ব্রেকিং:
লক্ষ্মীপুরে বৃষ্টিতে ভোটার শূন্য কেন্দ্র সুবর্ণচরে এক বুথে ঘণ্টায় পড়ল ১ ভোট ছেলের বিরুদ্ধে ভোট করলে ইউনিয়নে উন্নয়ন বন্ধ করার হুমকি এমপিপত্নীর নোয়াখালীতে ভোটের আগের রাতে টাকা বিতরণের অভিযোগ আওয়ামী লীগে স্বজনদের নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সন্ত্রাসী নিহত উপজেলা নির্বাচনে যে বিষয়গুলোর ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, আ.লীগ নেতাকে ৩ লাখ টাকা জরিমানা নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার নোবিপ্রবিতে চালু হলো প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া?
  • বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

অনলাইনে কীভাবে জন্ম নিবন্ধন করাবেন?

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২২ আগস্ট ২০১৯  

শিশুর জন্মের পর সরকারি খাতায় তার নাম লেখানো হলো জন্ম নিবন্ধন। নবজাতকের একটি নাম ও একটি জাতীয়তা নিশ্চিত করার প্রথম ধাপ এটি। আইন অনুযায়ী শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক।
জন্ম নিবন্ধন কোথায় করবেন?

স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়, পৌরসভা, সিটি করপোরেশন এবং সিটি করপোরেশনের আওতাধীন ওয়ার্ড কমিশনারের কার্যালয় থেকে জন্ম নিবন্ধন করা যায়।

অনলাইনে কীভাবে জন্ম নিবন্ধন করাবেন?

জন্ম নিবন্ধনের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে। এছাড়া br.lgd.gov.bd ওয়েবসাইট থেকেও অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করা যায়। অনলাইনের আবেদন ফরমটি প্রিন্ট করে ওই কার্যালয়ে জমা দিতে হয়।

পাঁচ বছরের মধ্যে জন্ম নিবন্ধন করতে তথ্য সংগ্রহকারীর প্রত্যয়ন অথবা শিশুকে টিকা দেয়ার সময় ইপিআই কার্ডের সত্যায়িত অনুলিপি অথবা সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা ওই প্রতিষ্ঠান থেকে পাওয়া জন্মসংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি প্রয়োজন।

এছাড়া পাঁচ বছর পরে নিবন্ধন করতে হলে বয়স প্রমাণ, স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা, দলিল লাগবে। বয়স ও জন্মস্থান প্রমাণের জন্য ইপিআই কার্ড (টিকাদান কার্ড) বা পাসপোর্ট বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা কোন চিকিৎসা প্রতিষ্ঠানের জন্মসংক্রান্ত ছাড়পত্র বা ওই প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত জন্মসংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি লাগবে।

জন্মনিবন্ধন ফি

জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করতে কোনো ফি দিতে হবে না। তবে ৪৫ দিন পর থেকে পাঁচ বছরের মধ্যে নিবন্ধন করতে ২৫ টাকা লাগবে। এছাড়া পাঁচ বছর পর নিবন্ধন করতে ফি দিতে হবে ৫০ টাকা। সেই সঙ্গে যদি কেউ নিবন্ধনে জন্মতারিখ সংশোধন করতে চায়, সেক্ষেত্রে আবেদন ফি ১০০ টাকা। তবে জন্মতারিখ ছাড়া নাম, বাবা-মায়ের নাম, ঠিকানা সংশোধন করতে ফি ৫০ টাকা।

এছাড়া বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মূল সনদ বা তথ্য সংশোধনের পর সনদের কপি পেতে কোনো টাকা লাগবে না। তবে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সনদের নকল সরবরাহ পেতে লাগবে ৫০ টাকা।

প্রবাসীরা দূতাবাসে এই জন্ম নিবন্ধন করতে পারবেন। এক্ষেত্রে ৪৫ দিনের মধ্যে কোনো ফি লাগবে না। ৪৫ দিনের পর থেকে যেকোনো সময় এক মার্কিন ডলার দিতে হবে। সেই সঙ্গে যদি কেউ নিবন্ধনে জন্মতারিখ সংশোধন করতে চায় সে ক্ষেত্রে আবেদন ফি দুই ডলার।

তবে জন্মতারিখ ছাড়া নাম, বাবা-মায়ের নাম, ঠিকানা সংশোধন করতে ফি এক ডলার। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মূল সনদ বা তথ্য সংশোধনের পর সনদের কপি পেতে কোনো টাকা লাগবে না। তবে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সনদের নকল সরবরাহ পেতে লাগবে এক ডলার।

জন্মনিবন্ধন কী কাজে লাগে

২০০৯ সাল থেকে ১৬টি মৌলিক সেবা পেতে জন্মসনদ প্রয়োজন হয়। বয়স প্রমাণের জন্য জন্মনিবন্ধনের সনদ বা এর সত্যায়িত ফটোকপি ব্যবহার করতে হয়। পাসপোর্ট, বিবাহ নিবন্ধন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, সরকারি ও বেসরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় নিয়োগদান, গাড়ি চালানোর লাইসেন্স, ভোটার তালিকা প্রণয়নসহ বিভিন্ন সরকারি কাজে জন্মনিবন্ধন প্রয়োজন। এছাড়া জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাব খোলা, সংযোগ (গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ), ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বরসহ (টিআইএন) বিভিন্ন কাজে সরকারি অনুমোদন পেতে অবশ্যই নিবন্ধন লাগবে।