ব্রেকিং:
দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক
  • শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

প্রজনন স্বাস্থ্যসেবা বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে কমিউনিটি ক্লিনিক

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২  

সাতাশ বছর বয়সী আমেনা কাজ করেন সাভারের একটি গার্মেন্ট কারখানায়। দুই বছর আগে এসেছেন গাইবান্ধার এক প্রত্যন্ত গ্রাম থেকে কাজের সন্ধানে। সাভারে নিয়ে আসেন তারই গ্রামের এক সমবয়সী মেয়ে। দু’জনই পড়েছেন ক্লাস ফাইভ পর্যন্ত। মূলত দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় পড়ালেখা আর এগোয়নি তাদের।

এখন গার্মেন্ট কারখানায় কাজ করে স্বপ্ন দেখছেন তার ছেলে-মেয়েদের সুশিক্ষিত হিসেবে গড়ে তুলবেন। কিন্তু গত কয়েকদিন ধরে তার শরীর ভালো যাচ্ছে না। বিশেষ করে মাসিকের সময় তিনি খুবই অসুস্থ হয়ে পড়ছেন। আবার প্রায় সময়ই প্রস্রাবের  সময় খুব জ্বালাপোড়া হয়। তলপেটও ব্যথা করে। কিন্তু বিষয়টি মেয়েলি হওয়ায় কারো সঙ্গে আলোচনাও করতে পারছেন না। 

এক পর্যায়ে কষ্ট সহ্য করতে না পেরে যে সমবয়সী মেয়েটি তাকে সাভার নিয়ে আসেন, তার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। মেয়েটি সব শুনে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান আমেনাকে। সেখানে ডাক্তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর বুঝতে পারেন তার প্রজনন সমস্যা হয়েছে। আর এই কারণেই তার শারিরীক সমস্যা হচ্ছে।

প্রজনন স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করা ডা. নূজহাত বলেন, মূলত গার্মেন্টসহ বিভিন্ন কারখানায় কর্মরত নারীদের প্রজনন স্বাস্থ্যসেবা অনেকটা উপেক্ষিত। এখানে কর্মরত নারীদের সিংহভাগই আসে দরিদ্র জনগোষ্ঠি হতে। তারা মাসিকের সময় তেমন কোনো ন্যাপকিন বা পরিষ্কার কাপড় ব্যবহার করে না। যার ফলে এ সকল নারীরা এ ধরনের ইনফেকশনে আক্রান্ত হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পোশাক শিল্পে কর্মরত নারীদের জন্য সাভারে কর্মজীবী নারী হোস্টেল ও শিশুদের জন্য ১৬টি ডে-কেয়ার সেন্টার পরিচালনা করছে। তাদের শিশুর স্বাস্থ্য এবং পুষ্টির উন্নয়নে মাসে ৮০০ টাকা করে তিন বছর মেয়াদে কর্মজীবী ল্যাক্টেটিং মা ভাতা দেওয়া হচ্ছে।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নারী উন্নয়ন, মা ও শিশু স্বাস্থ্য, ফ্যামিলি প্লানিং বিষয়গুলো অন্তর্ভুক্ত করেন। ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা কেন্দ্র স্থাপন করে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেন্ডার সমতা অর্জনের মাধ্যমে নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল সৃষ্টি করেছেন। বর্তমানে ১৫ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, নারী অধিকার মানবাধিকার। যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবার অধিকার, নারীর অধিকার। একজন নারীর কখন বিয়ে হবে, কার সঙ্গে বিয়ে হবে, কখন সন্তান হবে, কতজন সন্তান হবে, পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার এবং নিরাপদ মাতৃত্ব এগুলো নারীর সাধারণ অধিকার।

প্রতিমন্ত্রী বলেন, প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টি ও জেন্ডার বেজড ভায়োলেন্স প্রতিরোধে সরকারের সঙ্গে জনপ্রতিনিধি, কমিউনিটি লিডার ও এনজিওগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে আট হাজার কিশোর-কিশোরী ক্লাব স্থাপন করা হয়েছে। এসব ক্লাবের মাধ্যমে কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতন করা হচ্ছে।