ব্রেকিং:
জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায় কেএনএফের সভাপতি সানজু খুম বম গ্রেফতার নিজ এলাকায় পরবাসী হলেন ওবায়দুল কাদের দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ ঢাকায় মনোনীত নতুন মার্কিন রাষ্ট্রদূত কে এই ডেভিড মিল ঋণ শোধের সক্ষমতা অর্জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নোয়াখালীতে হেরে গেলেন ওবায়দুল কাদের পতেঙ্গায় আগুন ধরে প্রশিক্ষণ বিমান কর্ণফুলীতে, ২ পাইলট আহত লক্ষ্মীপুরে বৃষ্টিতে ভোটার শূন্য কেন্দ্র সুবর্ণচরে এক বুথে ঘণ্টায় পড়ল ১ ভোট ছেলের বিরুদ্ধে ভোট করলে ইউনিয়নে উন্নয়ন বন্ধ করার হুমকি এমপিপত্নীর নোয়াখালীতে ভোটের আগের রাতে টাকা বিতরণের অভিযোগ আওয়ামী লীগে স্বজনদের নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সন্ত্রাসী নিহত উপজেলা নির্বাচনে যে বিষয়গুলোর ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, আ.লীগ নেতাকে ৩ লাখ টাকা জরিমানা নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার
  • রোববার ১২ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৯ ১৪৩১

  • || ০৩ জ্বিলকদ ১৪৪৫

পালংখালীতে গিজগিজ করছে রোহিঙ্গা, জনজীবন বিপর্যস্ত

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২২  

ইউনিয়নের স্থানীয় বাসিন্দা ৫০ হাজার। ভোটার প্রায় ২৫ হাজার। কিন্তু ঐ ইউনিয়নে বসবাস করেন প্রায় ৯ লক্ষাধিক লোক। এর মধ্য সাড়ে আট লাখ রোহিঙ্গা। ফলে গিজগিজ করছে মানুষ আর মানুষ। কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের সমতল আর পাহাড়ে কোথায়ও তিল ধারনের ঠাঁই নেই। এভাবে চলছে ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ থেকে পাঁচ বছর আগে এ ইউনিয়নে সাড়ে সাত লাখ রোহিঙ্গা আশ্রয় নেয়। পাঁচ বছরে শুধুমাত্র এই ইউনিয়নে জন্ম নিয়েছে লক্ষাধিক রোহিঙ্গা শিশু। 

স্থানীয়রা অভিযোগ করে বলেন, হাটে, ঘাটে, পথে বাজারে সবখান দেখি রোহিঙ্গাদের আনাগোনা। তারা দখলে নিয়েছে শ্রম বাজার, ফসলের ক্ষেত ও চাষাবাদ। 

স্থানীয় স্কুল শিক্ষক জসিম উদ্দিন বলেন, রোহিঙ্গারা আমাদের সমাজ ব্যবস্থার উপর নানাভাবে প্রভাব বিস্তার করেছে। ইয়াবা, সন্ত্রাস, খুনসহ নানা অপরাধে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। শুধু তাই নয়, আমাদের শিক্ষার্থীরা তাদের দেখাদেখি নেশাগ্রস্ত ও মাদক আসক্ত হয়ে পড়ছে। 

উখিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ চৌধুরী বলেন, গত পাঁচ বছর ধরে উখিয়ার মানুষ চরম ঝুঁকিপূর্ণ জীবন কাটাচ্ছে। রোহিঙ্গাদের কারণে কখন কোন দিক থেকে বিপদ আসে বলা যায় না। কারণ অপরাধ করে রোহিঙ্গারা তার খেসারত দিতে হয় আমাদের। অগ্নিসংযোগসহ এমন কোনো অপরাধ নেই যা রোহিঙ্গারা করে না।

এদিকে পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দীন চৌধুরী বলেন, রোহিঙ্গারা কাঁটাতার টপকিয়ে ছড়িয়ে পড়ছে লোকালয়ে। চুরি, ডাকাতি, সন্ত্রাস, খুনোখুনি এসব তাদের স্বভাবগত অভ্যাস। তারা অপরাধ করলেও ইউনিয়ন পরিষদের ক্ষমতা নেই তাদের বিচার করার। যার ফলে চরম বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে আমাদের। আগামী ২৫ আগস্ট রোহিঙ্গা ঢলের পঞ্চম বর্ষ পূর্তি। এ দিন কিছু এনজিওদের সহায়তায় বড় ধরনের সমাবেশ করে রোহিঙ্গারা। এ বছর এর গোপন তৎপরতা দেখা যাচ্ছে। 

রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সভাপতি উখিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল চৌধুরী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত আমাদের কপালে আরো অনেক দুঃখ আছে। আরসা, আল ইয়াকিন, আরএসও, আরএনএসহ ১৪-১৫টি জঙ্গিসংগঠনের কাছে জিম্মি শুধু সাধারণ রোহিঙ্গা নয়, উখিয়া টেকনাফের সাড়ে তিন লাখ মানুষ।