ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মানবদেহে নাভির কাজ কী?

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৯  

শরীরের নানান সমস্যা দূর করতে আমাদের কতই না ওষুধের সাহায্য নিতে হয়। এ ছাড়াও যারা সুস্থ থাকতে চেষ্টা করেন, তারা যোগ ব্যায়াম, নিয়মিত হাঁটাহাঁটি ইত্যাদি করেই থাকেন। কিন্তু আমরা বেমালুম ভুলে যাই নাভির কথা। অনেকের মনে প্রশ্ন, মানবদেহে নাভির কাজ কী?

নাভি মানব দেহের বহিরাঙ্গের একটি বিশেষ স্থান। মাতৃগর্ভে থাকা কালে মানব ভ্রূণে যে নাড়ির মাধ্যমে মায়ের শরীর থেকে খাদ্য সংবাহিত হয় শিশুর জন্মকালে তা কেটে ফেলা হয়। তারপর একটি প্যাঁচ দিয়ে কাটা মুখ বন্ধ করা হয়।

নাভি দেখে ব্যক্তিত্ব চেনা

নাভির আকৃতি মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু ইঙ্গিত করে থাকে। আমাদের বাহ্যিক আচরণ এবং মানসিক গঠন ও ব্যক্তিত্ব সম্পর্কে নাভি থেকে এমন অনেক ধারনাই পাওয়া সম্ভব।

১. বড় এবং গভীর: নাভির আকৃতি যদি হয় বেশ বড় এবং তা যদি হয় গভীর, তাহলে জেনে নিন আপনি মনের দিক থেকেও অনেকটা উদার।

২. ছোট এবং অগভীর: আপনার নাভির আকৃতি যদি হয় ছোট এবং অগভীর, তাহলে তা আপনার ব্যক্তিত্বের নেগেটিভ দিকটিকেই বেশি চিহ্নিত করে। আপনার চোখে সচরাচর একজন মানুষের মনের নেতিবাচক দিকগুলোই আগে নজরে আসে।

৩. নিম্নাভিমুখী: আপনার নাভির আকৃতি যদি হয় একটু লম্বা বা নিম্নাভিমুখী, তাহলে কিন্তু তা আপনার লো এনার্জি লেভেলকেই ইঙ্গিত করে। অর্থাৎ, আপনার পরিশ্রম করার ক্ষমতা হবে কম।

৪. ওভাল আকৃতি: যদি আপনার নাভি হয় ওভাল শেপের তাহলে আপনি অত্যন্ত সংবেদনশীল একজন মানুষ। আপনি কখনোই কাজ না করে বসে থাকায় পছন্দ করে না এবং সময়ের সদব্যবহার করেন।

৫. চওড়া আকৃতি: আপনার নাভির আকৃতি যদি হয় চওড়া, তাহলে আপনি মানুষকে অত্যন্ত তাড়াতাড়ি এবং গভীরভাবে বিশ্বাস করে ফেলেন।

৬. বহির্মুখী: আপনার নাভি যদি খানিকটা বাইরে বেরিয়ে থাকে, তাহলে আপনি অত্যন্ত একরোখা প্রকৃতির। পাশাপাশি আপনি খুবই অধ্যাবসায়ের সঙ্গে যে কোনো কাজ করেন।

নাভি থেকে সাবধান!

মানুষের শরীরের মধ্যে সবচেয়ে নোংরা জায়গা হলো নাভি। শরীর থেকে ঘাম চুঁয়ে জড়ো হয় আপনার নাভিতে। দিনের পর দিন নাভি গর্ভেই সেই ঘাম শুকায়। ঘামের সঙ্গেই মেশে নোংরা-ধুলো। রয়েছে মরা ত্বক। গায়ে লোশন মাখলেও তা জমে এই নাভিতেই।

মেয়েদের পেটের নাভি সম্পর্কে আশ্চর্যজনক কিছু তথ্য জেনে নিন দ্য বেলি বাটন বায়োডাইভার্সিটি প্রজেক্টে কাজ করতে গিয়ে গবেষকরা এই নাভির মধ্যে ৬৭ রকমের ব্যাক্টিরিয়ার উপস্থিতি টের পেয়েছেন। যা এতদিন আমাদের অজানাই ছিল।

এইসব ব্যাক্টেরিয়া কোনোভাবে শরীরের অভ্যন্তরে প্রবেশের সুযোগ পেলে কী হবে- বুঝতে পারছেন নিশ্চয়! রোগের হাত থেকে বাঁচতে চাইলে নাভি থেকে সাবধান!