ব্রেকিং:
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির ঈদযাত্রা: পঞ্চম দিনের ট্রেন টিকিট বিক্রি শুরু প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাতে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ঈদে মহাসড়কে ৬ দিন বন্ধ থাকবে ট্রাক চলাচল সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়াকে বরণে হাতিয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব: প্রধানমন্ত্রী নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি জলদস্যুর কবলে পড়া নাবিকদের ১১ জনই চট্টগ্রামের রাখাইনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের দ্বারপ্রান্তে আরাকান আর্মি কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন তাহসীন বাহার ভাঙারির দোকান থেকে উদ্ধার হলো ১১ মণ সরকারি বই
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মোস্তাফিজের ৩-এ রাজস্থানের ৩

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৩ মে ২০২১  

অফ স্টাম্পের বাইরে ছিল বল। একটু ফুল লেংথের। ম্যাচে নিজের প্রথম বল হিসেবে মোটেও আদর্শ কিছু নয়। মোস্তাফিজুর রহমানকে চার মেরেই বোলিংয়ে স্বাগত জানালেন সানরাইজার্স হায়দরাবাদের জনি বেয়ারস্টো। বাংলাদেশি বাঁহাতি পেসারের ভক্তরা তখন বুঝি-বা প্রমাদ গুনছেন! দুদিন আগে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ম্যাচে মোস্তাফিজের বোলিংয়ের স্মৃতি যে এখনো তাজা!

মুম্বাইয়ের বিপক্ষে সেদিন ৩.৩ ওভারে ৩৭ রান দিয়েছেন মোস্তাফিজ, উইকেট নিয়েছেন একটি। সেদিন দলের সবচেয়ে খরুচে বোলার ছিলেন তিনি। কিন্তু আজ প্রথম বলে চার খাওয়ার পরই মুম্বাইয়ের ম্যাচটার কথা টেনে আনার কারণ? সেদিন প্রত্যেকটা ওভারের শুরুর বলে চার নয়তো ছক্কা খেয়েছেন মোস্তাফিজ। তবে আজ রাজস্থান রয়্যালসের বাংলাদেশি পেসারের অভিজ্ঞতা অত খারাপ হলো না।

শেষ পর্যন্ত ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন মোস্তাফিজ—আইপিএলে মোস্তাফিজের দ্বিতীয় সেরা বোলিং। মোস্তাফিজের আলো ছড়ানোর রাতে পয়েন্ট তালিকার তলানিতে থাকা দুই দলের লড়াইয়ে রাজস্থান পেয়েছে ৫৫ রানের বিশাল জয়, টুর্নামেন্টে রাজস্থানের তৃতীয় জয় এটি। রাজস্থানের ২২০ রানের জবাবে হায়দরাবাদ ২০ ওভারে ৮ উইকেটে করে ১৬৫ রান।

এ জয়ে পয়েন্ট তালিকায় এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছে রাজস্থান। ৭ ম্যাচে তৃতীয় জয়ে তাদের পয়েন্ট ৬। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তলানিতেই রইল হায়দরাবাদ।

আর মোস্তাফিজ? অল্পের জন্য আইপিএলে নিজের সেরা বোলিংয়ের রেকর্ডটা ছোঁয়া হলো না তাঁর। ২০১৬ সালে হায়দরাবাদে থাকার সময়ে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ১৬ রানে ৩ উইকেট পেয়েছিলেন মোস্তাফিজ। আজ নিজের চতুর্থ ওভারের একেবারে শেষ বলে কোনো রান না দিলেই তো ব্যক্তিগত রেকর্ডটাই ধরতে পারতেন।

রশিদ খানকে আউট করার পর মোস্তাফিজ।

রশিদ খানকে আউট করার পর মোস্তাফিজ। 

ছবি: আইপিএল

কিন্তু সন্দীপ শর্মার ব্যাটের কানায় লেগে বল উইকেটকিপার ও প্রথম স্লিপের মধ্য দিয়ে চলে যায় বাউন্ডারির বাইরে। আইপিএলে এ নিয়ে তৃতীয়বার ইনিংসে ৩ উইকেট পেলেন মোস্তাফিজ।

অধিনায়ক বদলে, দলে ধাক্কা দিয়েও কোনো লাভ হলো না মোস্তাফিজেরই সাবেক দল হায়দরাবাদের। এবারের মৌসুমে দলের পারফরম্যান্স জঘন্য, এতদিন ধরে ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে তাই আজকের ম্যাচের আগে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ফর্ম বাজে থাকায় একাদশ থেকেও বাদ দেওয়া হয় অস্ট্রেলিয়ান ওপেনারকে। সে জায়গায় দলের অধিনায়কত্ব দেওয়া হয় কেইন উইলিয়ামসনকে। কিন্তু লাভ আর হলো কই!

লক্ষ্যটাই এমন যে, ওভারপ্রতি ১১ করে নিতে হবে। দুই ওপেনার মনিশ পান্ডে ও জনি বেয়ারস্টো সে জায়গায় তেড়েফুঁড়ে শুরু করেছিলেন। পাওয়ার প্লে-র ৬ ওভারেই আসে ৫৭ রান। কিন্তু শুরুর জোর বেশিক্ষণ থাকেনি। থাকেনি মোস্তাফিজের কারণেই। সপ্তম ওভারের প্রথম বলেই ফিরিয়ে দেন পান্ডেকে। স্লোয়ার দিয়েছিলেন মোস্তাফিজ। মিডল-লেগ স্টাম্পে থাকা বল ফ্লিক করতে চেয়েছিলেন পান্ডে, কিন্তু স্লোয়ার বুঝতে পারেননি। বোল্ড হয়ে গেলেন।

ক্রিস মরিসও পেয়েছেন ৩ উইকেট।

ক্রিস মরিসও পেয়েছেন ৩ উইকেট। 

ছবি: আইপিএল

ওই ওভারে ৪ রান দেন মোস্তাফিজ। এর আগে ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম বোলিং করতে এসে প্রথম বলেই চার দিলেও সেই ওভারের বাকি ৫ বলে এক লেগবাইসহ দিয়েছিলেন ৩ রান। এরপর ১৫তম ওভারে আবার বোলিংয়ে আসেন মোস্তাফিজ, সে সময়েই হায়দরাবাদের জয়ের সম্ভাবনা কার্যত শূন্য। হাতে ৬ উইকেট থাকলেও ৩৬ বলে তখন ৯৫ রান দরকার হায়দরাবাদের। তারওপর ৮ বল আগেই ফিরে গেছেন উইলিয়ামসন। মোস্তাফিজ এসে হায়দরাবাদকে দিলেন আরেক ধাক্কা।

বিজ্ঞাপন

উইলিয়ামসন আউট হওয়ার পর ক্রিজে এসে প্রথম বলেই চার মেরে শুরু করা মোহাম্মদ নবী পরের ওভারে মারেন দুটি ছক্কা। ১৫তম ওভারে মোস্তাফিজ আসার পর তাঁর প্রথম বলে এক রান নেন কেদার যাদব, স্ট্রাইকে আসেন নবী। শেষবার স্ট্রাইকে আসা তাঁর। ওভারের দ্বিতীয় বলে কাটারে বাজিমাত মোস্তাফিজের। ১২০ কিলোমিটার গতির বলটাতে এক্সট্রা কাভারে ক্যাচ দেন নবী (৫ বলে ১৭ রান)। ওই ওভারে মোস্তাফিজ রান দেন মাত্র ৩টি। এরপর ১৮তম ওভারে এসে ৭ রান দেওয়ার পাশাপাশি তুলে নেন রশিদ খানের উইকেট।

পান্ডে ও বেয়ারস্টোতে শুরুটা ভালোই হয়েছিল হায়দরাবাদের।

পান্ডে ও বেয়ারস্টোতে শুরুটা ভালোই হয়েছিল হায়দরাবাদের। 

ছবি: আইপিএল

হায়দরাবাদ অবশ্য জয়ের সম্ভাবনা সেভাবে খুব একটা জাগাতেই পারেনি। শুরুর ছয় ওভারের পরই তাদের আক্রমণে জোরও তেমন ছিল না। সপ্তম ওভারের প্রথম বলে মোস্তাফিজের বলে পান্ডে (৩১ রান) ফেরার পর অষ্টম ওভারের শেষ বলে ফেরেন আরেক ওপেনার বেয়ারস্টোও (৩০)। এরপর? এমন ম্যাচে জেতার জন্য যেখানে ১৫০-র বেশি স্ট্রাইকরেটের বড় ইনিংস দরকার ছিল দু-একটি, সেখানে হায়দরাবাদের ইনিংসে ২০-এর ঘরই পেরোতে পেরেছেন শুধু কেইন উইলিয়ামসন (২০)। বলার মতো স্ট্রাইকরেট ছিল শুধু নবীর, কিন্তু তাঁর ইনিংস তো স্থায়ী হলো মাত্র ৫ বল, তাতে এল মাত্র ১৭ রান।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা রাজস্থানের হয়ে জস বাটলার করেছেন ৬৪ বলে ১২৪ রান, টি-টোয়েন্টিতে যা তাঁর প্রথম সেঞ্চুরি! তাঁর পাশাপাশি সঞ্জু স্যামসনের ৪৮ রানের সৌজন্যে শেষ ৮ ওভারে ১২০ রান তোলে রাজস্থান।