ব্রেকিং:
পতেঙ্গায় আগুন ধরে প্রশিক্ষণ বিমান কর্ণফুলীতে, ২ পাইলট আহত লক্ষ্মীপুরে বৃষ্টিতে ভোটার শূন্য কেন্দ্র সুবর্ণচরে এক বুথে ঘণ্টায় পড়ল ১ ভোট ছেলের বিরুদ্ধে ভোট করলে ইউনিয়নে উন্নয়ন বন্ধ করার হুমকি এমপিপত্নীর নোয়াখালীতে ভোটের আগের রাতে টাকা বিতরণের অভিযোগ আওয়ামী লীগে স্বজনদের নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সন্ত্রাসী নিহত উপজেলা নির্বাচনে যে বিষয়গুলোর ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, আ.লীগ নেতাকে ৩ লাখ টাকা জরিমানা নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার নোবিপ্রবিতে চালু হলো প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের
  • বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

মাদক প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৫ অক্টোবর ২০১৯  

ফেনী ও ছাগলনাইয়ায় ইয়াবা সহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ও বৃহস্পতিবার দুই উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় ছাগলনাইয়া দৌলতপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলো দৌলতপুর মিন্টু মিয়ার বাড়ীর মাহবুবুল হকের ছেলে মোঃ হাসিবুল হোসেন সিফাত (১৮), দৌলতপুর মাঝি বাড়ীর রবিউল হকের ছেলে মোঃ দিদারুল আলম (২৪) ও দৌলতপুর বেগু মাঝি বাড়ীর ছালু মিয়ার ছেলে মোঃ সাকিব (১৮)।
আটককৃতদের বিরুদ্ধে এসআই মোঃ নুরুজ্জামান বাদী হয়ে মাদক আইনে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

এদিকে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জের (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, চুরি, ডাকাতি, জুয়া, মাদক সহ পাঁচ মামলার পলাতক আসামী মোঃ ফিরোজ (২৮) বাড়িতে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া আব্দুল কুদ্দুস এসপি বাড়ী থেকে ১০৫ পিস ইয়াবা সহ মোঃ ফিরোজকে গ্রেপ্তার করে পুলিশ। সে ওই বাড়ির মোঃ ইউনুসের ছেলে।

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় মোঃ ফিরোজের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আসামীকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করে পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে ফেনী মডেল থানা পুলিশ ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোহাম্মদ বেলাল হোসেন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেলালা সোনাগাজী উপজেলার কুঠির হাট গজারিয়া গ্রামের মৃধা বাড়ীর মোহাম্মদ আলীর ছেলে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মোহাম্মদ বেলাল হোসেনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।