ব্রেকিং:
দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক
  • শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

এই সময়ে বিলম্বে কর দিলেও জরিমানা নয়

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৯ মে ২০২০  

করোনা ভাইরাস মহামারির কারণে বিদ্যমান পরিস্থিতিতে বিচার কার্যক্রম চালানোর জন্য নতুন অধ্যাদেশ প্রণয়ন করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০’ অনুমোদন দেওয়া হয়েছে। ফলে রাষ্ট্রপতির অনুমতি পেলে ভিডিও কনফারেন্সিংসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিচারকাজ চালানোর উদ্যোগ নিতে পারবেন আদালত। এ ছাড়া মন্ত্রিসভার বৈঠকে আরো দুটি আইন ও অধ্যাদেশের সংশোধনের অনুমোদন দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনজন মন্ত্রীর মধ্যে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত সরকারি গণমাধ্যমকে জানান। পরে মন্ত্রিপরিষদ বিভাগের জনসংযোগ কর্মকর্তা আসাদুজ্জামান খান এসব তথ্য সাংবাদিকদের জানান। আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রস্তাবিত অধ্যাদেশটি কার্যকর হলে বিদ্যমান প্রেক্ষাপটে ভিডিও কনফারেন্সিংসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।’

মন্ত্রিসভায় ইনকাম ট্যাক্স (সংশোধন) অধ্যাদেশ-২০২০ অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে যাঁরা নির্ধারিত সময়ে আয়কর জমা দিতে পারেননি, তাঁদের কোনো ধরনের জরিমানার সম্মুখীন হতে হবে না। বিদ্যমান আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আয়কর জমা দিতে না পারলে জরিমানা দিতে হয়। এর বিকল্প কোনো পথ প্রচলিত আইনে নেই। নতুন সংশোধনের অধ্যাদেশটি রাষ্ট্রপতির অনুমোদন পেলে মহামারি, যুদ্ধাবস্থা, নিয়ন্ত্রণবহির্ভূত পরিস্থিতি বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে কেউ নির্ধারিত সময়ে আয়কর দিতে না পারলে সে বিষয়গুলো বিবেচনায় নিতে পারবে জাতীয় রাজস্ব বোর্ড।

মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া তৃতীয় বিষয়টি হলো ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন- ২০২০’। সর্বশেষ ২০১২ সালে প্রণীত এই আইনটিতেও নির্ধারিত সময়ে মূল্য সংযোজন কর রিটার্ন দাখিলে বাধ্যবাধ্যকতা রয়েছে। কিন্তু করোনাভাইরাসের কারণে গত দুই মাসে অনেক ব্যবসায়ী ও ব্যক্তি তা প্রতিপালন করতে পারেননি। এ কারণে সরকারের পক্ষ থেকে আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। আইনের ৬৪ ধারায় নতুন একটি উপধারা যুক্ত করা হচ্ছে। এতে বলা হয়েছে, ‘প্রাকৃতিক দুর্যোগ, মহামারি ও জরুরি অবস্থার কারণে জনস্বার্থে বোর্ড সুদ ও জরিমানা পরিশোধ ব্যতীত দাখিলপত্র পেশের সময়সীমা বর্ধিত করিতে পারিবে।’

পুলিশ সদস্যরা যে হারে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তা নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মন্ত্রিসভা বৈঠকে পুলিশের আক্রান্তের এই হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের চিকিৎসায় যেন কোনো ধরনের গাফিলতি না হয় তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া করোনা সংক্রান্ত সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে