ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বঙ্গবন্ধুর রক্ত জনগণের সঙ্গে বেইমানি করতে জানে না-তন্ময়

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮  

সন্ত্রাস-দুর্নীতি, চাঁদাবাজ, দখলবাজ ও মাদকমুক্ত বাগেরহাট গড়ার প্রতিশ্রুতি দিলেন বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলালের ছেলে শেখ সারহান নাসের তন্ময়।

বৃহস্পতিবার বিকেলে ঐতিহাসিক খানজাহান আলী কলেজ মাঠে বাগেরহাট জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় এ প্রতিশ্রুতি দেন তিনি।

শেখ সারহান নাসের তন্ময় বলেন, ২০০১ সালের পর বাগেরহাটে কি ঘটেছিল তা আপনারা ভালো জানেন। দেশের অন্য স্থানের চেয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মী এই জনপদকে বিভীষিকাময় করে তুলেছিল। নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করেছেন। সেই অবস্থা থেকে বাগেরহাটের মানুষ আজ মুক্তি পেয়েছে। আওয়ামী লীগের বিগত ১০ বছরে বাগেরহাটে প্রভূত উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। আমার পরিবার বঙ্গবন্ধুর পরিবার। এই পরিবারের রক্ত আমার শরীরে বহমান। এই রক্ত জনগণের সঙ্গে বেইমানি করতে জানে না।

শেখ তন্ময় বলেন, আপনাদের ভালোবাসা আমার বড় পাওয়া। আমার বয়স মাত্র ৩৩ বছর। আমি এখানে নেতৃত্ব দিতে আসিনি, নেতা হতে আসিনি, এসেছি আপনাদের সেবা করতে। আপনাদের কাছে একটাই চাওয়া, আমাকে সেবা করার সুযোগ দিন।

জনসভার প্রধান অতিথি বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের নৌকার প্রার্থী শেখ হেলাল উদ্দীন বলেন, দেশ ও দক্ষিণাঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। আজ পদ্মা সেতু দৃশ্যমান, মংলা বন্দর কর্মচঞ্চল। উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষা করতে বাগেরহাটের ৪টি আসন শেখ হাসিনাকে উপহার দিতে হবে।

নৌকার প্রার্থী শেখ তন্ময়ের স্ত্রী শেখ ইফরা জনসভায় শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে বলেন, ও খুব ভালো মানুষ। আর ভালো মানুষ কখনো খারাপ কাজ করতে পারে না। খারাপ মানুষ দিয়ে কখনো ভালো কাজ হয় না। আমি তন্ময়ের জন্য আপনাদের কাছে ভোট চাই।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- মীর শওকত আলী বাদশা এমপি, মহিলা এমপি হেপি বড়াল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান প্রমুখ।