দিন ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরের পানিতে পড়ে মারা যান।
স্থানীয় একাধিক বাসিন্দার অভিযোগ, পিতা-পুত্রকে পানির মধ্যে পড়ে থাকতে দেখে, বিদ্যুৎ লাইনটি বন্ধ করতে পল্লী বিদ্যুতের কবিরহাট অফিস ও নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক, শংকর লাল দত্তকে একাধিকবার ফোন করে, ঘটনাস্থলে আসার জন্য অনুরোধ জানানো হলেও তাঁরা আসেনি। ফলে আশেপাশের লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসলেও, লাশ উদ্ধারে পুকুরে নামতে পারেনি। ফলে ঘন্টার পর ঘন্টা লাশ দু’টি পুকুরেই পড়ে ছিল। পরে রাত সোয়া আটটার দিকে, জেলা শহর থেকে আসা দমকল বাহিনীর সদস্যরা, বিদ্যুৎ অফিসে কথা বলে নিশ্চিত হয়ে লাশ উদ্ধার করেন। এরপর রাত পৌনে নয়টার দিকে পল্লী বিদ্যুতের কবিরহাট আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।
লাইন নির্মাণে কোনো ধরণের ত্রুটি ছিল না দাবী করে, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক শংকর লাল দত্ত বলেন, মোবাইলে খবর পাওয়া মাত্র কবিরহাট অফিসের লোকজনকে ঘটনাস্থলে যাওয়ার জন্য বলা হয়। টানা তার ধরে ঝুলার কারণে ওই তার গিয়ে বিদ্যুতের মূল তারে সঙ্গে লেগে গেলে এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি তদন্ত করা হবে। তদন্তে কারো কাজে কোন গাফিলতি পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 
নিহতদের করমবক্স আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে, পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।