ব্রেকিং:
দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক
  • শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

হাওরে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১  

কিশোরগঞ্জের মিঠামইনে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দু’পক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। তাদের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের আশরাফ মৌলানা পক্ষ ও পুরান বাড়ি পক্ষের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে।

জানা যায়, মাওলানা আশরাফ আলীর নেতৃত্বাধিন আশরাফ মৌলানা পক্ষের সঙ্গে পুরান বাড়ি পক্ষের বেশ কয়েক মাস ধরে বিরোধ চলে আসছিল। এ রকম পরিস্থিতিতে মাওলানা আশরাফ আলীর বিরুদ্ধে পুরান বাড়ি পক্ষের ইটালি প্রবাসী জাকন মিয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে মঙ্গলবার  সন্ধ্যা ৭টার দিকে উভয়পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ৩০ মিনিট ধরে চলা এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত পুরান বাড়ি পক্ষের আনোয়ার, ফরিদ ও লায়েছকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেলিম, কাজল ও ডালিমকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে আশরাফ মৌলানা পক্ষের আইনুল, ওমর আলী, আবুল ফয়েজ ও মনিরকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং হান্নান ও তাজুল ইসলামকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর পর মিঠামইন থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ও এসআই গণেশ চন্দ্র শীল বিপুল সংখ্যক পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বুধবার সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মিঠামইন থানায় কোন পক্ষই অভিযোগ কিংবা মামলা দায়ের করেনি বলে জানা গেছে।

ঘটনা প্রসঙ্গে মাওলানা আশরাফ আলী বলেন, ‌‘আমার বিরুদ্ধে ইতালি প্রবাসী জাকন মিয়া মিথ্যা ও মানহানিকর স্ট্যাটাস ফেসবুকে ভাইরাল করে এলাকায় ছড়িয়ে দেয়। এ বিষয়টি পুরান বাড়ির মুরব্বীদের কাছে অভিযোগ আকারে উত্থাপন করলে তারা উত্তেজিত হয়ে আমাদের লোকজনের ওপর হামলা চালায়। এর আগেও মাস তিনেক আগে পুরান বাড়ির লোকজন আমাদের ওপর হামলা চালায়। তবে পুরান বাড়ি পক্ষের দাবি, আশরাফ মৌলানার লোকজন পূর্ব পরিকল্পিতভাবে তাদের লোকজনের ওপর হামলা চালায়। বাড়িঘরে আক্রমণ করে। এর প্রতিবাদ করতে গেলে এ ঘটনার সূত্রপাত ঘটে।

মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানী জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।