ব্রেকিং:
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির ঈদযাত্রা: পঞ্চম দিনের ট্রেন টিকিট বিক্রি শুরু প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাতে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ঈদে মহাসড়কে ৬ দিন বন্ধ থাকবে ট্রাক চলাচল সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়াকে বরণে হাতিয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব: প্রধানমন্ত্রী নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি জলদস্যুর কবলে পড়া নাবিকদের ১১ জনই চট্টগ্রামের রাখাইনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের দ্বারপ্রান্তে আরাকান আর্মি কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন তাহসীন বাহার ভাঙারির দোকান থেকে উদ্ধার হলো ১১ মণ সরকারি বই
  • বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মহিপালে বায়ু দূষণ নির্ণয়ে মাইক্রো মনিটরিং ষ্টেশন স্থাপন

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯  

ফেনী জেলার বায়ুমান পরিবীক্ষন করতে মাইক্রো মনিটরিং ষ্টেশন স্থাপন করা হয়েছে। ফলে পরিবেশ দূষণের কারণ উদঘাটন করে তরিৎ ব্যবস্থা গ্রহনে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, দেশের বড় শহরগুলোতে উদ্বেগজনক পর্যায়ে বায়ুদূষণ বেড়ে গেছে। যা মানবদেহের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। দেশে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় ঢাকা সহ অন্যান্য শহরগুলোতে অর্থনৈতিক ও উন্নয়ন কর্মকান্ড বাড়ছে। একইসাথে ক্রমবর্ধমান হারে বাড়ছে বায়ুদূষনের মাত্রাও। এ থেকে রক্ষা পেতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের অধিন পরিবেশ অধিদপ্তর দেশের গুরুত্বপূর্ণ ১১টি স্থানে সার্বক্ষনিক বায়ুমান পরিবীক্ষন কেন্দ্র (ক্যামস) স্থাপন করা হয়েছে। এর অংশ হিসেবে মহিপাল সার্কিট হাউজ সড়কের কার্যালয়ের ছাদে এটি স্থাপন করা হয়। ক্লিন এয়ার এন্ড সাসটেইনেবল এনভয়ারনমেন্ট (কেস) শীর্ষক প্রকল্প গ্রহণের আওতায় প্রকল্পটিতে অর্থায়ন করে বিশ্বব্যাংক। যন্ত্রটি দেখভাল করার জন্য ফেনী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ফাইজুল কবিরকে দায়িত্ব দেয়া হয়েছে।
ফেনী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মেজ-বাবুল আলম ফেনীর সময় কে জানান, এ যন্ত্রের মাধ্যমে ফেনী শহরের আলো-বাতাসের বায়ুতে বিদ্যমান বস্তুকনা ও ওজেন সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইডস ও কার্বন মনোক্সাইড এই ৬টি বায়ুদুষক নিয়মিতভাবে পর্যবেক্ষন করা এবং আবহাওয়া সর্ম্পকিত বায়ুর আদ্রতা, বায়ু প্রবাহের গতি ও দিকসহ বিভিন্ন উপাত্ত সংগ্রহ করা সম্ভব হবে।
ফেনীর সময় কে তিনি আরো জানান, প্রাপ্ত উপাত্ত বৈজ্ঞানিক উপায়ে বিশ্লেষণ পুর্বক দৈনিক ভিত্তিতে প্রস্তুত করা হবে । যা পরিবশে অধিদপ্তরের ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করা হবে। ফলে বায়ুদুষণ সর্ম্পকে জনসচেতনাতা বৃদ্বিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। এর ফলে ফেনীর আকাশের বাতাসে আলোতে কোন প্রকার দূষিত পদার্থ থাকলে তা নির্ণয় করা সহজ হবে। যদি মাত্রার চেয়ে বেশি দূষন পাওয়া যায় তা কেন হলো অথবা কোন কারনে পরিবেশ দূষিত হয়েছে তাও নির্ণয় করা সম্বব হবে। পরিবেশ অধিদপ্তরের নিদের্শনা মোতাবেক দূষণের কারন বের করে কমাতে ব্যবস্থা নেয়া হবে।
মো: মেজ-বাবুল আলমের মতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের অন্যান্য সংস্থাসমূহ বায়ুদুষন সম্পকিত স্বাস্থ্য ঝুকি নিরসণের লক্ষে সম্ভাব্য কার্যকরি কর্মপরিকল্পনা প্রণয়নে সময় ক্যামস হতে প্রাপ্ত উপাত্ত ব্যবহার করতে পারবে। এছাড়াও বৈদেশিক বিনিয়োগও এ ধরনের উপাত্ত উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।