ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ভেজাল হলুদ-মরিচের গুঁড়ায় সয়লাব হাতিয়া

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২০  

য় দুবছর ধরে হাতিয়ার হাঁটবাজারগুলোতে ভেজাল হলুদ ও মরিচের গুঁড়া বিক্রি হচ্ছে। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে এ ভেজাল হলুদ ও মরিচের গুঁড়া আমদানি করে বিক্রি করছেন। গোটা হলুদ-মরিচের চেয়ে এগুলোর গুঁড়ার দাম অনেক কম। ক্রেতারা ঐ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া দেদারসে কিন্ছে। হাতিয়ার ৪৫টি হাঁটবাজার ছাড়াও রাস্তার পাশের ছোট দোকানগুলোতেও ভেজাল হলুদ-মরিচের গুঁড়া বিক্রি হচ্ছে । হাতিয়ায় বিভিন্ন হাট-বাজারে গিয়ে ক্রেতা-বিক্রেতাদের সাথে আলাপ করে এ সব তথ্য জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাতিয়ার বিভিন্ন বাজারের একাধিক মুদি ব্যবসায়ী যারা ভেজাল হলুদমরিচের গুঁড়া বিক্রির সাথে জড়িত নয় তারা দেশ রূপান্তরকে জানান ডাল,আটা,আতপ চালের গুঁড়া ও কুঁড়ো,

কাঁওন ধান,বিষাক্ত রং এবং বিভিন্ন রাসায়নিকের মিশ্রনে এ ভেজাল হলুদ ও মরিচের গুঁড়া তৈরি হয়। এসব ভেজাল হলুদ-মরিচে গুঁড়ায় আসল হলুদ বা মরিচের গুঁড়ার পরিমান খুবই কম। সূত্রগুলো আরো জানান প্রতিমাসে হাতিয়ার বিভিন্ন হাটবাজারের অসাধু ব্যবসায়ীরা ৫০ থেকে ২০০ টন ভেজাল হলুদমরিচের গুঁড়া আমদানি করে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছেন।

সরেজমিনে বিভিন্ন বাজারে গিয়ে মুদী দোকানিদের সাথে কথা বলে আরো জানা যায়,হাতিয়ার বিভিন্ন বাজারে প্রতি কেজি হলুদ ১০৫ থেকে ১২০ টাকা এবং হলুদের গুঁড়া প্রতি কেজি ৮৫ থেকে ১৬০ টাকা, মরিচ এক কেজি ২৬০ থেকে ২৮০ টাকা এবং মরিচের গুঁড়া এক কেজি ১১০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। গোটা হলুদ-মরিচ বিক্রি হয় খুবই কম।

তমরদ্দি বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক এক মুদী দোকানি বলেন,আসল হলুদমরিচের গুঁড়ার দাম বেশি হওয়ায় বিক্রি খুবই কম,ভেজাল হলুদমরিচের গুঁড়ার দাম অনেক কম হওয়ায় ক্রেতারা কিনতে আগ্রহী হয়। ক্রেতাদের চাহিদার কারনেই তারা কম দামের ভেজাল হলুদমরিচের গুঁড়া বিক্রি করছেন।একাধিক ক্রেতাকেও কম দামের হলুদমরিচের গুঁড়া কিনতে দেখা গেল।একই বাজারের অপর দুই মুদী দোকানি বলেন দীর্ঘদিন ধরে ভেজাল হলুদমরিচের গুঁড়া বিক্রি হলেও দেখার কেউ নেই।

অনুসন্ধানে আরো জানা যায়,হাতিয়ার মুদী ব্যবসায়ীরা চট্টগ্রামের খাতুনগঞ্জ,ফেনি ও নোয়াখালীর চৌমুহনী থেকে ভেজাল হলুদমরিচের গুঁড়া আমদানি করে। হাতিয়ার তমরদ্দি, হাতিয়া বাজার, বয়ারচর চেয়ারম্যান ঘাট, ধনু মিঞাঁ,মাইজদি,আফাজিয়া,খাসের হাট,ওছখালী,জাহাজমারা,আজিজিয়া, সাগরিয়া,
সিডিএসপি ও নিঝুমদ্বীপ বাজারের প্রায় ২৫ জন অসাধু মুদি ব্যবসায়ী এ ভেজাল হলুদমরিচের গুঁড়ার পাইকারী ব্যবসার সাথে জড়িত।
ভেজাল হলুদমরিচের গুঁড়ার ক্ষতিকর দিক সম্পর্কে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নাজিম উদ্দিন বলেন,অভিযোগ অনুযায়ী বিভিন্ন রাসায়নিক,রং ও নানা অপদ্রব্যের মিশ্রন এ ভেজাল হলুদমরিচের গুঁড়া জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এ ভেজাল হলুদমরিচের গুঁড়া পেটে গেলে পাকস্থলীর ক্যানসার,লিভার ও কিডনির ক্ষতিসহ নানা কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

হাতিয়াূয় ভেজাল হলুদমরিচের গুঁড়া বিক্রি সম্পর্কে আলাপকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ নূর-এ-আলম এ প্রতিনিধিকে বলেন, ভেজাল হলুদমরিচের গুঁড়া বিক্রির বিষয়টি আমি খতিয়ে দেখবো,
অভিযোগের সত্যতা পেলে অবশ্যই সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।