ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

যে সুপার পাওয়ার চান সাকিব

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৬ মে ২০২১  

ক্রিকেটবিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে অবস্থান করলেও অনাকাঙ্ক্ষিত কারণে বৃহস্পতিবার দেশে ফিরেছেন তিনি। এর আগে এক সাক্ষাৎকারে নিজের পছন্দের সুপার পাওয়ারের কথা জানিয়েছেন সাকিব। 

করোনাভাইরাসের কারণে স্থগিত হয়েছে আইপিএল। সাকিবের ইচ্ছা, কোনো সুপার পাওয়ার পেলে করোনাভাইরাস দূর করার মতো সুপার পাওয়ার চান তিনি।

দেশে ফেরার আগে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে র‍্যাপিড ফায়ার সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন কেকেআর অলরাউন্ডার। সেখানে সতীর্থদের নিয়ে মজার সব তথ্য এবং নিজেদের পছন্দের অনেক কিছুই জানিয়েছেন তিনি।

ডেইলি বাংলাদেশ পাঠকদের জন্য সেই র‍্যাপিড ফায়ার পর্বটি তুলে ধরা হলো:

প্রশ্ন: তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তাজার মধ্যে এক দৃষ্টিতে তাকিয়ে থাকার প্রতিযোগিতায় কে জিতবে?
সাকিব: তামিম।

প্রশ্ন: এক বসায় কতটি গোলগাপ্পা (ফুচকা) খেতে পারবেন?
সাকিব: আমার সামনে যতগুলো থাকবে ততগুলোই। আমি একশটার মতো খেতে পারব।

প্রশ্ন: সাঈদ আনোয়ারের মত ব্যাট করা নাকি ওয়াসিম আকরামের মত বল করা- বড় হওয়ার সময় কোন জিনিসটা  করতে চাইতেন?
সাকিব: দুটোই।

প্রশ্ন: ঢাকা ট্রাফিক না কলকাতা ট্রাফিক- কোনটা বেশি খারাপ?
সাকিব: আমার মনে হয় ঢাকার। কারণ আমার বেশিরভাগ সময় আমার ঘরের বাইরে কাটাতে হয়। আমার এখানে-সেখানে যেতে হয়। এ কারণে ঢাকায় আমাকে অনেক বেশি ট্রাফিক যানজটের সম্মুখীন হতে হয়। কিন্তু কলকাতায় আমাকে শুধু মাঠেই যেতে হয় (হোটেল থেকে)। তাই এখানে আমাকে খুব একটা ট্রাফিকের সম্মুখীন হতে হয় না।

প্রশ্ন: ফোনে কোন অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহার করেন?
সাকিব: ইউটিউব।

প্রশ্ন: কোন বিরিয়ানিটা আপনি কখনো পরখ করতে চাইবেন না- চকলেট বিরিয়ানি, স্ট্রবেরি বিরিয়ানি নাকি রসগোল্লা বিরিয়ানি?
সাকিব: কোনোটাই না। আমি কোনোটাই কখনো চেষ্টা করব না। 

প্রশ্ন: বাংলাদেশের ক্রিকেটারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কে সবচেয়ে বেশি ইমোজি ব্যবহার করে?
সাকিব: আমি।

প্রশ্ন: আপনার প্রিয় ইমোজি কোনটি?
সাকিব: স্মাইল ফেইস।

প্রশ্ন: মাহমুদউল্লাহ, মুশফিক, তামিমদের মধ্যে কে আপনাকে ১০০ মিটার স্প্রিন্টে হারাতে পারবে?
সাকিব: খুবই ক্লোজ হবে। আমার মনে হয় আমি মুশফিককে হারাতে পারব।

প্রশ্ন: বাংলাদেশ দলে কে সবচেয়ে বেশি পুশ-আপ দিতে পারবে?
সাকিব: আমার মনে হয় শান্ত।

প্রশ্ন: কোথায় আপনি সবচেয়ে সেরা মাছের ডিশ পেয়ে থাকেন? ইংল্যান্ডে, ক্যারিবিয়ানে নাকি মাগুরায়?
সাকিব: মাগুরায়।

প্রশ্ন: কেকেআর দলে কে বলিউড ট্রিভিয়া কুইজে ভালো করবে?
সাকিব: আমার মনে হয় দীনেশ কার্তিক।

প্রশ্ন: আন্দ্রে রাসেল না সুনিল নারাইন কে বেশি ফ্যাশনেবল?
সাকিব: তাদের দৃষ্টি থেকে তারা দুজনেই। কিন্তু আমার মনে হয় আন্দ্রে রাসেল।

প্রশ্ন: ক্রিকেট নিয়ে কথা বলার জন্য কে আপনার প্রিয় ব্যক্তি?
সাকিব: আমার দুই কোচ সালাহউদ্দিন স্যার এবং ফাহিম স্যার।

প্রশ্ন: হোটেলে কোয়ারেন্টিনে থাকার সময় কোনটা আপনার একদম আবশ্যক ছিল?
সাকিব: ইন্টারনেট।

প্রশ্ন: কোন মাঠে ছক্কা মারা সবচেয়ে কঠিন?
সাকিব: সম্ভবত মেলবোর্ন (এমসিজি)। কারণ মাঠটা বড়।

প্রশ্ন: দীনেশ কার্তিক না মুশফিকুর রহিম- কে সবচেয়ে বেশ বাকপটু উইকেটরক্ষক?
সাকিব: দীনেশ কার্তিক।

প্রশ্ন: কোনো বোলার যদি কাঁধ দিয়ে রান নেওয়ার সময় ধাক্কা দেয়, আপনি কি করবেন?
সাকিব: তার দিকে তাকিয়ে একটা হাসি দিব শুধু।

প্রশ্ন: আপনি বিশ্বকাপের ফাইনাল খেলছেন এবং ফলাফল পেনাল্টি দিয়ে নির্ধারিত হবে। আপনি কোন সতীর্থকে পেনাল্টি নেওয়ার জন্য বলবেন?
সাকিব: আমি কেকেআরের সতীর্থদের সাথে কোনো ম্যাচ খেলিনি। কিন্তু আমার মনে হয় মরগান ভালো করবে। যেহেতু তিনি ইংলিশ এবং নিয়মিত ফুটবল খেলে থাকেন।

প্রশ্ন: যদি এটা আপনার স্ত্রীর সাথে কোনো মুভি নাইট হয় এবং আপনাকে মুভি বাছাই করতে বলা হয়- কোন ঘরানার মুভি হবে সেটি?
সাকিব: সুপারহিরো ফিল্মস।

প্রশ্ন: কোন সতীর্থ তার ওয়ার্ক আউট রুটিন নিয়ে কথা বলতে সবচেয়ে বেশি ভালোবাসে?
সাকিব: বাংলাদেশ দলে মুশফিকুর রহিম।

প্রশ্ন: আপনার এবং আন্দ্রে রাসেলের মধ্যে পাঞ্জা খেলায় কে জিতবে?
সাকিব: যেকোনো দিন আন্দ্রে রাসেল।

প্রশ্ন: বিকেএসপিতে কে বেশি দুষ্টু ছিল- আপনি না মুশফিকুর রহিম?
সাকিব: আমার মনে হয় আমি।

প্রশ্ন: ক্রিকেট ছাড়া আর কোন খেলা আপনি টিকিট কেটে দেখবেন?
সাকিব: ফুটবল। যেকোনো ফাইনাল, জাতীয় দলের হলে সেখানে যদি আর্জেন্টিনা খেলে আর ক্লাবের হলে সেখানে যদি বার্সেলোনা খেলে।

প্রশ্ন: গত মাসে কোন গানটি আপনার ফোনে সবচেয়ে বেশি বাজানো হয়েছে?
সাকিব: তেমন কোনো নির্দিষ্ট গান ছিল না। আমার মনে হয় একটা ইংরেজি গান ছিল, “অ্যাট মাই ওর্স্ট”। আমি যদিও জানিনা গানটির গায়ক কে।

প্রশ্ন: আপনাকে যদি একটি সুপারপাওয়ার বেছে নিতে বলে, আপনি কোনটি নিবেন?
সাকিব: যেকোনো একটা সুপারপাওয়ার যেটা আমাকে পৃথিবী থেকে করোনাভাইরাস দূর করার ক্ষমতা দেবে।