ব্রেকিং:
দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক
  • শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদকাসক্ত সন্তানের বিরুদ্ধে বাবা-মায়ের সংবাদ সম্মেলন

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১০ মার্চ ২০২০  

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার মাদক বিক্রেতা ও মাদকাসক্ত সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাবা মোবারক উল্যাহ ও মা পেয়ারা বেগম। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টায় নোয়াখালী প্রেস ক্লাবের সহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়। 

এ সময় অভিযুক্ত জাহাঙ্গীর আলমের বড় ভাই বিদেশ ফেরত মো. জসিম উদ্দিন, তার স্ত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে মোবারক উল্লাহ অভিযোগ করেন, তার ছোট ছেলে জাহাঙ্গীর আলম মাদক বিক্রি ও সেবনসহ নানা অপকর্মে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে থানায়, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। নিজের নামে সোনাইমুড়ি উপজেলার ছনগাঁও গ্রামে ১০০ শতাংশের বেশি সম্পত্তি ছিল। কিন্তু ছোট ছেলেকে ভালো করতে এবং তার অত্যাচার থেকে বাঁচতে এ পর্যন্ত তাকে অর্ধেকেরও বেশি সম্পত্তি দেয়া হয়েছে। কিন্তু তারপরও তার অত্যাচার থেকে মুক্তি মিলছে না।

তিনি বলেন, স্থানীয় আরেক মাদক ব্যবসায়ী ভুয়া সাংবাদিক খোরশেদ আলম নামে এক ব্যক্তিসহ প্রায় সময় জাহাঙ্গীর বাড়িতে ইয়াবার ব্যবসা করে বেড়াচ্ছেন। বর্তমানে তিনি মোবারক উল্যাহর বিদেশ ফেরত বড় ছেলে জসিম উদ্দিনের ঘর দখল করে রেখেছে। তার বাড়ি ও বাহিরের ২১ শতাংশ কেনা সম্পত্তি দখলের পাঁয়তারা করছে। সর্বশেষ গত ১৫ ফেব্রুয়ারি ৩০-৩৫জন সন্ত্রাসী নিয়ে বাবা-মা ও ভাইয়ের উপর হামলা চালায়।

তিনি আরও বলেন, পুলিশ এসেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তার অত্যাচার থেকে বাঁচতে প্রবাস ফেরত বড় ছেলে দূতাবাসের মাধ্যমে দেশে অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি। তিনি নিজেও বিভিন্ন স্থানে অভিযোগ দিয়েছে, কিন্তু এর কোনো প্রতিকার পায়নি। ফলে বাধ্য হয়ে তিনি প্রতিকারের আশায় এ সংবাদ সম্মেলন করেছে। 

মাদক বিক্রেতা ও সেবি সন্তানের হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ষাটোর্ধ্ব বাবা মোবারক উল্যাহ। 

এ বিষয়ে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছামাদ জানান, জাহাঙ্গীরের বিষয়ে পারিবারিক কিছু অভিযোগ রয়েছে, মাদকের বিষয়টি খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।