ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

যেভাবে শক্ত অবস্থান পোক্ত করেছিলেন শাবনূর

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯  

ঢালিউড নায়িকা শাবনূর। যার আসল নাম কাজী শারমিন নাহিদ নূপুর। ১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন এই জনপ্রিয় নায়িকা। পরে চলচ্চিত্রে এসে স্বনামধন্য নির্মাতা এহতেশাম তার নাম রাখেন শাবনূর। সেদিন থেকে তিনি এই নামে পরিচিতি লাভ করেন। শাবনূর অর্থ রাতের আলো। তার পিতার নাম শাহজাহান চৌধুরী। তিন ভাই বোনের মধ্যে তিনি সবার বড়।

মূলত বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। তার মত জনপ্রিয়তা বাংলাদেশে আর কোন নায়িকার কপালে জুটেনি। প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন তার। প্রথম ছবি ব্যর্থ হলেও পরে সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে ব্যাপক জনপ্রিয়তা পান এই নায়িকা। আর তার সঙ্গে জুটি গড়ে আর পেছনে ফিরে তাকাতে হয়নি শাবনূরকে।

এরপর একে একে এ জুটি (সালমান-শাবনূর) সুপারহিট ছবি দিতে থাকেন। পরে সালমানের অকাল মৃত্যুতে সাময়িকভাবে শাবনূরের ক্যারিয়ার হুমকির মুখে পড়লেও তার চিরায়ত বাঙালি প্রেমিকার ইমেজ এবং অসাধারন অভিনয় ক্ষমতা তাকে দর্শকদের হৃদয়ে শক্ত আসন গড়তে সাহায্য করে। পরে নায়ক রিয়াজ, শাকিল খান, ফেরদৌস ও শাকিব খানের সঙ্গে জনপ্রিয় জুটি গড়ে অসংখ্য ব্যবসাসফল ও জনপ্রিয় ছবি উপহার দেন শাবনূর। এমনকি দ্বিতীয় সারির নায়কদের নায়িকা হয়েও দর্শকপ্রিয় ছবি উপহার দেন এই নায়িকা। 

ক্যারিয়ারের শেষের দিকে সুশ্রী চেহারার এই সুন্দরী নায়িকা মুটিয়ে গেলে সিনেমায় বেশ সমালোচিত হতে শুরু করেন। এরপর অনেকটা আড়ালে চলে যান শাবনূর। বর্তমানে তিনি অস্ট্রেলিয়াতে পরিবার নিয়ে বসবাস করছেন। তবে শোনা যাচ্ছে এখন, তিনি চলচ্চিত্রে ফিরে আসার পরিকল্পনা করেই নিজেকে আবারো প্রস্তুত করছেন।

শাবনূর ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’ ছবিতে অভিনয় করে তার ক্যারিয়ারের একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে রেকর্ড পরিমান ১০ বার মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন নায়িকা শাবনূর। যা অন্যান্য নায়িকাদের ক্ষেত্রে বিরল একটি গল্পকথা বলা চলে।

চলুন দেখা যাক যেসব ছবিতে অভিনয় করে তিনি এমন জনপ্রিয়তা পেয়েছেন। তার অভিনীত ছবিসমূহ: 

সালমান শাহ-শাবনূর 

তুমি আমার (১৯৯৪)

সুজন সখী (১৯৯৪)

বিক্ষোভ (১৯৯৪)

স্বপ্নের ঠিকানা (১৯৯৫) 

মহা মিলন (১৯৯৫) 

বিচার হবে (১৯৯৬) 

তোমাকে চাই (১৯৯৬) 

স্বপ্নের পৃথিবী (১৯৯৬) 

জীবন সংসার (১৯৯৬)

চাওয়া থেকে পাওয়া (১৯৯৬) 

প্রেম পিয়াসী (১৯৯৭) 

স্বপ্নের নায়ক (১৯৯৭) 

আনন্দ অশ্রু (১৯৯৭) 

বুকের ভিতর আগুন (১৯৯৭)

রিয়াজ-শাবনূর 

মন মানে না (১৯৯৭) 

তুমি শুধু তুমি (১৯৯৭)

পৃথিবী তোমার আমার (১৯৯৮) 

স্বপ্নের পুরুষ (১৯৯৯) 

বিয়ের ফুল (১৯৯৯)

ভালোবাসি তোমাকে (১৯৯৮) 

কাজের মেয়ে (১৯৯৯) 

আমি তোমারি (১৯৯৯) 

বুক ভার ভালবাসা (১৯৯৯) 

ভয়ঙ্কর বিষু (১৯৯৯)

এ বাঁধন যাবেনা ছিড়ে (২০০০) 

নারীর মন (২০০০)

এই মন চায় যে (২০০০) 

ও প্রিয়া তুমি কোথায় (২০০২) 

এরিই নাম দোস্তী (২০০০) 

প্রেমের তাজমহল (২০০১) 

সুন্ধরী বধূ (২০০২)

আশা আমার আশা (২০০০) 

কারিশমা (২০০০) 

স্বপ্নের বাসর (২০০১)

শশুরবাড়ী জিন্দাবাদ (২০০১) 

মিলন হবে কত দিনে (২০০২) 

বস্তির মেয়ে (২০০১)

গুন্ডার প্রেম/ কালা মানিক( ২০০১) 

মাটির ফুল (২০০২) 

স্বপ্নের ভালবাসা (২০০৩) 

ভালবাসা কারে কয় (২০০২) 

তোমার জন্য পাগল (২০০৪)

নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি (২০০০) 

মোল্লা বাড়ীর বউ (২০০৫) 

ভালবাসা ভালবাসা (২০০৬) 

মেয়ে সাক্ষী (২০০৬)

নসিমন/বৌমার বনবাস (২০০৩) 

হৃদয়ের বন্ধন (২০০২)

মন বসেনা পড়ার টেবিলে (২০০৯) 

তুমি আমার স্বামী (২০০৯) 

চাঁদের মতো বউ(২০০৯)

ভালবেসে বউ আনবো (২০০৯) 

এবাদত (২০০৯)

বধূ তুমি কার (২০০৯)

মন ছুঁয়েছে মন (২০০৯) 

শিরি ফরহাদ (২০১৩) 

মন (২০০১)

শাকিব-শাবনূর

গোলাম (২০০০)

ফুল নেবোনা অশ্রু নেবো (২০০০) 

নাচনেওয়ালী(২০০১) 

প্রাণের মানুষ (২০০৩) 

নয়ন ভরা জল (২০০৩) 

প্রেম সংঘাত (২০০৩)

হ্রদয় শুধু তোমার জন্য (২০০৪) 

ভালবাসার দুশমন(২০০৮) 

সবার উপরে প্রেম (২০০২) 

আমার স্বপ্ন তুমি(২০০৫) 

মায়ের মর্যাদা(২০০৬)

ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া(২০০৬) 

জন্ম(২০০৬) 

কপাল(২০০৭)

রঙীন রসের বাঈদানী(২০০৭) 

কঠিন প্রেম (২০০৭)

আমার প্রাণের স্বামী(২০০৭) 

এক টাকার বউ(২০০৮) 

টিপ টিপ বৃষ্টি(২০০৮)

তোমাকে বউ বানাবো(২০০৮) 

রঙীন সমাধি(২০০৮)

বলবো কথা বাসর ঘরে(২০০৯) 

স্বামী স্ত্রীর ওয়াদা(২০০৯)

ফেরদৌস-শাবনূর

বউ শাশুরীর যুদ্ধ(২০০৩) 

দিলতো পাগল(২০০১)

খেয়া ঘাটের মাঝি (২০০৩) 

প্রেমের জ্বালা(২০০১)

যত প্রেম তত জ্বালা(২০০৪) 

তুমি বড় ভাগ্যবতী(২০০৩) 

কাল সকালে(২০০৫) 

দোস্ত আমার(২০০৪) 

ব্যাচেলর (২০০৪)

ভালোবাসার যুদ্ধ(২০০৫) 

ফুলের মত বউ(২০০৪) 

দুই নয়নের আলো(২০০৫) 

ঘর জামাই (২০০৫) 

জমেলা সুন্দরি (২০০৭) 

বউ বন্ধক(২০০৬)

দুঃখিনী জোহরা (২০০৬) 

জীবন সিমান্তে (২০০৬) 

বিয়ানসাব(২০০৮) 

ছোট বোন (২০০৮)

এ চোখে শুধু তুমি (২০০৮) 

ঘরের লক্ষ্মী (২০০৮) 

স্বামী নিয়ে যুদ্ধ(২০০৮)

গোলাপী এখন বিলাতে(২০১০)

জিদ্দি বউ(২০১২) 

কিছু আশা কিছু ভালবাসা(২০১৩)

অমিত হাসান-শাবনূর

সৈনিক(১৯৯৪)

বিদ্রোহি প্রেমিক(১৯৯৬)

স্ত্রী হত্যা (১৯৯৬)

আত্মসাৎ(১৯৯৬)

চিরঋণী(১৯৯৬)

ভূলনা আমায়(১৯৯৯)

শেষ ঠিকানা(১৯৯৭)

পাগলীর প্রেম(১৯৯৮)

বিনি সুতার মালা(২০০০)

রঙীন উজান ভাটি(১৯৯৭)

মান্না-শাবনূর

ভাইয়ের শত্রু ভাই(২০০৪) 

দুই বধূ এক স্বামী(২০০৩)

সমাজকে বদলে দাও(২০০২) 

ভাইয়া(২০০২)

স্বামী স্ত্রীর যুদ্ধ(২০০২) 

জীবন এক সংঘর্ষ(২০০৪) 

কঠিন পুরুষ(২০০৪) 

এদেশ কার(২০০৬)

জীবন নিয়ে যুদ্ধ(২০০৯) 

মোঘল এ আজম(২০১০)

ওমর সানি-শাবনূর

প্রেমের অহংকার(১৯৯৫)

অধিকার চাই(১৯৯৮)

কে অপরাধী(১৯৯৭)

মধুর মিলন(১৯৯৮)

রঙীন নয়নমনি(১৯৯৮)

আমিন খান-শাবনূর

দুনিয়ার বাদশাহ(১৯৯৪)

হৃদয় আমার(১৯৯৫)

শাকিল খান-শাবনূর

আমার অন্তরে তুমি(১৯৯৮)

মানুষ কেন অমানুষ(১৯৯৮)

সবার অজান্তে(২০০০)

দুষ্ট ছেলে মিষ্টি মেয়ে(২০০০)

বলনা ভালবাসি(২০০৫)

সাব্বির-শাবনূর

চাঁদনী রাতে (১৯৯৩)

প্রেম(১৯৯৫)

শামস-শাবনূর

মৌমাছি (১৯৯৬)

মেহেদী হাসান-শাবনূর

শুধু তোমারি(১৯৯৪)

মাসুদ শেখ-শাবনূর

আসামী বধূ(১৯৯৫)

জামিন নাই(২০০০)

কাজী মারুফ-শাবনূর

অন্য মানুষ(২০০৪)

মাহফুজ আহামেদ-শাবনূর

চার সতীনের ঘর(২০০৫)

বাঙলা(২০০৬)

শাহরিয়ার নাজিম জয়-শাবনূর

গ্রাম গঞ্জের পিরিতি(২০০৬)

জীবনের গল্প(২০০৬)

এই যে দুনিয়া(২০০৮)

ইলিয়াস কাঞ্চন-শাবনূর

নিরন্তর(২০০৬)

হেলাল খান-শাবনূর

বাজিগর(১৯৯৬)

জায়েদ খান-শাবনূর

আত্নগোপন(২০১২)

আমান-শাবনূর

পিরিতির আগুন জ্বলে দিগুন(২০০৯)

যেখানে তুমি সেখানে আমি(২০১০)

বাপ্পারাজ-শাবনূর

মা আমার চোখের মনি(২০১১)

এস.ডি.রুবেল-শাবনূর

এভাবেই ভালবাসা হয়(২০১০)

রাশেদ মোর্শেদ-শাবনূর

ভালবাসা সেন্টমার্টিনে(২০১২)

শায়ের খান-শাবনূর

পাগল মানুষ (২০১৮)

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেত্রী ‘দুই নয়নের আলো’ (২০০৫)

বাচসাস পুরস্কার

বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেত্রী ১৯৯৯ ও ২০০৩

মেরিল-প্রথম আলো পুরস্কার

বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী ১৯৯৮, ১৯৯৯, ২০০০, ২০০১, ২০০২, ২০০৪, ২০০৫, ২০০৭, ২০০৮ ও ২০০৯