ব্রেকিং:
দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক
  • শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বায়ুকে দূষণ মুক্ত করবে চুয়েট শিক্ষার্থীদের ইকো ট্রান্সফরমার

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৫ জুলাই ২০২১  

কলকারখানার বিষে যখন বায়ুর মুমূর্ষু অবস্থা তখন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তরুণ উদ্ভাবকদের আবিষ্কার যেন স্বস্তির বাতাস বয়ে আনবে সুদূর হিমালয় থেকে। পরিবেশ রক্ষা করতে তারা নিয়ে এসেছে ইকো ট্রান্সফরমার নামক সম্পূর্ণ নতুন ও অটোমেটেড ডিভাইস। এই ইকো ট্রান্সফরমার বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদান সরিয়ে নিয়ে বায়ুকে দূষণ মুক্ত করতে পারবে বলে তাদের দাবি।

গবেষণায় জানা গেছে, বায়ু দূষণের কারণে গত বছর সারাবিশ্বে মোট ছয় দশমিক সাত মিলিয়ন মানুষ মারা গেছে এবং বায়ু দূষণ বিশ্বব্যাপী মানুষের মৃত্যুর প্রধান কারণগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে। এছাড়া বাংলাদেশের বায়ু দূষণ বিশ্বের সবচেয়ে দূষিত স্থানের ধারাবাহিকতায় এক অশনি সংকেতই বটে। কারণ ক্রমাগত এই দূষণে পরিবেশ বিপর্যয়ের ফলে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে তাতে ধারণা করা হয় অন্যতম বিপর্যস্ত দেশ হবে বাংলাদেশ। 

সময়টা তখন ২০১৯ সাল। বায়ুর এই ক্রমাগত দূষণের সমাধান কী হতে পারে সেই ভাবনা থেকেই জন্ম হয় সম্পূর্ণ নতুন একটি ডিভাইসের। সেই সময় অনুষ্ঠিত হাল্ট প্রাইজে প্রথমবারের মতো আবিষ্কারটি নিয়ে অংশ নেয় টিম ‘মডেলিয়ান স্ট্রাইকারস’। এ টিমের সদস্যরা হলেন- চুয়েটের মেকাট্রনিকস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের আসিফ আলম এবং ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সৈয়দ নাকীবুল ইসলাম।

প্রথম বারের মতো অংশ নিয়ে সেবারই সেমিফাইনালে ওঠে টিমটি। তাত্ত্বিক গবেষণা থেকে বাস্তবায়নের দিকের যাত্রাটিকে সহজতর করে দেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিকস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষক হুমায়ুন কবির। তার নির্দেশনায় প্রাথমিক গঠনগত রূপ পায় ইকো ট্রান্সফরমার। এভাবেই ধীরে ধীরে এগোতে থাকে ট্রান্সফরমারটির গঠন, বিজনেস মডেল ও প্রদর্শনী।

হুমায়ুন কবির জানান, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ইকো ট্রান্সফরমার একটি অনবদ্য আবিষ্কার। গ্রিনহাউজ গ্যাসের রিসাইক্লিং পরিবেশকে যেমন বিষাক্ত গ্যাসমুক্ত করবে তেমনি এই রিসাইকেলে প্রাপ্ত সালফিউরিক ও কার্বনিক এসিড দেশের কারখানার প্রয়োজনীয় এসিড জোগান দিতে পারবে। এর বাস্তবায়ন ও সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে অদূর ভবিষ্যতে এটি পৃথিবীকে বাসযোগ্য রাখার অন্যতম নির্ভরযোগ্য অটোমেটেড ডিভাইস হবে।

নতুন নতুন স্টার্টআপের মাধ্যমে দেশের তরুণ উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার উদ্যোগে ২০২০ সালে অনুষ্ঠিত হয় আইডিয়াথন প্রতিযোগিতা। যেখানে প্রায় ৩৩০০ এর অধিক স্টার্টআপকে পেছনে ফেলে টপ ৩০ এ স্থান করে নজর কাড়ে পরিবেশ দূষণ কমানোর প্রয়াসে অগ্রদূত হিসেবে আগত স্টার্টআপ ইকো ট্রান্সফরমার। বিজনেস মডেলে বি টু বি (বিজনেস টু বিজনেস) রেখে বিজনেস শুরু করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করা স্টার্টআপটির উঠে আসাটা এর মাধ্যমেই।

ট্রান্সফরমারটির গঠন: 

ট্রান্সফরমারটির ভিত্তি নির্মিত হয়েছে মূলত ৮টি পৃথক চেম্বারে। এরমধ্যে প্রথমটি হবে অপেক্ষাকৃত বৃহত্তর। তাতে বিশেষায়িত বয়লার স্থাপন করা হবে। এছাড়া বিশেষ কিছু প্রভাবকের মাধ্যমে প্রভাবিত হবে অন্তস্থ বিক্রিয়া। তবে, চারপাশের ফ্রেম দিবে অ্যালুমিনিয়াম শিট৷ অন্তস্থ বয়লার ও আনুষঙ্গিক ইলেকট্রনিকস যন্ত্রগুলো চলবে সরাসরি এসি কারেন্ট অথবা ব্যাটারি ব্যবহারের মাধ্যমে।

ব্যবহার উপযোগিতা:

এই ট্রান্সফরমারটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো সর্বত্র এর ব্যবহার উপযোগিতা। বায়ু দূষণ যেখানেই থাকবে সেখানেই অদূর ভবিষ্যতে ট্রান্সফরমার বসানোর উপযুক্ত মডেল সরবরাহ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছে উদ্ভাবক দলটি। কলকারখানা, ইটভাটায় সংযোজনের মাধ্যমে প্রাথমিকভাবে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করারও আশাবাদ ব্যক্ত করেছে তারা।

ইকো ট্রান্সফরমার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে আসিফ আলম জানান, আমরা শুধু এখানেই থেমে নেই বরং একটি নির্দিষ্ট জায়গার বায়ুকে পরিশোধন করার মতো সম্পূর্ণ অটোমেটেড নতুন ডিভাইস আবিষ্কারে মনোযোগ দিচ্ছি। আমাদের ট্রান্সফরমারটির নতুন ভার্সনে নির্দিষ্ট স্থানে এটি রাখলে সেখানকার বায়ু থেকে দূষিত সব উপাদান ছেকে রেখে সেখানকার বায়ুকে দূষণমুক্ত করে দেওয়ার বৈশিষ্ট্য সংযোজন করবে এবং এর জন্য প্রয়োজনীয় গবেষণা চালিয়ে যাচ্ছি।