ব্রেকিং:
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির ঈদযাত্রা: পঞ্চম দিনের ট্রেন টিকিট বিক্রি শুরু প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাতে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ঈদে মহাসড়কে ৬ দিন বন্ধ থাকবে ট্রাক চলাচল সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়াকে বরণে হাতিয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব: প্রধানমন্ত্রী নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি জলদস্যুর কবলে পড়া নাবিকদের ১১ জনই চট্টগ্রামের রাখাইনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের দ্বারপ্রান্তে আরাকান আর্মি কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন তাহসীন বাহার ভাঙারির দোকান থেকে উদ্ধার হলো ১১ মণ সরকারি বই
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

বিতর্কিতদের কমিটিতে না রাখতে তৃণমূলে চিঠি

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৯  

অনুপ্রবেশকারী ও বিতর্কিত কাউকে যেন কোনো কমিটিতে জায়গা দেয়া না হয় সে ব্যাপারে জেলা-উপজেলা নেতাদের সতর্ক করে চিঠি পাঠানো শুরু করেছে আওয়ামী লীগ। চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে শনিবার থেকে তৃণমূলে এই চিঠি পাঠানো শুরু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক শীর্ষ নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজারবাইজান যাওয়ার আগে তৃণমূলে সম্মেলন করে নতুন কমিটিতে বিতর্কিতদের না রাখার বিষয়ে দিক নির্দেশনা দিয়ে যান। ওইদিনই ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের নেতাদের নিয়ে বৈঠক করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে তৃণমূলে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়। পরে ওবায়দুল কাদের স্বাক্ষরিত ওই চিঠি বিভিন্ন জেলা-উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদকের ঠিকানা বরাবর পাঠানো হয়। 

এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ডেইলি বাংলাদেশকে বলেন, এবার কাউন্সিলে অনুপ্রবেশকারীরা যেন কমিটিতে জায়গা না পায় সেজন্য তৃণমূলে এরইমধ্যে চিঠি পাঠানো শুরু হয়েছে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের মেয়াদ উত্তীর্ণ সব কমিটির সম্মেলন করার নির্দেশ দেয়া হয়েছে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনার পরই মাঠে নামে দলের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত যুগ্ম ও সাংগঠনিক সম্পাদকরা। এরইমধ্যে শনিবার ফেনী জেলা সম্মেলন করা হয়েছে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ডেইলি বাংলাদেশকে বলেন, নেত্রীর নির্দেশনা অনুযায়ী তৃণমূলের কমিটি করা শুরু করেছি। যারা দুঃসময়ে সময়ে দলের জন্য কাজ করেছে সেই ত্যাগীদেরই কমিটিতে আনা হবে। অন্য কারো আসার সুযোগ নেই।

জানা গেছে, মেয়াদোত্তীর্ণ বাকি সাংগঠনিক জেলাগুলোর মধ্যে ১৫ নভেম্বর কুমিল্লা উত্তর জেলা, ৩০ নভেম্বর চট্টগ্রাম উত্তর জেলা, ১ ডিসেম্বর বরগুনা, ২ ডিসেম্বর পটুয়াখালী, ৩ ডিসেম্বর পিরোজপুর, ৫ ডিসেম্বর সিলেট জেলা, ৭ ডিসেম্বর বগুড়া জেলা ও বরিশাল জেলা, ৮ ডিসেম্বর বরিশাল মহানগর আওয়ামী লীগের সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়েছে। অন্যগুলোর তারিখও খুব শিগগিরই চূড়ান্ত করা হবে।