ব্রেকিং:
নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি জলদস্যুর কবলে পড়া নাবিকদের ১১ জনই চট্টগ্রামের রাখাইনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের দ্বারপ্রান্তে আরাকান আর্মি কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন তাহসীন বাহার ভাঙারির দোকান থেকে উদ্ধার হলো ১১ মণ সরকারি বই অবশেষে ন্যাটোর সদস্যপদ পেলো সুইডেন বাজারে নেই নতুন দামের সয়াবিন তেল, দাম বেড়েছে সবকিছুর ভারতে পর্যটককে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৮ কার্গো জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩ চলছে কর্মযজ্ঞ, অক্টোবরে শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু আরব আমিরাত ও যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি গার্ডেন থিয়েটার কুমিল্লার একক নাট্য প্রদর্শনী ১০ রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ ইঞ্জিন বিকল, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রোজায় কমলো অফিসের সময়সূচি গাড়ি তৈরি করবে প্রগতি ইন্ডাস্ট্রিজ: শিল্পমন্ত্রী পরিবেশ রক্ষায় চুক্তি স্বাক্ষরে সম্মত বাংলাদেশ ও সৌদি আরব
  • মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

ভালোবাসার মানুষটি আত্মকেন্দ্রিক হওয়ার পরিণাম...

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৯ মে ২০১৯  

নার্সিসিস্ট পার্সোনালিটি ডিসঅর্ডার বা আত্মকেন্দ্রিকতায় ভোগা লোকজনের সংখ্যা ইদানীং বেড়েই চলেছে। মূলত সর্দি হলে হাঁচলে কেমন লাগে কিংবা জলে পড়তে পড়তে সেলফি তুললে কেমন লাগবে সেই রোগে যারা আক্রান্ত তারাই হল আত্মকেন্দ্রিক। এ ধরণের ব্যক্তিরা নিজের চেয়ে অন্যকে মূল্যায়ন করতে জানেনা। এরা নিজেকেই সবার আগে প্রাধান্য দেয়। মনোবিজ্ঞানীরা বলছেন এরকম মানুষকে নিয়েই নাকি পরবর্তীতে বেশি সমস্যায় পড়তে হয়। যদি আপনার ভালোবাসার মানুষটিও এমন হয় তবে কপালে দুর্ভোগ ছাড়া আর কিছুই নেই। তাই সাবধান হতে আগেই জেনে নিন  লক্ষণগুলো-

প্রেমের প্রথম দিকে খুবই খেয়ালি থাকা
প্রেমের শুরুতে যতটা খেয়ালি ছিলেন এখন তার কিছুই নেই। বরং সবসময় খিচখিচ। কিন্তু যখন প্রেম শুরু করেননি তখন আপনাকে খুশি করতে কত কি না করেছেন। উপহার দেয়া, আপনার পছন্দের রান্না করা, ঘুরতে যাওয়া ইত্যাদি সব কিছু দিয়ে আপনাকে আলাদা মনে করানো ইত্যাদি। যদি এসবের পরিবর্তন আসে তবে বুঝবেন কিছু সমস্যা আছে।

নিজের সম্পর্কে কথা বলতেই বেশি ভালোবাসেন
সবসময় আপনার কাছে তার নিজের কথাই বলেন। নিজের সুবিধা, অসুবিধা। কখনো আপনার কাছে জানতে চাননা আপনি কি খেলেন, কেমন আছেন। ছবি তুললেও যদি নিজেকে দেখতে খারাপ লাগে বা একটু মোটা লাগে তাহলে সেই ছবি কিছুতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে চাননা। এছাড়াও সকলের সামনে আপনাকে অপদস্ত করতে পছন্দ করেন। তাহলে ধরেই নেবেন আপনার ভালোবাসার মানুষটি আত্মকেন্দ্রিক।

সন্দেহ প্রবণতা
যদি অতিরিক্ত সন্দেহ এবং বকাঝকা করেন, তবে বুঝবেন আপনার সঙ্গী পুরোপুরি মানসিক সমস্যায় ভুগছেন।

কথায় কথায় মত বদলান
খেয়াল খুশিতে কাজ করেন। ইচ্ছে হলে যান, নইলে যান না। এছাড়াও আরো নানা সমস্যা তৈরি করেন রাস্তাঘাটে। কখনো না বলে উধাও হয়ে যান। কখনো সকলের সামনে নিজেকে হাসির পাত্র করে তোলেন আবার কখনো সিনেমা দেখতে গিয়েও না দেখে চলে আসেন। খুবই অস্থির স্বভ্বভাবের। এমনটা হওয়াও আত্মকেন্দ্রিকের লক্ষণ।

নিয়ম বানান আবার নিজেই ভাঙেন
নিজে থেকেই নানা নিয়ম গড়েন আবার সেগুলো নিজেই ভাঙ্গেন। এখন একটা নিয়ম করে দু’ঘন্টা যেতে না যেতেই আবার পালটে ফেলা। আবার ঘ্যান ঘ্যান। ঝগড়া হলেই সোশ্যাল মিডিয়ায় ব্লক। কখনো আবার গালাগালি। সব মিলিয়ে তিনি খুবই আত্মকেন্দ্রিক।

এই ধরণের লক্ষণগুলো যদি আপনার ভালোবাসার মানুষটির মধ্যে থাকে তবে আজই সাবধান হন। ভালোবাসার মানুষটি আত্মকেন্দ্রিক হওয়ার পরিণাম খুবই খারাপ হয়। এই সম্পর্ক আপনার ভবিষ্যতের জন্য মোটেও ঠিক নয়। তাই এর থেকে দূরে থাকাই উত্তম।