ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সূর্যের তাপে গাড়িতেই সেদ্ধ হলো বিস্কুট!

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২০ জুলাই ২০১৯  

অত্যধিক গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা রাজ্যের অধিবাসীদের জীবন। গরম কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে, মানুষকে সেটি জানানোর জন্য এবার অভিনব এক উপায় বেছে নিয়েছে নেব্রাস্কার জাতীয় আবহাওয়া দপ্তর। এ জন্য একটি গাড়ির মধ্যে বিস্কুট রাখা হয়েছিল। সূর্যের প্রবল তাপে বিস্কুটগুলো গাড়ির মধ্যেই সেদ্ধ হয়ে যায়!

একের পর এক টুইট করে গতকাল বৃহস্পতিবার সূর্যের তাপে বিস্কুট সেদ্ধ হওয়ার বিষয়টি জনসমক্ষে এনেছে নেব্রাস্কা রাজ্যের ওমাহা শহরের আবহাওয়া দপ্তর। অতিরিক্ত গরম সম্পর্কে মানুষকে সতর্কও করে দিয়েছে সংস্থাটি।

এক টুইটে ওমাহার আবহাওয়া দপ্তর বলে, ‘আজ গরম পড়বে কি না, এ ব্যাপারে যদি আপনার সন্দেহ থেকে থাকে, তাহলে আমরা পার্কিং লটে একটি গাড়ির মধ্যে কেবল সূর্যের তাপের সাহায্যে বিস্কুট সেদ্ধ করে দেখানোর চেষ্টা করব।’ টুইটে দেওয়া ছবিতে দেখা যায়, গাড়ির ড্যাশবোর্ডে একটি ট্রে তে চারটি বিস্কুট রাখা আছে।

কয়েক ঘণ্টা পর পরিস্থিতি সম্পর্কে জানাতে আরেকটি টুইট করে সংস্থাটি। সেই টুইটে জানানো হয়, ছায়ায় থাকা গাড়িটির পেছনের আসনে তাপমাত্রা ৬২ ডিগ্রি সেলসিয়াস! বিস্কুটগুলোও ততক্ষণে অনেকটা সেদ্ধ হয়ে সোনালি বর্ণ ধারণ করেছে।

এরপর আরেকটি টুইট করে নেব্রাস্কার জাতীয় আবহাওয়া দপ্তর জানায়, তাদের পরীক্ষা সফল হয়েছে। স্রেফ সূর্যের তাপেই বিস্কুটগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে! সেদ্ধ হওয়া বিস্কুটগুলো খাওয়ার ছবিও শেয়ার করা হয়। টুইট বার্তায় লেখা হয়েছে, ‘প্রায় ৮ ঘণ্টা ধরে সূর্যের তাপে থাকার পর বিস্কুটগুলোর বাইরের অংশ এখন খাওয়ার যোগ্য। ভেতরের অংশ অবশ্য এখনো কিছুটা শুকনো! সর্বোচ্চ তাপমাত্রা কত ছিল জানেন? ৮৫ ডিগ্রি সেলসিয়াস!’

শুধু মজা করার জন্য নয়, মানুষের জন্য সতর্কতা হিসেবেও এ পরীক্ষা চালিয়েছে ওমাহার আবহাওয়া দপ্তর। বদ্ধ গাড়িতে শিশু কিংবা পোষাপ্রাণীদের একা না ছাড়ার ব্যাপারে সবাইকে সতর্কও করে দিয়েছে সংস্থাটি।

এর আগে ২০১৭ সালে দুবাইয়ের এক রাঁধুনি সূর্যের তাপের সাহায্যে ১০ মিনিটে ডিম সিদ্ধ করেছিলেন।