ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা ২১ বছর ধরে ভেঙে পড়ে আছে সেতু, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিক্ষামন্ত্রীর উন্নয়নমূলক কাজের উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী এমপি বাহারের বক্তব্য প্রধানমন্ত্রী দেখছেন গভীর উদ্বেগের সঙ্গে মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন
  • বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সাজুন হিমু-রূপা রূপে

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯  

আজ হুমায়ূন আহমেদ এর ৭১তম জন্মবার্ষিকী। তিনি ছিলেন এদেশের একজন ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম।
আজকের এই দিনটিকে প্রায় সকল নারী-পুরুষ তার রচিত হিমু ও রূপা চরিত্রটি ভালোবেসে অনুসরণ করেন। তাইতো ছেলেদের পোশাকে থাকে হলুদ পাঞ্জাবি আর নারীদের গায়ে জড়ানো থাকে নীল শাড়ি। চলুন তবে জেনে নেয়া যাক আজকের দিনটিতে কীভাবে নিজেকে সাজিয়ে তুলবেন হুমায়ূন আহমেদের হিমু ও রূপার সাজে-

রূপা রূপে নারীর সাজ
> এ সময় হালকা সাজ-পোশাকের উদ্দেশ্য স্নিগ্ধ থাকা। তাই বেছে নিন নীল শাড়ি বা কামিজ। নিজেকেও প্রকৃতির মতো সাবলীল করে তুলুন। তবে হ্যাঁ, এসময় ঝড়, মেঘ-বায়ুর উগ্র মেজাজ এমনকি মাঝে মাঝে তর্জন-গর্জন আর রোদের দাপট থাকবেই। তাই যেকোনো অবস্থায় নিজেকে মানিয়ে নিতে হালকা সাজের বিকল্প নেই।

> তাই ত্বকের ট্যান অনুযায়ী প্রসাধন ব্যবহার জরুরি। পাশাপাশি সচেতন হতে হবে সানস্ক্রিন ব্যবহারের প্রতিও। যাদের ত্বক তৈলাক্ত তাদের জন্য ওয়াটারবেইজ সানস্ক্রিন ভালো হবে। সেই সঙ্গে বাইরের ধুলাবালি থেকে ঘরে ফিরে ভালো স্ক্রাবার দিয়ে ত্বক পরিষ্কার করাও জরুরি।

> প্রথমে মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ আর গলা পরিষ্কার করে নিন। এবার এক টুকরো বরফ ঘষে নিন। এবার সানস্ক্রিন নিন। সানস্ক্রিন বাইরে যাওয়ার ১৫-২০ মিনিট আগেই লাগাতে হয়। এরপর বেইজ মেকআপ করুন। বেইজ মেকআপ করার জন্য টিন্টেড ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। এর সান প্রটেকশন ফ্যাক্টর রোদ থেকে ত্বককে রক্ষা করে এবং ত্বকের জৌলুসতা বাড়ায়। মুখে দাগ থাকলে কনসিলার ব্যবহার করুন। এরপর ফাউন্ডেশন লাগাতে হবে। বেইজের ক্ষেত্রে ভারি ফাউন্ডেশন এড়িয়ে চলুন। মেকআপ হয়ে গেলে একটু ফেস পাউডার পাফ করে নিন। তবে যাই করুন না, মেকআপ যেন ন্যাচারাল হয়।

> সারা মুখে মেকআপ না করেও নজর কাড়তে পারেন একটা দারুণ শেডের লিপস্টিক দিয়ে। ঠোঁটে হালকা রঙের লিপস্টিকই ভালো। লিপস্টিক ম্যাট হলে  বেশিক্ষণ থাকে। চোখের সাজে আমরা সাধারণত কাজল, আইলাইনার ও মাশকারা ব্যবহার করি। সবগুলো না লাগিয়ে যেকোনো একটি বা দু’টি লাগাতে পারেন। আবার শুধু মাশকারাতেও চোখ আকর্ষণীয় করে তোলা যায়। সঙ্গে হালকা আইশ্যাডো লাগাতে পারেন। চোখ বা ঠোঁটের মধ্যে যেকোনো একটি হাইলাইট করুন। একসঙ্গে দুটো অংশ হাইলাইট করবেন না। নিউট্রাল শেডের আইশ্যাডো লাগাতে পারেন। সঙ্গে মাশকারা মাস্ট!

> একটা দারুণ হেয়ার স্টাইল সবার মধ্যেও আপনাকে করে তুলবে একেবারে আলাদা। তবে একটু বুদ্ধি খাটালে কিন্তু তাড়াহুড়োর মধ্যেও বেশি সময় না দিয়ে সুন্দর হেয়ার স্টাইল করে ফেলা যায়। শাড়ি বা কামিজের সঙ্গে মানানসই হেয়ার স্টাইলটি করে নিন। হালকা সাজে ঝলক দেখাতে জুতা, এক্সেসরিজ, স্কার্ফ, ব্রাইট কালারের ব্যাগ ক্যারি করতে পারেন।

> খুব ভারী জুয়েলারি পরতে যাবেন না। হালকা-পাতলা গয়নাই বেছে নিন। তবে পোশাকের সঙ্গে মানানসই। হালকা সাজে ভারী গয়না পরলে সেটা মানানসই হবে না। সুতি পোশাকের সঙ্গে পুঁতি, মেটাল, মাটি কিংবা বিডসের জুয়েলারি যায় ভালো।

হিমু রূপে পুরুষের সাজ
পুরুষদের ক্ষেত্রে সব থেকে ভালো হচ্ছে পাঞ্জাবি। সেক্ষেত্রে বেছে নিন হলুদ রংটি। তাছাড়া বেছে নিতে পারেন ফতুয়া, শার্ট বা টি-শার্টও। সঙ্গে মানানসই জুতা। ইচ্ছে হলে কাঁধে ঝুলাতে পারেন একটি ব্যাগও।

ব্যস হয়ে গেলেন হিমু-রূপা প্রেমী। এভাবে সারাটাদিন কাটিয়ে দিতে পারেন প্রিয় মানুষটির সঙ্গে। নিজেকে ভেবে নিতে পারেন হিমু আর আপনার সঙ্গীকে রূপা। হুমায়ূন আহমেদকে স্মরণ করেই না হয় কেটে যাক আজকের সুন্দর দিনটি।