ব্রেকিং:
দেশে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি কোনো দিন হবে না এটা আমার শেষ বিসিএস ছিল, ৩-৪ মিনিটের জন্য স্বপ্ন ভেঙে গেল এক সপ্তাহে রেকর্ড সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি এসটিপি ছাড়া নতুন ভবনের অনুমোদন দেওয়া হবে না : গণপূর্তমন্ত্রী সাড়ে ৫৮ লাখ টাকার হাঙর ও শাপলাপাতা মাছ জব্দ পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক
  • সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

দ্বিতীয় গোমতী সেতু যান চলাচলের জন্য প্রস্তুত

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২২ মে ২০১৯  

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোমতী সেতুর ওপর নির্মিত চার লেনের গোমতী দ্বিতীয় সেতুটি আগামী ২৫ মে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: আবদুর রহমান ঢালী
আগামী শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে গোমতী নদীর ওপর নির্মিত দ্বিতীয় সেতুর উদ্বোধন করা হবে। একই দিন মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর ওপর দ্বিতীয় সেতুর উদ্বোধন করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় সেতু দুটির উদ্বোধন করবেন। এর মধ্য দিয়ে সেতু দুটির ওপর দিয়ে যানবাহন উন্মুক্ত হবে। এতে ঈদুল ফিতর উপলক্ষে এ মহাসড়কে ঘরমুখী মানুষের যাত্রা অনেকটা নির্বিঘ্ন হবে বলে আশা করা হচ্ছে।


বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে মহাসড়কের ২৫তম কিলোমিটারে সাড়ে ১৭ কোটি টাকা ব্যয়ে ১২টি স্প্যানের ৯৩০ মিটার দৈর্ঘ্য, ১৭ দশমিক ৭৫ মিটার প্রস্থের মেঘনা নদীর ওপর মেঘনা সেতু এবং ৩৭তম কিলোমিটারে সাড়ে ১৯ কোটি টাকা ব্যয়ে ১৭টি স্প্যানে ১ হাজার ৪১০ মিটার দৈর্ঘ্য, ১৭ দশমিক ৭৫ মিটার প্রস্থের গোমতী নদীর ওপর গোমতী দ্বিতীয় সেতু নির্মাণ করা হয়। ২০১৬ সালের ৩ জানুয়ারি নির্মাণকাজ শুরু হয়। ৪১ মাসে কাজ সম্পন্ন হয়।

চার লেনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানবাহনগুলো দুই লেনের গোমতী ও মেঘনা সেতুতে ওঠার সময় সেতুর দুই পাশে যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে শুক্রবার ছুটির দিন এবং ঈদসহ বিভিন্ন উৎসব সামনে রেখে চট্টগ্রাম বন্দর থেকে অতিরিক্ত মালবাহী যানবাহন চলাচলের সময় যানবাহনের জটলা সৃষ্টি হয়। এতে ভোগান্তি পোহাতে হয় চালক ও যাত্রীদের। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে রোগী, নারী, শিশু, বৃদ্ধদের চরম ভোগান্তি পোহাতে হয়।

সেতু দুটির প্রকল্প পরিচালক আবু সালেহ মো. নুরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মে সেতু দুটি উদ্বোধন করবেন। আশা করা যায়, ঈদে ঘরমুখী যাত্রীরা স্বস্তিতে নির্ধারিত সময়ে নিজ নিজ বাড়ি ফিরতে পারবেন। তা ছাড়া পুরোনো দুই লেনের সেতু দুটিরও সংস্কার চলছে। আগামী ডিসেম্বরে পুরোনো দুটি সেতুর এই সংস্কারকাজ শেষ হবে।

ঢাকা-হোমনা সড়কে চলাচলকারী বাসের চালক দাউদকান্দির পেন্নাই গ্রামের আক্তার হোসেন বলেন, সেতু দুটি চালু হলে আসন্ন ঈদে যাত্রী ও চালকদের আর যানজটের শিকার হতে হবে না। ঈদে অগণিত মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবের পর মহাসড়কে চার দিন ধরে ভয়াবহ যানজট লেগেছিল।

ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করছে। মহাসড়কটি এশিয়ান হাইওয়ের অংশ হিসেবে বাংলাদেশ–ভারতসহ পার্শ্ববর্তী দেশগুলোর সংযোগ স্থাপনের অন্যতম মাধ্যম। দেশের অর্থনৈতিক লাইফ লাইন হিসেবে পরিচিত জাতীয় মহাসড়কে প্রতিদিন প্রায় ৩০ হাজারের বেশি যানবাহন চলাচল করে। চার লেনের এই মহাসড়কের যানবাহনগুলো দুই লেনের সেতু অতিক্রম করতে গিয়ে প্রতিনিয়ত যানজটের মুখে পড়ে। এ মহাসড়কে শীতলক্ষ্যা, মেঘনা ও গোমতী নদীর ওপর কাঁচপুর, মেঘনা, গোমতী সেতু ১৯৭৭, ১৯৯১, ১৯৯৫ নির্মাণ করা হয়েছিল। দুই লেনের মেঘনা ও গোমতী সেতু দুটি দিয়ে চার লেনের যানবাহনগুলো চলাচল যথেষ্ট নয়। এ কারণে দ্বিতীয় সেতু দুটি নির্মাণ করা হয়েছে।