ব্রেকিং:
পতেঙ্গায় আগুন ধরে প্রশিক্ষণ বিমান কর্ণফুলীতে, ২ পাইলট আহত লক্ষ্মীপুরে বৃষ্টিতে ভোটার শূন্য কেন্দ্র সুবর্ণচরে এক বুথে ঘণ্টায় পড়ল ১ ভোট ছেলের বিরুদ্ধে ভোট করলে ইউনিয়নে উন্নয়ন বন্ধ করার হুমকি এমপিপত্নীর নোয়াখালীতে ভোটের আগের রাতে টাকা বিতরণের অভিযোগ আওয়ামী লীগে স্বজনদের নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সন্ত্রাসী নিহত উপজেলা নির্বাচনে যে বিষয়গুলোর ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, আ.লীগ নেতাকে ৩ লাখ টাকা জরিমানা নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার নোবিপ্রবিতে চালু হলো প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের
  • শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

টিসিবির পেঁয়াজের দাম নিয়ে খুশি ক্রেতারা

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১ অক্টোবর ২০১৯  

খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি)। এর নির্ধারিত দামে খুশি ক্রেতারা।
মঙ্গলবার প্রেসক্লাবের পূর্ব পাশের গেটে টিসিবির ট্রাকের সামনে দাঁড়িয়ে থাকা ক্রেতাদের সঙ্গে কথা বলে  জানা গেছে, খোলা বাজারে পেঁয়াজের দাম বাড়ার পর মাত্র ৪৫ টাকা কেজিতে বিক্রি করছে টিসিবি।

পেঁয়াজের নির্ধারিত দাম হাতের নাগালে থাকায় এবং যোগান থাকায় বেশ ভালো ভাবেই কিনতে পারছেন ক্রেতারা। তবে পেঁয়াজ কেনার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ক্রেতাদের। 

টিসিবির ট্রাকের সামনের লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনেছেন মাজেদ রহমান। তিনি বলেন, খোলা বাজারে পেঁয়াজের দাম অনেক বেশি বেড়ে গেছে। মাত্র ৪৫ টাকা কেজিতে টিসিবির পেঁয়াজ বিক্রির কারণে আমরা পেঁয়াজ কিনতে পারছি। 

টিসিবি’র ট্রাক থেকে পেঁয়াজ কিনতে আসা সচিবালয়ের কর্মকর্তা হাবিব আহমেদ বলেন, কয়েকদিন থেকে পেঁয়াজ কেনা হচ্ছে না। এখানে ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে শুনে দুই কেজি কিনলাম। এটা ভালো উদ্যোগ। 

শুধু পেঁয়াজ নয়, টিসিবির ট্রাকে মশুর ডাল, চিনি, সয়াবিন তেলও পাওয়া যাচ্ছে। তবে এসব পণ্যের মধ্যে পেঁয়াজের চাহিদা সবচেয়ে বেশি। 


 
ট্রাকে প্রতি কেজি চিনি ৫০ টাকা, মশুর ডাল ৫০ টাকা। সয়াবিন তেল প্রতি লিটার ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। সয়াবিন তেল ২ ও ৫ লিটার করে বিক্রি হচ্ছে।

ট্রাকে থাকা বিক্রয় কর্মী আরাফাত বলেন, সকাল সাড়ে ৯টা থেকে বিক্রি শুরু হয়েছে। দুপুর পর্যন্ত লোকজন লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনছেন। এখন যোগান শেষ। আবার আগামীকাল সকালে বিক্রি শুরু হবে।

ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাজারে দেশি পেঁয়াজ ১১০-১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এজন্য সরকার ন্যায্যমূল্যে টিসিবিতে পেঁয়াজ বিক্রির এ কার্যক্রম শুরু করেছে।

টিসিবির পরিবেশকরা ঢাকা মহানগরীর ৩৫টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে প্রতিদিন সকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত পণ্য বিক্রি করছেন। এসব ট্রাকে টিসিবি নির্ধারিত পণ্যের মূল্য সংবলিত ব্যানার থাকবে। এছাড়াও চট্টগ্রামে ১০টি স্থানে টিসিবি পণ্য বিক্রি করছে।