ব্রেকিং:
দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক
  • সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

ধর্ষণে ব্যর্থ হয়ে রাতভর নির্যাতন, সাবেক স্বামী গ্রেপ্তার

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২০  

নোয়াখালীতে এক নারীকে তুলে নিয়ে ধর্ষণে ব্যর্থ হয়ে রাতভর নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ওই নারীর সাবেক স্বামী ইসমাইল হোসেন বাপ্পিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারী পেশায় একজন শিক্ষানবিশ নার্স।

গত বৃহস্পতিবার মামলা হওয়ার পরপরই মধ্যরাতে কবিরহাটের নবগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইসমাইল ওই গ্রামের বাসিন্দা। মামলার অপর আসামিরা হলেন-ইসমাইল হোসেন বাপ্পীর সহযোগী একই গ্রামের রহিম (২৪), আরমান (২৫) ও সদর উপজেলার শ্রীপুর গ্রামের সাগর (৩৫)।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ কর্মস্থল মাইজদীর গ্রিন ডায়াগনস্টিক সেন্টার থেকে হরিনারায়পুরের বাসায় ফিরছিলেন শিক্ষানবিশ ওই নার্স। মাইজদী পেট্রোল পাম্পের সামনে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা সামনে এসে দাঁড়ালে তিনি গন্তব্যে যাওয়ার জন্য তাতে উঠে পড়েন। পরে ওই গাড়িটি একটু সামনে গেলে দুজন যাত্রী সামনের সিটে ওঠেন। আর একটু সামনে গেলে তার সাবেক স্বামী ও আরও একজন ভুক্তভোগীর দুপাশে উঠে বসেন। সিএনজিচালিত অটোরিকশায় ওঠার পর থেকেই তার ওপর শারীরিক নির্যাতন শুরু করেন তার সাবেক স্বামী বাপ্পী ও তার সহযোগী রহিম (২৪)। চোখ-মুখ চেপে ধরে কবিরহাট উপজেলার নবগ্রামে নিয়ে যান তাকে।

সিএনজি থেকে নামানোর পর তিনি বুঝতে পারেন, এটি তার সাবেক স্বামী ইসমাইল হোসেন বাপ্পির বাড়ি। ফাঁকা বাড়িতে সাবেক শ্বশুর-শাশুড়ি কেউই ছিলেন না। মারতে মারতে তাকে নিয়ে যাওয়া হয় সেই বাড়িতে। ঘরে ঢুকিয়েও বেদম মারধর করেন তার সাবেক স্বামী। রাতে নেশাগ্রস্ত অবস্থায় জলন্ত সিগারেটের আগুণে মুখমণ্ডলে ছ্যাকা দেওয়া ও অপর দুজনসহ ধর্ষণের চেষ্টা করেন ওই নারীকে। কিন্তু নির্যাতন সহ্য করে ধর্ষণ থেকে রক্ষা পান ওই তরুণী। ভোরের দিকে অভিযুক্তরা নেশাগ্রস্ত অবস্থায় ঘুমিয়ে থাকলে এ সুযোগে পালিয়ে মাইজদী চাচার বাসায় এসে আশ্রয় নেন তিনি। পরে হাসপাতালে গিয়ে চিকিৎসকের ব্যবস্থাপত্র নিয়ে আত্মীয়ের বাসায় যান ওই নারী। রাতে চাচার সহায়তায় থানায় মামলা করেন।

স্বজনরা জানান, ছোট বেলায় বাবাকে হারান এই নারী। নতুন করে বিয়ের পিড়িতে বসেন মা-ও। অভিভাবক শূন্য হয়ে নানির কাছেই বড় হন তিনি। নবগ্রামে নানির কাছে থাকা অবস্থায় ইসমাইল হোসেন বাপ্পির নজরে পড়েন তিনি। বাপ্পি অনেকটা জোরপূর্বক অপ্রাপ্ত বয়সেই তাকে বিয়ে করতে বাধ্য করেন। কিন্তু বিয়ে করেও বাঁচতে পারেননি তিনি। প্রায় সময়ই নানা কারণে স্বামীর নির্যাতনের শিকার হতে হতো তাকে। মারধর করতেন শাশুড়ি, ননদ ও দেবরও। গত দুই মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সুধারাম থানায় এজাহার দায়ের করেন ওই নারী। মামলায় তার সাবেক স্বামীসহ মোট চারজনের নাম উল্লেখসহ আরও তিন থেকে চারজনকে অজ্ঞাত আসামি করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মামলা দায়েরে পর পুলিশ অভিযান শুরু করে। পরে মধ্যরাতের দিকে কবিরহাট উপজেলার নবগ্রাম এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ইসমাইল হোসেন বাপ্পিকে গ্রেপ্তার করা হয়।