ব্রেকিং:
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির ঈদযাত্রা: পঞ্চম দিনের ট্রেন টিকিট বিক্রি শুরু প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাতে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ঈদে মহাসড়কে ৬ দিন বন্ধ থাকবে ট্রাক চলাচল সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়াকে বরণে হাতিয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব: প্রধানমন্ত্রী নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি জলদস্যুর কবলে পড়া নাবিকদের ১১ জনই চট্টগ্রামের রাখাইনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের দ্বারপ্রান্তে আরাকান আর্মি কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন তাহসীন বাহার ভাঙারির দোকান থেকে উদ্ধার হলো ১১ মণ সরকারি বই
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মা-ছেলেকে গাছে বেঁধে নির্যাতন, পরে নির্যাতিতদের নামেই মামলা

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৬ জুন ২০২১  

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা ও ছেলেকে গাছে বেঁধে নির্যাতন করেছে প্রতিপক্ষ। পরে সেই নির্যাতিত মা-ছেলেসহ পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। গণমাধ্যমকে শনিবার (৫ জুন) বিকেলে নির্যাতিত মা বিবি খাদিজা এ কথা জানান।

এ প্রসঙ্গে বিবি খাদিজা বলেন, প্রভাবশালী মো. জাহাঙ্গীর নোয়াখালীর চিফ জুডিশিয়াল ৩ নম্বর আমলি আদালতে গত ৫ মে তাদের বিরুদ্ধে মামলা করেন। এখানে মোট পাঁচজনকে আসামি করা হয়। পরে বিচারক মামলাটি কোম্পানীগঞ্জ থানা পুলিশের ওসিকে এফআইআর হিসেবে রুজু করার নির্দেশ দেন। পরবর্তীতে গত ১০ মে থানায় মামলা রেকর্ড করা হয়। 

থানা সূত্র জানিয়েছে, মামলায় ভুট্টো (৪৯), মো. জাবেদ হোসেন (৫০), মো. বাবলু (২৮), আইয়ুব খান (২০) ও বিবি খাদিজাকে (৩৬) আসামি করা হয়। এই পাঁচজনের মধ্যে বিবি খাদিজা ও আইয়ুব খান নির্যাতিত মা-ছেলে।

বিবি খাদিজা অভিযোগ করে বলেন, আমরা গরীব মানুষ। মো. জাহাঙ্গীর আমাদের অমানুষিক নির্যাতন করার পর এখন আবার মামলা দিয়ে হয়রানি করছে। আমরা ঠিকমতো খেতে পারি না, মামলার খরচ কোথা থেকে জোগাড় করব। তদন্তপূর্বক এ ঘটনার ন্যায়বিচারও দাবি করেন তিনি।

এদিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আদালতের নির্দেশনা মোতাবেক মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ১ মে শনিবার দুপুর ১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ২নং ওয়ার্ডের চরকলমি গ্রামেবর্গা জমির ধান খাওয়ায় সাহাদাত নগরের খাল পাড়ে জাবেদ হোসেনের ছেলে আইয়ুব খান স্থানীয় প্রভাবশালী জাহাঙ্গীরের গরুকে পিটিয়ে তাড়িয়ে দেয়।

এ ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীর, তার ছেলে মাসুদ ও সহযোগী সাইফুল পরবর্তীতে আইয়ুবকে হাত-পা বেঁধে মারধর করেন। তাকে বাঁচাতে মা এগিয়ে গেলে মা-ছেলে উভয়কেই গাছে বেঁধে নির্যাতন করা হয়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।