ব্রেকিং:
নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি জলদস্যুর কবলে পড়া নাবিকদের ১১ জনই চট্টগ্রামের রাখাইনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের দ্বারপ্রান্তে আরাকান আর্মি কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন তাহসীন বাহার ভাঙারির দোকান থেকে উদ্ধার হলো ১১ মণ সরকারি বই অবশেষে ন্যাটোর সদস্যপদ পেলো সুইডেন বাজারে নেই নতুন দামের সয়াবিন তেল, দাম বেড়েছে সবকিছুর ভারতে পর্যটককে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৮ কার্গো জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩ চলছে কর্মযজ্ঞ, অক্টোবরে শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু আরব আমিরাত ও যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি গার্ডেন থিয়েটার কুমিল্লার একক নাট্য প্রদর্শনী ১০ রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ ইঞ্জিন বিকল, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রোজায় কমলো অফিসের সময়সূচি গাড়ি তৈরি করবে প্রগতি ইন্ডাস্ট্রিজ: শিল্পমন্ত্রী পরিবেশ রক্ষায় চুক্তি স্বাক্ষরে সম্মত বাংলাদেশ ও সৌদি আরব
  • মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

২৪ ঘণ্টায় অজ্ঞান পার্টির ৬৫ সদস্যকে গ্রেফতার

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৯ মে ২০১৯  

রাজধানীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে সংঘবদ্ধ মৌসুমী অপরাধী চক্র-অজ্ঞান পার্টির ৬৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রাপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। 
শুক্রবার সকাল থেকে শনিবার পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণে চেতনা নাশক ওষুধ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

ডিএমপি’র মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি’র যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, ২৪ ঘণ্টার পৃথক এই অভিযানে নিউমার্কেট এলাকা থেকে ৩৮ জনকে গ্রেফতার করেছে ডিবি’র সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। এছাড়া, গোয়েন্দা উত্তর বিভাগ ফকিরাপুল ও কুড়িল বাসস্ট্যান্ড থেকে এই অপরাধ চক্রের ১১জনকে গ্রেফতার করেছে। অপর এক অভিযানে ওয়ারীর জয়কালী মন্দির এলাকা থেকে অজ্ঞান পার্টির ৪ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পূর্ব বিভাগ।

অপরদিকে, রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযানে একই ধরনের ৭ অপরাধীকে গ্রেফতার করেছে  গোয়েন্দা দক্ষিণ বিভাগ। এছাড়া গোয়েন্দা পশ্চিম বিভাগের উত্তরায় চালানো অভিযানে গ্রেফতার করা হয় অজ্ঞান পার্টির আরো ৫ সদস্যকে।

যুগ্ম কমিশনার আরো বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে- মূলত পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে এসব সংঘবদ্ধ অপরাধীরা রাজধানীর বিভিন্ন মার্কেট, শপিংমল, বাসস্ট্যান্ড, সদরঘাট ও রেলস্টেশন এলাকায় আসা লোকজনকে টার্গেট করে সখ্যতা স্থাপন করে। পরে তাদের অপর সহযোগিরা টার্গেটকৃত ব্যক্তি ও তাদের স্বজনদের চেতনা নাশক ওষুধ মেশানো পানীয় বা খাদ্যদ্রব্য খেতে আমন্ত্রণ জানায়। 

টার্গেট করা ব্যক্তি রাজি হলে তাকে চেতনা নাশক মেশানো ওই খাবার খাওয়ায় এবং নিজেরা সাধারণ খাবার খায়। এসব পানীয় বা খাবার খেয়ে টার্গেটকৃত ব্যক্তি অজ্ঞান হলে তারা তার মূল্যবান জিনিসপত্র, টাকা-পয়সা ও মোবাইলফোন নিয়ে দ্রুত চলে যায়। 

এ সব ক্ষেত্রে অজ্ঞান পার্টির সদস্যরা চেতনানাশক মেশানো খাদ্যদ্রব্য হিসেবে চা, কফি, জুস, ডাবের পানি পান, ক্রিম জাতীয় বিস্কিটসহ বিভিন্ন সামগ্রী ব্যবহার করে। আবার কখনো কখনো অজ্ঞান ব্যক্তির মোবাইল ফোন ব্যবহার করে তার স্বজনদের কাছ থেকে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও অন্যান্য মাধ্যমে মুক্তিপণ আদায় করে।

অপরদিকে শমরিতা হাসপাতালের স্নায়ু (নিউরো) রোগ বিশেষজ্ঞ  শাহরিয়ার সাবেত ডেইলি বাংলাদেশকে বলেন- অধিক পরিমানে চেতনা নাশক খাওয়ালে মৃত্যুও হতে পারে। এছাড়া হৃদযন্ত্র, ফুসফুস ও কিডনির মারাত্মক ক্ষতি হতে পারে।

গ্রেফতার আসামিদের কাছ থেকে বিভিন্ন ধরনের চেতনা নাশক টেবলেট ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। এসবের মধ্যে রয়েছে-১৪৪ টি নকটিন ও নাইট্রাজিপাম, লেক্সোটানিল ১৮টি, ইপিট্রা ১৪৮টি, সেডিল ১০টি, রিভোট্রিল ৪০টি এবং ডিসোপেন,নিক্স, রাবিয় বাম ও ডরমিকেম টেবলেট ২০টি। এছাড়া মাইলাম মেশানো ৩০টি নীল কৌটা, জুস, খেজুর, ৭টি মোবাইল ও ১টি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।