ব্রেকিং:
দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক
  • রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

৫০ বছর ধরে কাঁদছেন লক্ষ্মীপুরের-মেঘনার স্বজনহারা উপকূলবাসী

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০  

আজ সেই ভয়াল ১২ নভেম্বর। বাংলাদেশের উপকূলবাসীর স্বজন হারানোর দিন। ১৯৭০ সালের এই দিনে এক মহাপ্রলয়ংকরি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লন্ড-ভন্ড হয়ে যায় বাংলাদেশের উপকূলীয় এলাকা। ওই প্রাকৃতির দুর্যোগের ৫০ বছর অতিবাহিত হলেও লক্ষ্মীপুরের রায়পুর, সদর, কমলনগর ও রামগতি উপজেলার মেঘনা উপকূলবাসী এখনো অরক্ষিত।

ভয়াল ১২ নভেম্বর উপকূলবাসীর বেদনার দিবস হিসেবে সবার কাছে পরিচিত। এর সঙ্গে যোগ হয়েছে মহামারী করোনা সংকট। প্রতি বছর এ দিনটি পালন উপলক্ষে লক্ষ্মীপুর সদর ও কমলনগর ও রায়পুরে দিনব্যাপী নানা অনুষ্ঠান হয়েছে। স্বজনহারা মানুষগুলো বাড়িতে ফাতিহা আর দোয়া ছাড়া কিছু করতে পারছে না।
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে লক্ষ্মীপুর, নোয়াখালী, ভোলা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, চট্টগ্রাম জেলার একাংশসহ পুরো উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়ায় ঝড়ে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটে। সেই স্মৃতি নিয়ে আজো যারা বেচেঁ আছেন অথবা স্বজন হারিয়েছেন, বিভীষিকাময় এ দিনটির কথা মনে করেই আতঙ্কে শিউরিত হন।

জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা ২০১৭ সালের ১৮ মে এক ঘোষণায় ১৯৭০ সালের ঝড়টিকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতি ঝড় হিসেবে ঘোষণা দেয়। তখন ধারণা করা হয়েছিল, প্রলয়ঙ্করী এই দুর্যোগে প্রায় ১০ থেকে ১৫ লাখ মানুষ প্রাণ হারায়। কিন্তু তৎকালীন বিভিন্ন বিশ্বমিডিয়া থেকে তিন থেকে পাঁচ লাখ লোক নিহত হওয়ার খবর প্রচারিত হয়েছিল।

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ৮ থেকে ১০ ফুট পানির নিচে তলিয়ে যায়। স্রোতে ভেসে যায় নারী শিশু ও বৃদ্ধসহ অসংখ্য মানুষ। সে রাতে এ জেলার প্রায় ৫০ হাজার মানুষ প্রাণ হারায়। দেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রলংকারী ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে রামগতির মেঘনা উপকূলীয় চরআবদুল্লাহ এবং কমলনগরের ভুলুয়ানদী উপকূলীয় চরকাদিরা সহ জেলার বিভিন্ন এলাকায় এ প্রলয়ংকরী ঘুর্ণিঝড় হানা দেয়। চারিদিকে লাশ আর লাশ, লাশের গন্ধে মানুষ কাছে মানুষ যেতে পারেনি। ৩-১০ ফুটের জলাবদ্ধতা কারণে মৃত মানুষগুলোকে মাটি দেয়া যায়নি।

গত কয়েক বছরের মতো স্থানীয়ভাবে ৪র্থ উপকূল দিবস পালিত হচ্ছে। লক্ষ্মীপুরের কমলনগর প্রেস ক্লাব, রামগতি বাজার এবং রায়পুরের চরবংশী এবং লক্ষ্মীপুর অনলাইন সাংবাদিক ফোরাম ও সকাল থেকে এ দিবসটি পালন করেছেন। দিবস পালনকালে আলোচনা সভা, সেমিনার এবং দোয়া ও মোনাজাতসহ প্রার্থনা করা হয়েছে।

ঘুর্ণীঝড়ের ছোবলে ছেলে হারায় মাকে, মা হারান তার প্রিয় সন্তানদের, স্বামী হারান স্ত্রীকে, স্ত্রী হারান প্রিয় স্বামীকে। সেই ভয়াল রাতের স্মৃতি মনে পড়লে উপকূলবাসী এখনো আঁতকে ওঠে। সে প্রলয়ংকরি ঘূর্ণিঝড়ের ২৯ বছর অতিবাহিত হলেও কক্সবাজারসহ বৃহত্তর চট্টগ্রামের উপকূলবাসী এখনো অরক্ষিত। তার সঙ্গে যোগ হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব। এখনো বিভিন্ন স্থানে খোলা রয়েছে উপকূলীয় বেড়িবাঁধ। ফলে উপকূলীয় লোকালয়ে নদীর পানি এখনো প্রবেশ করছে।

রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ বলেন, গত ৫০ বছর ধরে তার এলাকার বেশী অংশজুরে বেড়িবাঁধ খোলা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের সহকারি প্রকৌশলী আলমগীর হোসেন গণমাধ্য কর্মীদের জানান, রায়পুরের অনেক অংশে বেড়ি বাঁধ খোলা। ঝুঁকিপূর্ণ অবস্থায়ও রয়েছে। তবে কয়েকটি পয়েন্ট কাজ শুরু হবে।

১৯৭০ সালের এ দিনে সব চেয়ে বেশি প্রাণহানি ও ক্ষতিগ্রস্থ হয় লক্ষ্মীপুরের সদর, রায়পুর, কমলনগর ও রামগতি উপজেলা । চরবংশী ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা জানান, এমন কোনো বাড়ি বা ঘর নেই, যেখান থেকে শত লোক মারা যায়নি। তাই দিনটি এলে প্রতিটি বাড়িতে কান্নার রোল পড়ে যায়।