ব্রেকিং:
দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ফেনীতে কেরাত ও হামদ-নাত প্রতিযোগিতা

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩  

ফেনী শহরের শহিদ শহীদুল্লা কায়সার সড়কের শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেরাত, আজান ও হামদ-নাতে অংশ নিতে আসা সহস্রাধিক শিশু-কিশোরদের কলতানে মুখরিত হয়ে উঠে শিল্পকলা প্রাঙ্গণ।

রহমত, বরকত, নাজাত ও মাগফেরাতের পয়গাম নিয়ে শুরু হওয়া পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করে দৈনিক ফেনীর সময়।

সকাল ১০টায় প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার জাকির হাসান। দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মীর মোহাম্মদ নেয়ামত উল্যাহ, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আয়নুল কবির শামীম, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা এসএমটি কামরান হাসান, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।

প্রতিযোগিতার সমন্বয়ক তৌহিদুল ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. রিয়াজ উদ্দিন চৌধুরী, ফেনীর সময় লেখক পাঠক ফোরামের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাবলুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দুপুরে প্রধান অতিথি থেকে বাছাইপর্বে উত্তীর্ণদের ইয়েস কার্ড প্রদান করেন ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুন নাহার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্যাহ খোন্দকার, শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী।

প্রতিযোগিতায় ক, খ ও গ গ্রুপে জেলার অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও উম্মুক্ত বিভাগে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিযোগি অংশ নেন। এর মধ্যে অনুর্ধ্ব ৫ম শ্রেণি পর্যন্ত ক গ্রুপ, ৬ষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত খ গ্রুপ, ৯ম থেকে একাদশ পর্যন্ত গ গ্রুপ, উন্মুক্ত ঘ গ্রুপে ১২০ জনকে ইয়েস কার্ড প্রদান করা হয়। 

বুধবার (২৯ মার্চ) সকাল ১০টায় গ্র্যান্ড ফাইনালে অংশ নেবে। প্রতিটি বিভাগে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে পুরস্কার ও সনদপত্র দেওয়া হবে।