ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা ২১ বছর ধরে ভেঙে পড়ে আছে সেতু, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিক্ষামন্ত্রীর উন্নয়নমূলক কাজের উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী এমপি বাহারের বক্তব্য প্রধানমন্ত্রী দেখছেন গভীর উদ্বেগের সঙ্গে মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন
  • মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

রামগঞ্জ পৌরসভায় উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণ

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২১  

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ৩০ জানুয়ারি (শনিবার) সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। শীত উপেক্ষা করেই সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। এখানে ৩৬৪১৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮৪৮২ ও মহিলা ভোটার ১৯৯১ জন।
৩য় ধাপের এ নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন, মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী,  বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চু, জাতীয় পার্টি সমর্থিত লাঙ্গল প্রতীকে হাজী মোঃ মহসিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাত পাখার প্রার্থী হিসাবে রয়েছেন আলহাজ্ব মোঃ জাকির হোসেন দেওয়ান।

সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১ নম্বর সোনাপুর ২ নম্বর বাঁশঘর-মধুপুর ও ৩ নম্বর রতনপুর-আউগানখীল ওয়ার্ডে ৪জন, ৪ নম্বর কলচমা ৫ নম্বর সাতারপাড়া-নন্দনপুর ৬ নম্বর ওয়ার্ড কাজিরখীলে ৫ জন, ৭নম্বর আঙ্গারপাড়া ৮নম্বর টামটা ৯ নম্বর শ্রীপুর-অভিরামপুর ও পশ্চিম আঙ্গারপাড়া ওয়ার্ডে ২জন, সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ড সোনাপুর ৬জন, ২ নম্বর ওয়ার্ড বাঁশঘর ৭জন, ৩ নম্বর ওয়ার্ড রতনপুর-আউগানখীল ৫জন, ৪ নম্বর ওয়ার্ড কলচমা ৩জন, ৫ নম্বর ওয়ার্ড নন্দনপুর-সাতারপাড়া ৪জন, ৬ নম্বর ওয়ার্ড কাজিরখীল ৪ জন, ৭নম্বর ওয়ার্ড আঙ্গারপাড়া ৮জন, ৮ নম্বর ওয়ার্ড টামটা ১২জন ও ৯ নম্বর ওয়ার্ড শ্রীপুর-অভিরামপুর ও পশ্চিম আঙ্গারপাড়া ওয়ার্ডে ৭জনসহ ৬৭জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ভোট কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ১৭ টি ভোট কেন্দ্রের মধ্যে নির্বাচনে গুরুত্বপূর্ণ কেন্দ্র ১০ টি ও সাধারণ কেন্দ্র ৭টি।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হলো, ১নং ওয়ার্ডের সোনাপুর আহমদিয়া সরকারি বিদ্যালয় এবং সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯ নং ওয়ার্ডের মধ্য আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উত্তর দরবেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩ নং ওয়ার্ডের আউগানখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামগঞ্জ স্টেশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭নং ওয়ার্ডের পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪ নং ওয়ার্ডের কলছমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬ নং ওয়ার্ডের পশ্চিম কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিটি কেন্দ্রে পুলিশের পাশাপাশি টহল দিচ্ছে র‌্যাব ও বিজিবি সদস্যরা।

সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে নারী পুরুষ ভোটাররা ভোট প্রদান করছেন। এখন পর্যন্ত কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া যায় নি।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রিয়াজুল কবির বলেন, উৎসাহ ও সুষ্ঠু ভাবে নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ভোটার অত্যান্ত উৎসাহের সাথে ভোটাধিকার প্রয়োগ করছে। নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পাদনের জন্য জেলা পুলিশ সকল ধরনের আয়োজন সম্পন্ন করেছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটেনি।