ব্রেকিং:
লক্ষ্মীপুরে বৃষ্টিতে ভোটার শূন্য কেন্দ্র সুবর্ণচরে এক বুথে ঘণ্টায় পড়ল ১ ভোট ছেলের বিরুদ্ধে ভোট করলে ইউনিয়নে উন্নয়ন বন্ধ করার হুমকি এমপিপত্নীর নোয়াখালীতে ভোটের আগের রাতে টাকা বিতরণের অভিযোগ আওয়ামী লীগে স্বজনদের নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সন্ত্রাসী নিহত উপজেলা নির্বাচনে যে বিষয়গুলোর ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, আ.লীগ নেতাকে ৩ লাখ টাকা জরিমানা নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার নোবিপ্রবিতে চালু হলো প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া?
  • বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

আকর্ষণীয় মোড়কে ভেজাল পণ্য, তৎপর প্রশাসন

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৯ মে ২০১৯  

রমজান ঘিরে সিলেটের বিভিন্ন অভিজাত ব্রান্ডসহ সব দোকানে আকর্ষণীয় মোড়কে ভেজাল পণ্যে সয়লাব। এতে প্রতিনিয়ত নিরবে প্রতারিত হচ্ছেন ভোক্তারা। তবে এই প্রতারণা এড়াতে তৎপর রয়েছে প্রশাসন।
বুধবার বিকেলে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে রাজমহল বাবনা শাখাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান চলানো হয়। এরপর মেয়াদোত্তীর্ণ খাবার ও পণ্য রাখায় একই এলাকার স্বাদকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে তিনি।

এর আগে বুধবার দুপুরে সিলেটের গোয়ালাবাজারে মাল মিস্টান্ন ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। জিলাপির মোল্ডে রোগাক্রান্ত বিড়াল ছানা পড়লেও সেখানে জিলাপি তৈরি করায় জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেটের সহকারী পরিচালক মো. জাহাঙ্গির আলম বলেন, এক মাসে সিলেট জেলা ও মহানগর এলাকায় ২৩টি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৬১টি প্রতিষ্ঠানকে ছয় লাখ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, ১৭টি অভিযোগ ছিল। এর মধ্যে ছয়টি প্রমাণিত হওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আরো ৯টি অভিযোগ আপোষে নিষ্পত্তি করা হয়েছে। আর দুটির তথ্য সঠিক ছিল না।

তিনি আরো বলেন, রমজানকে টার্গেট করে একটি শ্রেণির ব্যবসায়ী ভেজাল পণ্য বিক্রিতে মরিয়া হয়ে ওঠেছে। আমাদের তদারকি অভিযান চলছে। পুরো রমজানে বিশেষভাবে অভিযান পরিচালনা করা হবে।

সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব বলেন, রমজানে খাবারে ভেজাল প্রতিরোধ ও মূল্য নিয়ন্ত্রণ রাখতে মেয়র আরিফুল হক চৌধুরীর নির্দেশে গঠিত বাজার মনিটরিং কমিটির সদস্যরা মাঠে রয়েছেন। সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমনকে আহবায়ক ও বাজার তত্ত্বাবধায়ক মো. ফয়জুর রহমানকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের বাজার মনিটরিং কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা ইফতার সামগ্রীসহ নিত্যপণ্যে ভেজাল বা বাসি খাবারের খোঁজ পেলে তাৎক্ষণিক লাইসেন্স বাজেয়াপ্তসহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে নির্দেশনা মতে কাজ করছেন।

সিলেটের অ্যাডিশনাল ডিসি (সার্বিক) স্দ্বীপ কুমার সিংহ বলেন, জেলা প্রশাসনের পক্ষ বাজার মনিটরিং করতে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা ও বিশিষ্টজনকে নিয়ে পাঁচটি টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। প্রত্যেকটি কমিটিকে এলাকা ভাগ করে দেয়া হয়েছে। কমিটির সদস্যরা নিয়মিত তদারকি করছেন। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে সিলেটের প্রশাসন তৎপর রয়েছে।