ব্রেকিং:
লক্ষ্মীপুরে বৃষ্টিতে ভোটার শূন্য কেন্দ্র সুবর্ণচরে এক বুথে ঘণ্টায় পড়ল ১ ভোট ছেলের বিরুদ্ধে ভোট করলে ইউনিয়নে উন্নয়ন বন্ধ করার হুমকি এমপিপত্নীর নোয়াখালীতে ভোটের আগের রাতে টাকা বিতরণের অভিযোগ আওয়ামী লীগে স্বজনদের নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সন্ত্রাসী নিহত উপজেলা নির্বাচনে যে বিষয়গুলোর ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, আ.লীগ নেতাকে ৩ লাখ টাকা জরিমানা নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার নোবিপ্রবিতে চালু হলো প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া?
  • বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

‘খালেদার জামিন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য হাস্যকর’

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২০ জুন ২০১৯  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার জামিনের পুরো বিষয়টিই নির্ভর করছে আদালতের ওপর। আমার কথায় বিএনপি নেত্রীর মুক্তি হচ্ছে না, বিএনপি নেতাদের এমন বক্তব্য হাস্যকর। 
বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২৩ জুন দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা কি কারণে এসব কথা বলছেন আমার জানা নেই। আমি বলছি, খালেদা জিয়ার অনেক মামলায় জামিন হয়েছে। 

প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার হস্তক্ষেপ করলে খালেদা ৩০ থেকে ৩৫ টি মামলায় জামিন পেয়েছেন কিভাবে? আমি বলেছি, আদালত খালেদা জিয়াকে জামিন দিলে সরকারের হস্তক্ষেপ থাকে না।

উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থীদের বিপক্ষে অবস্থান নেয়া আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নেক্সট ওয়ার্কিং কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। আমাদের কাছে রিপোর্ট আছে। রিপোর্টের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

বর্ধিত সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ত্যাগী কর্মীদের অবহেলা করবেন না। দলের মধ্যে উপদল সৃষ্টি করবেন না। কমিটি করতে গিয়ে নিজের লোক খুঁজবেন না৷ দলের লোক খুঁজবেন। নিজের লোক কখনো চিরস্থায়ী হয় না। দুঃসময়ের নেতাকর্মীদের অবহেলা করবেন না। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তরুণ ও নতুনদেরকে নৌকার পক্ষে ধরে রাখতে হবে। নতুনদের নৌকার পক্ষে ধরে রাখতে হলে সদস্যদের সংগ্রহ অভিযানের কোনো বিকল্প নেই। যারা আওয়ামী লীগের ইশতেহারের প্রতি আকৃষ্ট হয়ে নৌকায় ভোট দিয়েছিলেন, তাদেরকে ধরে রাখতে হবে। তরুণদের দলে ফেরাতে পারলে, এক্সপেরিয়েন্সের সঙ্গে এনার্জি যোগ হলে আওয়ামী লীগের বিকাশ ধারা অনেকদূর পৌঁছে যাবে। এজন্য নতুন করে সদস্য সংগ্রহ অভিযান পুনরায় শুরু করতে হবে। 

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগের আত্মা পড়ে আছে তৃণমূলে। অসংখ্য গরিব, দুঃখী, অসহায় কর্মীর ঘরে পড়ে আছে আওয়ামী লীগের আত্মা। আওয়ামী লীগের ঐতিহ্য ধরে রাখতে হবে। গরিব দুঃখী কর্মীদের ভালবাসতে হবে। সহানুভূতি দেখাতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে। প্রত্যেক নেতার মধ্যে মানবিক গুণাবলি থাকতে হবে। 

ঢাকার মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্লাহর সভাপতিত্বে বর্ধিত সভায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।