ব্রেকিং:
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির ঈদযাত্রা: পঞ্চম দিনের ট্রেন টিকিট বিক্রি শুরু প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাতে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ঈদে মহাসড়কে ৬ দিন বন্ধ থাকবে ট্রাক চলাচল সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়াকে বরণে হাতিয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব: প্রধানমন্ত্রী নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি জলদস্যুর কবলে পড়া নাবিকদের ১১ জনই চট্টগ্রামের রাখাইনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের দ্বারপ্রান্তে আরাকান আর্মি কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন তাহসীন বাহার ভাঙারির দোকান থেকে উদ্ধার হলো ১১ মণ সরকারি বই
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ফোন দিয়ে অনলাইনে ট্রেনের টিকেট কাটার পদ্ধতি

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০  

করোনাপরবর্তী সময়ে পুনরায় ট্রেন চলাচল শুরুর পর নতুন একটি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যাত্রীরা। এতদিন অনলাইনের পাশাপাশি কাউন্টারে টিকেট দেয়া হলেও করোনার এই সময়ে শতভাগ টিকেট অনলাইনে দেয়া হচ্ছে। সঠিকভাবে টিকেট কাটার নিয়ম না জানায় অনেকেই অনলাইনে ট্রেনের টিকেট কাটতে ব্যর্থ হচ্ছেন। 

মূলত দুইভাবে ট্রেনের অনলাইন টিকেট কাঁটা যায়। একটি সিএনএসবিডির ওয়েবসাইট থেকে, অপরটি ফোনে অ্যাপের মাধ্যমে। প্রথম পর্বে মোবাইল ফোনে অ্যাপ থেকে টিকেট কাটার বিস্তারিত পদ্ধতি তুলে ধরা হল। 

ফোন থেকে অনলাইনে টিকেট কাটতে হলে প্রথমেই আপনাকে গুগল প্লে স্টোর থেকে রেলসেবা অ্যাপটি নামাতে হবে।

 

রেলসেবা অ্যাপ

রেলসেবা অ্যাপ

এরপর জাতীয় পরিচয়পত্র ও ফোন নম্বর দিয়ে সাইন আপ তথা রেজিস্ট্রেশন করতে হবে। 

 

লগ ইন করার সময় ফোন নম্বর ও পাসওয়ার্ড দিতে হবে

লগ ইন করার সময় ফোন নম্বর ও পাসওয়ার্ড দিতে হবে

রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি রেলসেবা অ্যাপে লগ ইন করতে পারবেন। লগ ইন করলে প্রথমে অ্যাপের হোমপেজ দেখা যাবে। সেখানে ‘পারচেজ’ ও ইনফরমেশন দুটি ভাগ থেকেই ট্রেনের টিকেট কাটা যাবে। 

 

শুরুতেই পারচেজ ও ইনফরমেশন অপশন রয়েছে, এখান থেকে টিকেট কাটা যাবে

শুরুতেই পারচেজ ও ইনফরমেশন অপশন রয়েছে, এখান থেকে টিকেট কাটা যাবে

পারচেজ অপশনে ক্লিক করলে আপনারা নিচের ছবির মতো পেজ পাবেন। সেখানে ফ্রম স্টেশন অপশনে যেখান থেকে যাত্রা করবেন ও টু স্টেশন অপশনে গন্তব্যস্থল স্টেশনের নাম লিখবেন। আপনি নাম লেখার সময়েই স্টেশনের নামের সাজেশন পাবেন যা কাজকে আরো সহজ করে তুলবে। 

 

এখানে যাত্রা শুরুর স্টেশন, গন্তব্য স্টেশন ও যাত্রার তারিখ দিতে হবে

এখানে যাত্রা শুরুর স্টেশন, গন্তব্য স্টেশন ও যাত্রার তারিখ দিতে হবে

দুই স্টেশন সিলেক্ট হয়ে গেলে যাত্রার তারিখ সিলেক্ট করবেন। বর্তমানে পাঁচ দিন পরের পর্যন্ত অগ্রিম টিকেট দেয়া হচ্ছে, ফলে আপনি টিকেট কাটার দিন থেকে সর্বোচ্চ পাঁচ দিন পরের টিকেট কাটতে পারবেন।

 

এখন পাঁচ দিন পরের পর্যন্ত অগ্রিম টিকেট কাটা যায়

এখন পাঁচ দিন পরের পর্যন্ত অগ্রিম টিকেট কাটা যায়

এই তিনটি অংশ পূরণ হলে ‘সার্চ ট্রেন’ অপশনে ক্লিক করলে আপনার গন্তব্যের রুটে সেদিন কী কী ট্রেন চলবে সবগুলো দেখতে পারবেন। 

 

ঢাকা-সান্তাহার রুটে নির্দিষ্ট তারিখে কোন ট্রেন কখন চলবে তার তালিকা

ঢাকা-সান্তাহার রুটে নির্দিষ্ট তারিখে কোন ট্রেন কখন চলবে তার তালিকা

প্রতিটি ট্রেনের নামের নিচে গন্তব্যস্থল ও ছাড়ার সময় উল্লেখ করা থাকে। এর পর ক্লাস তথা কোন শ্রেণীতে ভ্রমণ করতে চান সেটি সিলেক্ট করতে হবে।

 

ক্লাস অপশনে ক্লিক করলে বিভিন্ন শ্রেণি দেখা যাবে

ক্লাস অপশনে ক্লিক করলে বিভিন্ন শ্রেণি দেখা যাবে

ট্রেনে বর্তমানে একটি আইডি থেকে একবারে সর্বোচ্চ চারটি টিকিট কাটা যায়। শ্রেণি নির্বাচনের নিচেই থাকছে সেই অপশন। সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত টিকেট সংখ্যা সিলেক্ট করে নিন। 

 

এখন এক আইডি থেকে সর্বোচ্চ চারটি টিকেট কাটা যায়

এখন এক আইডি থেকে সর্বোচ্চ চারটি টিকেট কাটা যায়

এরপর এনি সিট অথবা সিলেক্ট সিট অপশনে ক্লিক করুন। এনি সিটে ক্লিক করলে রেলওয়ের সার্ভার অ্যালগরিদমের মাধ্যমে আপনাকে সিট নির্ধারণ করে দেবে। অন্যদিকে সিলেক্ট সিটে আপনি কোন সিটে বসতে চান তা নিজেই নির্ধারণ করতে পারবেন। 

 

পেমেন্ট অপশন

পেমেন্ট অপশন

সবকিছু হয়ে গেলে পে নাউ অপশনে গিয়ে ক্লিক করলে টিকেটের মূল্য পরিশোধের ছয়টি ভাগ সামনে আসবে। এগুলো হচ্ছে ভিসা, মাস্টারকার্ড, অ্যামেক্স কার্ড, বিকাশ, রকেট ও নেক্সাস কার্ড। যেকোনো একটি অপশনে গিয়ে অর্থ পরিশোধ করলেই আপনার টিকেট ক্রয় সম্পন্ন হবে। 

আপনার সিট ও বগি নাম্বারসহ বিস্তারিত তথ্যের ই-টিকেট কিছুক্ষণের মাঝেই হিস্টোরি অপশনের আপকামিং জার্নি ও আপনার প্রদত্ত জিমেইলে পাঠানো হয়।

 

জার্নি হিস্টোরি বিভাগের বিভিন্ন অংশ

জার্নি হিস্টোরি বিভাগের বিভিন্ন অংশ

পারচেজ ছাড়া ইনফরমেশন অপশনে ক্লিক করেও টিকেট কাটা যাবে। সেক্ষেত্রে অতিরিক্ত সুবিধা হিসেবে সেই রুটের নির্ধারিত দিনের ট্রেনগুলোর শর্টলিস্ট দেখে রুট, টিকেটের মূল্য, নির্দিষ্ট দিনে সেই ট্রেনে কয়টি সিট ফাঁকা আছে ও সবশেষে পারচেজ টিকেট অপশন রয়েছে। 

 

ইনফরমেশন অপশনের বিভিন্ন আইকন

ইনফরমেশন অপশনের বিভিন্ন আইকন

স্টেশন থেকে এই কপি দেখিয়ে টিকেট প্রিন্ট করে নিয়ে সহজেই আপনি যাত্রা করতে পারবেন। তবে বর্তমান নিয়ম অনুযায়ী সঙ্গে জাতীয় পরিচয়পত্র রাখতে ভুলবেন না।