ব্রেকিং:
কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার নিজ এলাকায় পরবাসী হলেন ওবায়দুল কাদের দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঢাকায় মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত কে এই ডেভিড মিল ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নোয়াখালীতে হেরে গেলেন ওবায়দুল কাদের পতেঙ্গায় আগুন ধরে প্রশিক্ষণ বিমান কর্ণফুলীতে, ২ পাইলট আহত লক্ষ্মীপুরে বৃষ্টিতে ভোটার শূন্য কেন্দ্র সুবর্ণচরে এক বুথে ঘণ্টায় পড়ল ১ ভোট ছেলের বিরুদ্ধে ভোট করলে ইউনিয়নে উন্নয়ন বন্ধ করার হুমকি এমপিপত্নীর নোয়াখালীতে ভোটের আগের রাতে টাকা বিতরণের অভিযোগ আওয়ামী লীগে স্বজনদের নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সন্ত্রাসী নিহত উপজেলা নির্বাচনে যে বিষয়গুলোর ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, আ.লীগ নেতাকে ৩ লাখ টাকা জরিমানা নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার নোবিপ্রবিতে চালু হলো প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম
  • শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

হোমনায় দোকানে আগুন, ব্যবসায়ীদের ক্ষোভ বাড়ছে

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২  

কুমিল্লার হোমনায় বাজারের একটি দোকান ঘরে আগুন লাগানোর ঘটনায় দায়ীদের শনাক্ত করে বিচারের দাবিতে সমাবেশ করেছেন ব্যবসায়ীরা। গত বুধবার এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জানা যায়, গত ৩রা আগস্ট রাতে উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর বাজারের মতিহার কিচেন রেস্টুরেন্ট গলির মেসার্স তারেক এন্টারপ্রাইজ-২ নামের একটি স্যানিটারি অ্যান্ড ইলেক্ট্রিক দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টের পেয়ে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পরে আশপাশের দোকানের সিসিটিভি ক্যামেরার তিনটি ফুটেজের মধ্যে একটিতে দেখা যায়, ৩১ তারিখ রাত ১০.৩৮ মিনিটে এক ব্যক্তি ওই দোকানের বাইরে থেকে ভেতরে আগুন দিচ্ছে। একটু দূরে আরও দুইজন লোক রাস্তায় দাঁড়িয়ে। কিন্তু ঘটনার সময় ওই দোকানের সামনের লাইট বন্ধ থাকা এবং ফুটেজটি সাদাকালো হওয়ায় তাদের চেহারা শনাক্ত করা যাচ্ছে না। তবে অপর একটি ফুটেজে দোকানের মালিকের বড় ভাই একই সময়ে ওই দোকানের সামনের দিক দিয়ে মোটরসাইকেলে চড়ে পাশের একটি হোটেলে মালিকের সঙ্গে কথা বলতে দেখা গেছে। এ নিয়ে বাজারের ব্যবসায়ী মহল তার ভাইকে সন্দেহ করেন বলে জানা যায়।

ঘটনার পাঁচদিন পরে দোকানের মালিক আল আমিন নিরপেক্ষ তদন্ত দাবি করে থানায় একটি জিডি করেন। এরইমধ্যে ঘটনাটির গোপন রফাদফার অভিযোগ এনে এবং অপরাধীর বিচারের দাবিতে বাজারে লিফলেট বিতরণ করা হয়। যার সৌজন্যে লেখা হয় বাজার কমিটি। এ নিয়ে গত বুধবার বিকালে বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে রামকৃষ্ণপুর বাজারের লঞ্চঘাটে সভা অনুষ্ঠিত হয়। বাজার কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকের সভাপতিত্বে, এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি হাজী মো. ইব্রাহিম, সেক্রেটারি এমদাদ হোসেন, মো. হুমায়ুন কবির, শওকত আলী মোল্লা, মো. আবুল কাশেম, মো. হাসান মোল্লা, মো. শাহ আলম, গোলাম মোস্তফা, সোহরাব হোসেন মাস্টার, সাইফুল ইসলাম, মো. ফরিদ মিয়া প্রমুখ। বক্তারা বলেন, ইতিপূর্বে এ বাজারে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শত শত দোকানপাট পুড়ে ছাই হয়েছে। সর্বস্বান্ত হয়েছে অনেক দোকানদার। এখনো উঠে দাঁড়াতে পারিনি অনেক ব্যবসায়ী। কিন্তু তথ্য প্রমাণের অভাবে এ ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে চালিয়ে দেয়া হয়েছে। ৩১শে আগস্ট রাতে সময় মতো আগুন নিয়ন্ত্রণ না হলে আগের মতই পুরো বাজার পুড়ে ছাই হয়ে যেতো। বাজারের বড় ধরনের ক্ষতি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে, সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি তাদের। অভিযোগের তদন্তকারী অফিসার হোমনা থানার এএসআই মাসুদ রানা বলেন, ভিডিও ফুটেজ দেখেছি। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। কিন্তু এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি।