ব্রেকিং:
দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক
  • রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

জঙ্গিবাদের রূপ দিতে আবির্ভাব হয় সাম্প্রদায়িক অশুভ শক্তি

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৬ জুন ২০১৯  

জঙ্গিবাদের ভয়ংকর রূপ দিতে মাঝে মাঝে সাম্প্রদায়িক অশুভ শক্তির আবির্ভাব হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, হলি আর্টিজান, শোলাকিয়া ট্রাজেডির পর অনেকে মনে করি, এই সাম্প্রদায়িক শক্তির পতন হয়েছে। তাহলে আমরা শ্রীলংকার মতো ভুল করবো। আমাদের প্রস্তুত থাকতে হবে৷ এখনো ষড়যন্ত্র আছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাংস্কৃতিক উপকমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সরকার আজকে বিপুলভাবে নির্বাচনে জয়ী হয়ে ৪র্থ বারের মতো ক্ষমতা এসেছে। পাকিস্তান পন্থী, সাম্প্রদায়িক অশুভ শক্তি এটা মেনে নিতে পারছে না। 

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বের স্বাধীন হয়েছে। যেই চেতনার ভিত্তিতে এই দেশ স্বাধীন হয়েছে, সেই চেতনা বিরোধী শক্তি এখনো খুবই দুর্বল, একথা মনে করার কোনো কারণ নেই৷ এখনো অসাম্প্রদায়িক, মানবতাবাদী চেতনাকে হুমকি দিয়ে যাচ্ছে সাম্প্রদায়িক অশুভ শক্তি।

তিনি বলনে, এই অশুভ শক্তি আমাদের সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে। তলে তলে প্রস্তুতি নিচ্ছে বড় ধরনের হামলা পরিচালনা করার জন্য। কাজেই আমাদের আরো সর্তক থাকতে হবে। দেশের জনগণকে নিয়ে অসাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।  

সড়কমন্ত্রী বলেন, আমাদের সাংস্কৃতিক অঙ্গনে একটা বিভ্রান্তি আছে, যে আওয়ামী লীগ নির্বাচনী এলায়েন্সের মধ্য দিয়ে স্বাধীনতার চেতনা ও মূল্যবোধের পরিপন্থী কাজ করছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আওয়ামী লীগ কৌশলগত কারণে তার পলিসি পরিবর্তন করেছে। আমরা বাংলাদেশের শিকড়ের সঙ্গে আছি, থাকবো। বাংলাদেশের সাংস্কৃতির সবচেয়ে বড় পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

এ সময় উপস্থিত ছিলেন- সাংস্কৃতিক উপকমিটির চেয়ারম্যান আতাউর খান, সদস্য সচিব আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সদস্য রিয়াজুল কবির কাওছার ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

সংগীত পরিবেশন করবেন শিল্পী ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার ও তার দল দলছুট, কিরণ চন্দ্র রায়, বাউল শিল্পী রিজু বাউল, আবৃত্তি শিল্পী ভাস্কর বন্দোপাধ্যানসহ আরো অনেকে।