ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা ২১ বছর ধরে ভেঙে পড়ে আছে সেতু, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিক্ষামন্ত্রীর উন্নয়নমূলক কাজের উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী এমপি বাহারের বক্তব্য প্রধানমন্ত্রী দেখছেন গভীর উদ্বেগের সঙ্গে মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন
  • বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সামগ্রিকভাবে বিশ্বে রেমিট্যান্স কমলেও বাংলাদেশে বাড়বে ৮ শতাংশ

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১ নভেম্বর ২০২০  

রেমিট্যান্স প্রবাহে এবার বিশ্বে অষ্টম অবস্থানে থাকবে বাংলাদেশ। মহামারি পরিস্থিতিতে বিশ্বের অধিকাংশ দেশের প্রবাসী আয় কমলেও বাংলাদেশের বাড়বে।

শুক্রবার বিশ্বব্যাংক প্রকাশিত অভিবাসনের দৃষ্টিতে কোভিড-১৯ সংকট শীর্ষক এক প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এমন প্রাক্কলন রয়েছে। কয়েক বছর ধরে শীর্ষ- ১০ এর মধ্যে রয়েছে বাংলাদেশ।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে বাংলাদেশে রেমিট্যান্স আসবে ১৯ দশমিক ৭৬ বিলিয়ন ডলার। এবার বাংলাদেশের রেমিট্যান্স ৮ শতাংশ বাড়বে বলে প্রক্ষেপন করা হয়েছে। মহামারি পরিস্থিতিতে অধিকাংশ দেশের রেমিট্যান্স কমলেও বাংলাদেশের পাশাপাশি মেক্সিকো এবং দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানের বাড়বে। 

এতে বলা হয়, রেমিট্যান্সের ক্ষেত্রে বাংলাদেশে মহামারির প্রভাব তেমন নেতিবাচক হয়নি। হুন্ডি কমে যাওয়ায় প্রাতিষ্ঠানিক চ্যানেলে রেমিট্যান্স বেড়েছে এবং সরকারের প্রণোদনা এক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে। অবশ্য এপ্রিলে বিশ্বব্যাংক ২০২০ সালে বাংলাদেশের রেমিট্যান্স ২০ শতাংশ কমে ১৪ বিলিয়ন ডলার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল।

বিশ্বব্যাংক বলেছে, ২০২০ সালে সামগ্রিকভাবে বিশ্বে রেমিট্যান্স কমবে সাত শতাংশ। তবে পরিমাণের দিক থেকে এবারো প্রথমে থাকবে ভারত। দেশটিতে এবার প্রবাসী আয় ৯ শতাংশ কমে ৭৬ বিলিয়ন ডলার আসতে পারে। দ্বিতীয় অবস্থানে থাকা চীনের আসবে ৬০ বিলিয়ন ডলার এবং তৃতীয় অবস্থানে থাকা মেক্সিকোর আসবে ৪১ বিলিয়ন ডলার। 

তবে শীর্ষে থাকা এই তিন দেশের মধ্যে শুধু মেক্সিকোর রেমিট্যান্স বাড়বে। পাকিস্তান রয়েছে ৬ষ্ঠ অবস্থানে। দেশটির রেমিট্যান্সের পরিমাণ ৯ শতাংশ বেড়ে ২৪ বিলিয়ন ডলার হতে পারে। এদিকে বিশ্বব্যাংক মনে করছে, আগামী বছর বিশ্বে রেমিট্যান্স আসার পরিমাণ কমবে ১৪ শতাংশ।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিমানযোগে ভ্রমণ নিয়ন্ত্রণের ফলে কাছে করে ডলার আনা কমে যাওয়া এবং রেমিট্যান্সে প্রণোদনার ফলে করোনা সঙ্কটের মধ্যেও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহের গতি রয়েছে। আবার বাংলাদেশে ঈদ ও বন্যার কারণে তৃতীয় প্রান্তিকে রেমিট্যান্স প্রবাহ গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। করোনাভাইরাসের কারণে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যারা টাকা পাঠাননি তারাও তৃতীয় প্রান্তিকে পাঠিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে প্রবাসীরা ৬৭১ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২১৯ কোটি ডলার বা ৪৮ দশমিক ৫৪ শতাংশ বেশি। ২০১৯ সালে রেমিট্যান্স এসেছিল ১৮ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। তার আগের বছর এর পরিমাণ ছিল ১৫ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।