ব্রেকিং:
লক্ষ্মীপুরে বৃষ্টিতে ভোটার শূন্য কেন্দ্র সুবর্ণচরে এক বুথে ঘণ্টায় পড়ল ১ ভোট ছেলের বিরুদ্ধে ভোট করলে ইউনিয়নে উন্নয়ন বন্ধ করার হুমকি এমপিপত্নীর নোয়াখালীতে ভোটের আগের রাতে টাকা বিতরণের অভিযোগ আওয়ামী লীগে স্বজনদের নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সন্ত্রাসী নিহত উপজেলা নির্বাচনে যে বিষয়গুলোর ওপর নজর রাখছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস তেলের দাম বাড়াল সৌদি ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি, আ.লীগ নেতাকে ৩ লাখ টাকা জরিমানা নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার নোবিপ্রবিতে চালু হলো প্রথমবারের মতো পিএইচডি প্রোগ্রাম তিন রাত শাহজালালে ৩ ঘণ্টা করে ফ্লাইট বন্ধ নোয়াখালীতে ভুল চিকিৎসায় মাসহ নবজাতকের মৃত্যুর অভিযোগ র‍‍্যাপিড পাসে পরিশোধ হবে সব গণপরিবহনের ভাড়া আরও পাঁচ হাসপাতালে পরমাণু চিকিৎসাসেবা খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা উপজেলায় দলীয় প্রতীক না দেওয়া ফাঁদ সন্ত্রাসবাদে ঢাকার সাফল্যের প্রশংসা মার্কিন দপ্তরের রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন বেগম জিয়া?
  • বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

৩৭৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন হওয়ায় হাতিয়ায় মিষ্টি বিতরণ

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৩  

কেউ নদীগর্ভে বসতঘর হারিয়েছেন চারবার, কেউ হারিয়েছেন পাঁচবার। নদী ভাঙতে ভাঙতে অসহায় হয়ে পড়েছেন তারা। অবশেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৭৮ কোটি টাকার মেঘনা নদীর ভাঙন থেকে নোয়াখালীর হাতিয়া উপজেলায় নলের চরে নির্মিত অবকাঠামোগুলো রক্ষার্থে প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। এতে স্থানীয়দের যেন আনন্দের শেষ নেই। নেচে গেয়ে এবং গায়ে রঙ মেখে আনন্দ মিছিল করেছেন তারা।

বুধবার (৩০ আগস্ট) সকালে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মেঘনাপাড়ের হাজারো পরিবারের সদস্যরা আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেন। এ সময় তারা মিষ্টি বিতরণও করেন।

এর আগে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে  জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এ সময় ৩৭৮ কোটি টাকার মেঘনা নদীর ভাঙন থেকে নোয়াখালীর হাতিয়া উপজেলায় নলের চরে নির্মিত অবকাঠামোগুলো রক্ষার্থে প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন প্রকল্প অনুমোদন হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা। 

জানা যায়, মেঘনা নদী ভাঙনের ফলে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের অসংখ্য মানুষ বসতভিটা হারিয়েছেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের ব্লক প্রতিরক্ষামূলক প্রকল্প বাস্তবায়ন হলে নদী ভাঙন রোধ হবে। বুধবার সকালে এ প্রকল্প পাস হওয়ার খবরে আনন্দ-উল্লাসে মেতে ওঠে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, হাতিয়ার সংসদ সদস্য আয়েশা ফেরদাউস ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর প্রতি কৃতজ্ঞতা জানাতে থাকেন। এছাড়াও মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে আনন্দ মিছিলের পাশাপাশি মসজিদে দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে শুকরিয়া আদায় করা হয়।

নদী ভাঙন রোধে প্রকল্প একনেকে পাস হওয়ায় আনন্দ প্রকাশ করছেন নদী ভাঙা পরিবারের নারী ও পুরুষরা। ৫ বার ভাঙনের শিকার মোহাম্মদ বাহার ঢাকা পোস্টকে বলেন, আমি পাঁচ বার ভাঙনে সব হারিয়ে ফেলেছি। মাথা গোঁজার ঠাঁই মিলেছে অন্যের স্থানে। এই প্রকল্প পাশ হওয়ায় নতুন করে স্বপ্ন দেখছি বেঁচে থাকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের এমপি আয়েশা ফেরদাউস, সাবেক এমপি মোহাম্মদ আলীসহ সবাইকে ধন্যবাদ জানান। 

জেলে নুরনবীর স্ত্রী হনুফা বেগম ঢাকা পোস্টকে বলেন, আমরা বার বার নদী ভাঙনের শিকার হয়ে নিঃস্ব হয়েছি। এ সংবাদে এখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

আনন্দ মিছিলে অংশ নেওয়া বেলাল মাঝি ঢাকা পোস্টকে বলেন, আমাদের একটাই দাবি ছিল নদী ভাঙন রোধ করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বীপবন্ধু মোহাম্মদ আলী, দ্বীপমাতা আয়েশা ফেরদাউস ও উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন মহোদয়ের সহযোগিতায় আজ প্রকল্প পাস হয়েছে। আমর সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। সবার জন্য মোনাজাতে আল্লাহর কাছে দোয়া করবো।

চানন্দী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. দিদারুল করিম মিলন ঢাকা পোস্টকে বলেন, পুরো ইউনিয়নবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। সবাই আনন্দ মিছিলে অংশগ্রহণ করছে। আজ আমাদের আনন্দের শেষ নেই। আমরা নেচে গেয়ে আনন্দ মিছিল করছি। গায়ে রঙ মেখে আনন্দ করছি।

চানন্দী ইউনিয়নের চেয়ারম্যান মো. আজহার উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, সর্বনাশা নদী আমাদের শেষ করে ফেলেছে। আজ আমরা কত খুশি হয়েছি তা বলে বুঝাতে পারবো না। সেই খুশিতে আমরা সবার মাঝে মিষ্টি বিতরণ করেছি। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দ্বীপবন্ধু মোহাম্মদ আলী, দ্বীপমাতা আয়েশা ফেরদাউস ও উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই।

হাতিয়ার সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ঢাকা পোস্টকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একান্ত প্রচেষ্টায় নদী ভাঙনকবলিত এলাকা চানন্দী ইউনিয়নের মানুষের দীর্ঘ প্রতীক্ষার ব্লক প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার  প্রতি।

নোয়াখালী-৬ আসন হাতিয়ার সংসদ সদস্য আয়েশা ফেরদাউস ঢাকা পোস্টকে বলেন, চানন্দী ইউনিয়নের মানুষের আনন্দের শেষ নেই। দীর্ঘদিন পর নদী ভাঙনকবলিত এলাকার মানুষের স্বপ্নের দাবি পূরণ হয়েছে। আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার  প্রতি। যেহেতু আমাদের দ্বীপ উপজেলা, আমাদের আরও অনেক অঞ্চল রয়েছে যারা নদী ভাঙনে মানবেতর জীবনযাপন করছেন। সে প্রকল্পগুলো অনুমোদন পেলে হাতিয়াবাসীর প্রধানমন্ত্রীর কাছে চাওয়ার কিছুই থাকবে না। কেননা ইতোমধ্যে বিদ্যুতের ব্যবস্থা প্রধানমন্ত্রী করে দিয়েছেন এখন কেবল নদী ভাঙনের হাত থেকে হাতিয়ার মানুষদের রক্ষা করা প্রয়োজন।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল বলেন, ৩৭৮ কোটি টাকার প্রকল্পটি একনেক সভায় অনুমোদিত হয়েছে। ফলে প্রকল্প এলাকায় অবস্থিত অবকাঠামোসহ বিস্তীর্ণ এলাকা নদী ভাঙন থেকে রক্ষা পাবে। পানিসম্পদ মন্ত্রীর নির্দেশে খুব দ্রুত দরপত্র আহ্বানের মাধ্যমে নদী ভাঙন রোধে কাজ করার প্রক্রিয়া শুরু হবে। প্রকল্পটির সফল বাস্তবায়নে সংসদ সদস্য আয়েশা ফেরদাউস,  জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

আনন্দ মিছিল ও শোভাযাত্রায় হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিল।