ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

‘মা, ছুরি দাও আমি নিজেকে মেরে ফেলতে চাই’

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২০  

বয়সের তুলনায় সে দেখতে অনেক ছোট। বয়সের সঙ্গে হয়নি তার দেহের গঠন তাই তাকে বামন বলে মজা করে তার সহপাঠীরা। স্কুলে টিটকিরি অর্থাৎ যাকে আমরা বুলিং বলে জানি সেই বুলিংয়ের স্বীকার হচ্ছে নয় বছরের বালক কাডেন বেইলস। স্কুল থেকে ফেরার পথে তাই গাড়িতে কান্নাজড়িত অবস্থায় তার মাকে বলছে, ‘মা আমাকে ছুরি দাও, আমি নিজেকে মেরে ফেলতে চাই।’

কাডেন বেইলস

কাডেন বেইলস

সম্প্রতি তার সেই কান্নার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তার মা ইয়ারাকা বেইলিস। চিন্তা করে দেখুন তো, একটা নয় বছরের ছেলে কতোটা যন্ত্রণায় পর মরতে চাইতে পারে। সে কতোটাই বা বোঝে? তবে তীক্ত কিছু অভিজ্ঞতার স্বীকার হওয়া এই ছেলেটি এখন মরে যেতে চাইছে কারণ সে বামন।

কাডেন বেইলস

কাডেন বেইলস

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের বাসিন্দা ইয়ারাকা বেইলস। চলতি সপ্তাহেই সমাজের মানুষের মধ্যে বুলিং নিয়ে সচেতনতা বাড়াতে তিনি ফেসবুকে একটি লাইভ ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তিনি জানান তার ছেলে এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছে। তিনি বলেন, বুলিংয়ের ফলাফল এটাই। আপনারা কি দয়া করে আপনার সন্তান, আপনাদের পরিবার এবং আপনাদের বন্ধুদের শিক্ষিত করতে পারেন।

মায়ের সঙ্গে কাডেন

মায়ের সঙ্গে কাডেন

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন অনুমোদিত সেভেন নিউজের তথ্য অনুযায়ী, একজন মায়ের অনুরোধের সেই ভিডিও এখন আন্দোলনে রুপ নিয়েছে। মঙ্গলবার প্রকাশিত সেই ভিডিওটি এখন পর্যন্ত ১৬ মিলিয়ন বার দেখা হয়েছে। বিশ্বজুড়ে ব্যাপক সাড়া পেয়েছে বেইলসের ভিডিওটি।

বেইলসের এই ভিডিওটি নিয়ে টুইটারে একটি ভিডিও বার্তা দিয়েছেন অস্ট্রেলিয়ার অভিনেতা হিউ জ্যাকম্যান। সেখানে তিনি বলেন, যাই হোক তুমি আমার মধ্যে একজন বন্ধু পাবে। তিনি আরো বলেন, কাডেন তুমি নিজেকে যা ভাবো তার থেকে অনেক বেশি সাহসী ও শক্তিশালী তুমি। এছাড়া সবাইকে সচেতন করে তিনি বলেন, বুলিং কখনোই ভালো কিছু নয়। চলুন সবাই দয়া করে একে অন্যের প্রতি সদয় হই।

হিউ জ্যাকম্যানের সেই ভিডিও বার্তার স্ক্রিনশট

হিউ জ্যাকম্যানের সেই ভিডিও বার্তার স্ক্রিনশট

‘গো ফান্ড মি’ নামক একটি ফেসবুক পেজ খুলেছেন মার্কিন কৌতুক অভিনেতা ব্রাড উইলিয়ামস। এরইমধ্যে সেই পেজের মাধ্যমে এক লাখ ৭০ হাজার ডলার অনুদান একত্রিত হয়েছে। সেই টাকা দিয়ে কাডেন ও তার মাকে ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ডে পাঠাতে চান উইলিয়ামস।

কাডেন কে নিয়ে ব্রাড উইলিয়ামসের সেই পেজটি

কাডেন কে নিয়ে ব্রাড উইলিয়ামসের সেই পেজটি

 

উইলিয়ামস বলেন, এটি শুধুমাত্র কাডেনের পক্ষে নয়। এই পদক্ষেপটি এরকম প্রতিটি মানুষের জন্য যারা জীনবনে বুলিংয়ের স্বীকার হয়েছেন, যাদের বলা হয়েছে যে তারা যথেষ্ট ভালো নয়। তিনি আরো বলেন, চলুন সবাই মিলে কাডেন এবং অন্যদের দেখাই যে বিশ্ব এখনো ভালো অনেক কিছু আছে এবং তারা সেগুলোর যোগ্য।