ব্রেকিং:
৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা ২১ বছর ধরে ভেঙে পড়ে আছে সেতু, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ শিক্ষামন্ত্রীর উন্নয়নমূলক কাজের উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা মোহনপুরে নৌ-পুলিশের অভিযানে ১৩ জেলে আটক ১০০ পিস ইয়াবাসহ আটক ২ পূজা নিয়ে এমপি বাহারের বক্তব্য ব্যক্তিগত: স্বরাষ্ট্রমন্ত্রী এমপি বাহারের বক্তব্য প্রধানমন্ত্রী দেখছেন গভীর উদ্বেগের সঙ্গে মেঘনায় মিলল নিখোঁজ জেলের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্টের অ্যাডহক কমিটি গঠন
  • বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

বাংলাদেশের সঙ্গে ছাত্র-শিক্ষক বিনিময়ে সম্মত মদিনা বিশ্ববিদ্যালয়

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০  

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ছাত্র ও শিক্ষক বিনিময়ের লক্ষ্যে এক সমঝোতা প্রস্তাবে সম্মত হয়েছেন মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টর ডক্টর হোসাইন আল আবদালি।

সোমবার সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্ মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ছাত্র ও শিক্ষক বিনিময়ের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দিলে তিনি সম্মতি জানান।

রাষ্ট্রদূত বাংলাদেশি ছাত্রদের জন্য বৃত্তি বাড়ানোয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ভাবে বিখ্যাত ও উচ্চ-মানসম্পন্ন উল্লেখ করে তিনি এ বিশ্ববিদ্যালয়ে আরো বেশি বাংলাদেশি ছাত্রদের পড়াশোনা করার সুযোগের অনুরোধ জানান। 

বাংলাদেশি শিক্ষার্থীরা পড়াশোনায় অত্যন্ত ভালো উল্লেখ করে ভাইস রেক্টর বলেন, পড়াশোনা পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায়ও তারা ভালো করছে।

মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে এরইমধ্যে ৬৯৩ জন বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়ন করেছেন এবং ২০৬ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বলেও জানান তিনি।

রাষ্ট্রদূত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন ইসলামিক কবিতা, গান, হামদ, নাথ আরবিতে অনুবাদ করে গবেষণার প্রস্তাব দেন। গোলাম মসীহ তার এ প্রস্তাবে আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক অত্যন্ত চমৎকার উল্লেখ করে তিনি আগামী দিনে এ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন এবং রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (প্রস) মো. ফখরুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।