ব্রেকিং:
লক্ষ্মীপুরে বৃষ্টিতে ভোটার শূন্য কেন্দ্র সুবর্ণচরে এক বুথে ঘণ্টায় পড়ল ১ ভোট ছেলের বিরুদ্ধে ভোট করলে ইউনিয়নে উন্নয়ন বন্ধ করার হুমকি এমপিপত্নীর নোয়াখালীতে ভোটের আগের রাতে টাকা বিতরণের অভিযোগ আওয়ামী লীগে স্বজনদের নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সন্ত্রাসী নিহত উপজেলা নির্বাচনে যে বিষয়গুলোর ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, আ.লীগ নেতাকে ৩ লাখ টাকা জরিমানা নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার নোবিপ্রবিতে চালু হলো প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া?
  • বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

কবিরহাটে বিদ্যুতের খুটির টানা তারে জড়িয়ে প্রাণ গেলো পিতা-পুত্রের

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯  

নোয়াখালীর কবিরহাটে, পল্লী বিদ্যুতের লাইনের খুটির টানা তারে জড়িয়ে, সালাউদ্দিন(৪৮)নামের এক ব্যাক্তি ও তার ১২ বছর বয়সি ছেলে সৌরভ হোসেনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ফলাহারী গ্রামের, বজল মাস্টার বাড়ি সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, পল্লী বিদ্যুতের লাইনের এবং টানা তারের ত্রুটির কারনে এ ঘটনা ঘটেছে।।
এদিকে বিকালে এই ঘটনা ঘটলেও বারবার যোগাযোগ করেও পল্লী বিদ্যুতের কোন সদস্যকে ঘটনাস্থলে আনা যায়নি। শেষ পর্যন্ত রাত সাড়ে ৮টার দিকে, জেলা শহর মাইজদী থেকে আসা দমকল বাহিনীর লোকজন, পুকুর থেকে পিতা পুত্রের লাশ উদ্ধার করে। নিহত মো. সালাউদ্দিন পদুয়া গ্রামের হাজী বাড়ীর আলী আহমদের ছেলে। তার ছেলে সৌরভ, স্থানীয় করমবক্স আদর্শ উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে ভর্তি হয়েছিল।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন জানায়, বিকেলে স্থানীয় একটি বোরো খেতে নিজেদের সেচপাম্প দিয়ে পানি সেচ দিচ্ছিলেন সালাহ উদ্দিন। এসময় তাঁর স্কুলপড়ুয়া ছেলে সৌরভ তাকে সহযোগিতা করতে সেখানে যায়। সন্ধ্যায় সেচ দেওয়া শেষে বাড়ি ফেরার আগে সৌরভ পায়ের কাঁদা ধোঁয়ার জন্য পাশের একটি পুকুর পাড়ে যায়। এসময় সে পুকুরের পাড়ে পুঁতে রাখা বৈদ্যুতিক খুটির টানা তার ধরে, নিচের দিকে ঝুলে পা ধোঁয়ার সময় তারটি বিদ্যুৎ লাইনের উপলে থাকা মূলতারের সঙ্গে লেগে বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই সৌরভ মারা যায়। এসময় কাছাকাছি থাকা বাবা মো. সালাউদ্দিন ছেলেকে উদ্ধার করতে গিয়ে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরের পানিতে পড়ে মারা যান।
স্থানীয় একাধিক বাসিন্দার অভিযোগ, পিতা-পুত্রকে পানির মধ্যে পড়ে থাকতে দেখে, বিদ্যুৎ লাইনটি বন্ধ করতে পল্লী বিদ্যুতের কবিরহাট অফিস ও নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক, শংকর লাল দত্তকে একাধিকবার ফোন করে, ঘটনাস্থলে আসার জন্য অনুরোধ জানানো হলেও তাঁরা আসেনি। ফলে আশেপাশের লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসলেও, লাশ উদ্ধারে পুকুরে নামতে পারেনি। ফলে ঘন্টার পর ঘন্টা লাশ দু’টি পুকুরেই পড়ে ছিল। পরে রাত সোয়া আটটার দিকে, জেলা শহর থেকে আসা দমকল বাহিনীর সদস্যরা, বিদ্যুৎ অফিসে কথা বলে নিশ্চিত হয়ে লাশ উদ্ধার করেন। এরপর রাত পৌনে নয়টার দিকে পল্লী বিদ্যুতের কবিরহাট আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন।
লাইন নির্মাণে কোনো ধরণের ত্রুটি ছিল না দাবী করে, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক শংকর লাল দত্ত বলেন, মোবাইলে খবর পাওয়া মাত্র কবিরহাট অফিসের লোকজনকে ঘটনাস্থলে যাওয়ার জন্য বলা হয়। টানা তার ধরে ঝুলার কারণে ওই তার গিয়ে বিদ্যুতের মূল তারে সঙ্গে লেগে গেলে এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি তদন্ত করা হবে। তদন্তে কারো কাজে কোন গাফিলতি পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 
নিহতদের করমবক্স আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে, পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।