ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

‘বাহুবলী’র কারণেই চাঁদে পা ছোঁয়াবে ভারত!

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৩ জুন ২০১৯  

মহাকাশ নিয়ে মানুষের আগ্রহের কোন কমতি নেই। আর এই মহাকাশের একটি গ্রহ হলো চাঁদ। আর এটিই যেন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। ১৯৬৯ সালের জুলাইয়ের ২০ তারিখ নিল আর্মস্টনের চন্দ্র অভিযানের পরে মানুষ মনে কৌতুহল যেন আরো বেড়ে যায়। অনেকের মাঝেই সেই অভিযান নিয়ে শুরু হয় বিতর্ক। এরপর আরো অনেক অভিযান পরিচালিত হলেও সেটি তেমন করে অভিযান পরিচালক থেকে শুরু করে অডিয়েন্সের মনে দোলা দিতে পারে নি। 

এবার মানুষকে চাঁদ নিয়ে বিষদ জ্ঞান দিতে আবারো অভিযান পরিচালনা করছে ভারত। 

সময়টা ২০০৮ সালের ২২ সেপ্টেম্বর। ‘চন্দ্রযান-১’ নিয়ে চাঁদে পাড়ি জমিয়েছিলো ভারত। তবে সেবার চাঁদের মাটিকে স্পর্শ করতে পারেন নি বরং তার বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়িয়েছে চন্দ্রযানটি। এর ১১ বছর পর ১৫ জুলাই রওনা হচ্ছে চন্দ্রযান-২। আর এটি স্পর্শ করতে চাঁদের মাটি। যে মাটিতে আজ পর্যন্ত কোন চন্দ্রযানই পৌঁছাতে পারে নি।

এই অভিযান পরিচালনা করছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। ইসরো চেয়ারম্যান কে শিবন বুধবার ‘চন্দ্রযান-২’ এর লঞ্চিং তারিখ ঘোষণা করলেন। জুলাইয়ের ১৫ তারিখ ভোর ২টা ৫১ মিনিটে রওনা দেবে চন্দ্রযানটি। সেপ্টেম্বরের ৬ বা ৭ তারিখ তার দু’টি অংশ নামবে চাঁদের দক্ষিণ মেরুর কাছে, ৭০ ডিগ্রি অক্ষাংশে।

 

 

বুধবার চন্দ্রযান-২-এর ছবিও প্রকাশ্যে এনেছে ইসরো। এটির তিনটি অংশ। এক, অরবিটার, যা চাঁদকে প্রদক্ষিণ করবে। দুই, ল্যান্ডার ‘বিক্রম’, যা চাঁদে দক্ষিণ মেরুর কাছে নামবে। তিন রোভার ‘প্রজ্ঞান’, যা চাঁদের মাটিতে ঘুরে জ্ঞান আহরণ করবে, বিশেষ করে চাঁদের খনিজ সম্পর্কে।

 

রোভার ‘প্রজ্ঞান’

রোভার ‘প্রজ্ঞান’

আর এমন কাজের জন্য যানটি ১৩টি অনুসন্ধানী যন্ত্র (পে-লোড) নিয়ে যাবে। অরবিটারের পে-লোড ৮টি, বিক্রমের ৩টি ও প্রজ্ঞানের ২টি। যার একটি হলো আামেরিকা স্পেস সংস্থা নাসার। পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি চন্দ্রযান-২ হলেও গভীর মহাকাশে এটির যাত্রাপথে দিক ও পথনির্দেশ কিন্তু নাসারই ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ইসরোর চেয়ারম্যান।

সব মিলিয়ে চন্দ্রযান-২-এর ওজন ৩.৮ টন এবং এটি বানাতে খরচ পড়েছে ৬০৩ কোটি টাকা। একে চাঁদের কক্ষপথে যে জিএসএলভি এমকে-থ্রি রকেট নিয়ে যাবে তার নাম দেয়া হয়েছে ‘বাহুবলী’। এটির জন্য খরচ পড়ছে ৩৭৫ কোটি টাকা। প্রায় ৬২০টি শিল্পসংস্থা ও ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের অবদান রয়েছে চন্দ্রযান এবং রকেট দু’টি তৈরির পিছনে।

বাহুবলীতে চেপে পাঁচ দিনে সাড়ে তিন লাখ কিলোমিটার পথ পেরিয়ে চন্দ্রযান-২ পৌঁছবে চাঁদের কাছে। এরপর উপযুক্ত কক্ষপথ বেছে নেমে যাবে চাঁদের বুকে। এরপরেই সেটি চাঁদকে মানুষের কাছে আরো বেশি পরিচিত করতে শুরু করবে বিভিন্ন তথ্য সংগ্রহের।