ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা ২১ বছর ধরে ভেঙে পড়ে আছে সেতু, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিক্ষামন্ত্রীর উন্নয়নমূলক কাজের উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী এমপি বাহারের বক্তব্য প্রধানমন্ত্রী দেখছেন গভীর উদ্বেগের সঙ্গে মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন
  • বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সামাজিক দূরত্ব বজায় রেখে করোনাকে রুখছে যুক্তরাজ্য

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

যুক্তরাজ্যে মহামারি করোনাভাইরাসের লক্ষণ কমতে শুরু করেছে বলে ধারণা করছেন লন্ডনের ইম্পেরিয়াল কলেজের ম্যাথমেটিকাল বায়োলজি বিভাগের অধ্যাপক নিল ফার্গুসন। সামাজিক দূরত্ব বজায় রাখার কারণেই এটি সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।
সোমবার বিবিসি রেডিওকে ফার্গুসন বলেন, আমরা মনে করি যে, যুক্তরাজ্যে মহামারি করোনাভাইরাস হ্রাস পাচ্ছে। এছাড়া কয়েক দিনের মধ্যেই এ ভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষা প্রস্তুত হয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

ব্রিটেন সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভ্যাল্যান্স বলেন যে, এক সপ্তাহ আগে দেশটিকে তালাবদ্ধ করে রাখার ফলে ভাইরাসের সংক্রমণের হার কমার লক্ষণ দেখা গেছে। ব্রিটেন ক্রমান্বয়ে বৃদ্ধির পর্যায়ে ছিল না বলেও মন্তব্য করেন তিনি।

ইতালির মতো ইউরোপীয় দেশগুলোর তুলনায় প্রাথমিকভাবে এ ভাইরাসের বিস্তারকে নিয়ন্ত্রণ করতে একটি বিনয়ী পদ্ধতি গ্রহণ করে ব্রিটেন। অনুমানের ভিত্তিতে যখন বলা যে, ব্রিটেনে করোনায় প্রায় এক মিলিয়ন লোকের মৃত্যু হতে পারে তখন দেশটির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেন প্রধানমন্ত্রী বরিস জনসন ।

সোমবার ভ্যালেন্স বলেন যে, গণপরিবহনের ব্যবহার স্বাভাবিক স্তরের তুলনায় এক চতুর্থাংশ কমিয়ে দেয়ার কারণে এরইমধ্যে ভাইরাস সংক্রমণে বড় প্রভাব পড়েছে। এ পদক্ষেপের ফলস্বরূপ কম লোককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সরকারের নেয়া এ পদক্ষেপের ফলে শেষ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা হ্রাস পাবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, প্রতিদিন হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও স্থিতিশীলতা দেখা গেছে। এটি বেশ গুরুত্বপূর্ণ, এর কারণে বলা যায় যে, পরিস্থিতি আগের তুলনায় কিছুটা স্থিতিশীল।

এদিকে ফার্গুসন বলেন যে, প্রায় ৪০ শতাংশ লোকের মধ্যে করোনার কোনো লক্ষণই পাওয়া যায় নি। এছাড়া ব্রিটেনের ২ থেকে ৩ শতাংশ জনসংখ্যা এ ভাইরাসে সংক্রামিত হয়েছে বলেও মনে করা হচ্ছে।

ফার্গুসন আরো জানান যে, অ্যান্টিবডি পরীক্ষাগুলো বৈধতার চূড়ান্ত পর্যায়ে ছিল এবং আশা করা যায় যে খুব শিগগিরই এ অ্যান্টিবডিগুলো পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাবে।