ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

হেফাজতের ফয়েজীরও একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৭ মে ২০২১  

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীর একাধিক নারীর সঙ্গে বিয়ে-বহির্ভূত শারীরিক ও প্রেমের সম্পর্ক ছিল বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রামের এসপি এসএম রশিদুল হক।

তিনি বলেন, ফয়েজীর কাছ থেকে উদ্ধার করা মোবাইলে একাধিক নারীর সঙ্গে বিয়ে-বহির্ভূত শারীরিক সম্পর্কের প্রমাণ মিলেছে। এছাড়া বেশকিছু চ্যাটিং পাওয়া গেছে। যাদের সঙ্গে তার সম্পর্ক ছিল। তবে তদন্তের স্বার্থে সেগুলো প্রকাশ করা যাবে না। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেও বিষয়টি স্বীকার করেছেন।

এসপি আরো বলেন, হাটহাজারীর তাণ্ডবে যারা মাস্টারমাইন্ড ছিলেন, তাদের মধ্যে জাকারিয়া নোমান ফয়েজী একজন। তাদের অর্থের যোগানে ঘটনাগুলো সংঘটিত হয়েছে। প্রতিটি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন তিনি।

অর্থের যোগানদাতা কারো পরিচয় পাওয়া গেছে কী না এমন প্রশ্নের জবাবে এসপি বলেন, অর্থের যোগানদাতা কারা সেটা তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে বের করার চেষ্টা করা হবে। জিজ্ঞাসাবাদ করলে আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

বুধবার বিকেলে কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে জাকারিয়া নোমান ফয়েজীকে গ্রেফতার করে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ। হাটহাজারী থানার সহিংসতার তিনটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

পরে বৃহস্পতিবার বিকেলে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

২৬ মার্চ রাজধানীর বায়তুল মোকাররমে হেফাজতের নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে হাটহাজারী মাদরাসা থেকে বিক্ষোভ মিছিল বের করেন হেফাজতের নেতাকর্মীরা। ওই মিছিল থেকে প্রথমে হাটহাজারী থানায় এবং পরবর্তীতে ইউনিয়ন ভূমি অফিস ও ডাক বাংলোতে হামলা-ভাঙচুর চালান তারা।

এসব ঘটনায় ৩০ মার্চ রাতে হাটহাজারী থানায় ছয়টি মামলা হয়। পরে ২২ এপ্রিল হেফাজতের বিলুপ্ত কমিটির আমির জুনায়েদ বাবুনগরীকে প্রধান আসামি করে আরো দুটিসহ মোট তিনটি মামলা হয়।