ব্রেকিং:
লক্ষ্মীপুরে বৃষ্টিতে ভোটার শূন্য কেন্দ্র সুবর্ণচরে এক বুথে ঘণ্টায় পড়ল ১ ভোট ছেলের বিরুদ্ধে ভোট করলে ইউনিয়নে উন্নয়ন বন্ধ করার হুমকি এমপিপত্নীর নোয়াখালীতে ভোটের আগের রাতে টাকা বিতরণের অভিযোগ আওয়ামী লীগে স্বজনদের নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সন্ত্রাসী নিহত উপজেলা নির্বাচনে যে বিষয়গুলোর ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, আ.লীগ নেতাকে ৩ লাখ টাকা জরিমানা নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার নোবিপ্রবিতে চালু হলো প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া?
  • বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আলাউদ্দিন হত্যা: কাদের মির্জার বিরুদ্ধে এবার আদালতে অভিযোগ

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৪ মার্চ ২০২১  

নোয়াখালীর বসুরহাটে আওয়ামী লীগের গোলাগুলিতে আলাউদ্দিন নিহতের ঘটনায় পৌর মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের হয়েছে আদালতে।

বাদীর আইনজীবী হারুনুর রশিদ হাওলাদার জানান, রোববার জেলার ৪ নম্বর আমলী আদালতে এই অভিযোগ দায়ের করেন আলাউদ্দিনের ছোটো ভাই এমদাদ হোসেন রাজু।

বিচারক এসএম মোসলেহ্ উদ্দিন মিজান শুনানি শেষে এই বিষয়ে থানায় কোনো মামলা হয়েছে কিনা জানাতে কোম্পানীগঞ্জ থানাকে আদেশ দিয়েছেন।

এর আগে কোম্পানীগঞ্জ থানায় মামলা নেয়নি বলে অভিযোগ করেছিলেন এমদাদ হোসেন রাজু।

আইনজীবী হারুনুর রশিদ হাওলাদার জানান, অভিযোগে আবদুল কাদের মির্জাকে প্রধান আসামি করা হয়। এছাড়া মির্জার ভাই সাহাদাত হোসেন ও ছেলে মাশরুর কাদের তাসিক মির্জাসহ ১৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়।

হারুনুর রশিদ বলেন, সকালে আদালত অভিযোগটি দিনের কার্য তালিকায় রেখে বাদীর জাতীয় পরিচয়পত্র দাখিল সাপেক্ষে বিকালে এই বিষয়ে শুনানির জন্য রাখে। পরে বিকালে শুনানি শেষে আদেশ দেয়।

“বিকালে শুনানি শেষে এই বিষয়ে থানায় মামলা হয়েছে কিনা তা ১৫ দিনের মধ্যে জানাতে কোম্পানীগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছে।”

এই ঘটনায় বৃহস্পতিবার রাতে এমদাদ হোসেন রাজু কোম্পানীগঞ্জ থানায় এই অভিযোগ নিয়ে গেলে পুলিশ আসামির তালিকা থেকে আবদুল কাদের মির্জার নাম বাদ দিতে চাপ দেয় বলে এই মামলার বাদী এমদাদ হোসেন রাজুর অভিযোগ।

গত মঙ্গলবার রাতে বসুরহাট পৌর এলাকায় মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাদলের অনুসারীদের সংষর্ঘ ও গোলাগুলি হয়। সংঘর্ষের মধ্যে অটোরিকশাচালক সাবেক যুবলীগ কর্মী আলাউদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

বসুরহাট পৌরসভা নির্বাচন ঘিরে নানা স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নিয়ে নানা বক্তব্যে আলোচনায় আসেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটো ভাই আবদুল কাদের মির্জা। এর জের ধরে উত্তেজনার মধ্যে গত ১৯ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট বাজারে আবদুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদল সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এই সময় গুলিবিদ্ধ হন সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির, যিনি পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এরপর ৯ মার্চ বসুরহাট পৌরসভা চত্বরে ফের দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান আলাউদ্দিন (৩২)।

বাদীকে হুমকির অভিযোগ

এদিকে মামলার বাদী এমদাদ হোসেন রাজু হুমকি পাওয়ার অভিযোগ করেছেন।

তিনি সাংবাদিকদের বলেন, তাকে নানাভাবে জীবন নাশের হুমকি দেওয়া হচ্ছে। মামলা করতে এসেছেন বিভিন্ন বাধা অতিক্রম করে।

আদালতে নিহত আলাউদ্দিনের মা মরিয়মের নেছাও এসেছেন। তিনি ছেলে হত্যার বিচার দাবি করেছেন।