ব্রেকিং:
লক্ষ্মীপুরে বৃষ্টিতে ভোটার শূন্য কেন্দ্র সুবর্ণচরে এক বুথে ঘণ্টায় পড়ল ১ ভোট ছেলের বিরুদ্ধে ভোট করলে ইউনিয়নে উন্নয়ন বন্ধ করার হুমকি এমপিপত্নীর নোয়াখালীতে ভোটের আগের রাতে টাকা বিতরণের অভিযোগ আওয়ামী লীগে স্বজনদের নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সন্ত্রাসী নিহত উপজেলা নির্বাচনে যে বিষয়গুলোর ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, আ.লীগ নেতাকে ৩ লাখ টাকা জরিমানা নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার নোবিপ্রবিতে চালু হলো প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া?
  • বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

নেতাদের ভিন্নমতে জরাজীর্ণ দলে পরিণত হয়েছে বিএনপি

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৯ মার্চ ২০২১  

নেতৃত্বের সংকট ও সিদ্ধান্তহীনতার কারণে বিগত সময়ে রাজনীতির মাঠ থেকে অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে বিএনপির। এ অবস্থায় সমন্বয়হীনতা, নেতাদের ভিন্নমতে জরাজীর্ণ দলে পরিণত হয়েছে বিএনপি। দীর্ঘ ছন্নছাড়া যাত্রায় এখন বিএনপির নেতৃত্বের ওপর ভরসা করতে পারছেন না কেউই। এজন্য বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সংশয়ে নেতারা। 

দলীয় সূত্র জানায়, বিএনপির এমন পরিস্থিতিতে সবচেয়ে হতাশ তৃণমূল নেতাকর্মীরা। যারা কোনো ভরসা করতে পারছে না বিএনপির ওপরে। সংশয়ে পড়ে আছে বিএনপির অন্যতম হাতিয়ার ২০ দলীয় জোটের শরিকরাও।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের আত্মসমালোচনাকারী এক নেতা বলেন, বিএনপির রাজনীতি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে প্রায় ১৪ বছর ধরে। এতো বছরে বিএনপি একটি বারের জন্যও ঘুরে দাঁড়াতে পারেনি। অন্যের ধার করা ইস্যুতে আন্দোলন করতে গেলেও বার বার ব্যর্থ হয়েছে। এক্ষেত্রে নেতৃত্বের দুর্বলতাকে দায়ী করছেন বিএনপির এ নেতা।

অপরদিকে একই অবস্থা জোটেও বিদ্যমান। নেতৃত্বের দুর্বলতার বিষয়ে সোচ্চার হয়েছে ২০ দলীয় জোটের শরিকরা। এর অংশ হিসেবে এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেছেন, জোটের বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্য তাকে অথবা ঢাকায় অবস্থানরত কোনো বিএনপি নেতাকে নেতৃত্ব দিতে হবে। বর্তমানে খালেদা জিয়ার পক্ষে আমাদের নির্দেশনা দেয়া সম্ভব না। আবার তারেক রহমানের পক্ষে লন্ডন থেকে সক্রিয়ভাবে মাঠে থাকা সম্ভব নয়। নেতৃত্বে পরিবর্তন করতে না পারলে বিএনপি তথা ২০ দলের ভবিষ্যৎ অন্ধকার।

অলির বক্তব্য ও তৃণমূলের ক্ষোভের জায়গা একই। ফলে তারা বর্তমান নেতৃত্বের উপর বিশ্বাস রাখতে পারছে না। এ অবস্থায় নেতৃত্বের পরিবর্তনটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কেবল নেতৃত্বের পরিবর্তন নয়, দলের সংকটগুলো কাটিয়ে উঠতে না পারলে তৃণমূল থেকে বিএনপি নির্জীব হতে শুরু করবে। তখন কোনভাবেই দলকে টিকিয়ে রাখা সম্ভব হবে না।