ব্রেকিং:
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির ঈদযাত্রা: পঞ্চম দিনের ট্রেন টিকিট বিক্রি শুরু প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাতে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ঈদে মহাসড়কে ৬ দিন বন্ধ থাকবে ট্রাক চলাচল সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়াকে বরণে হাতিয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব: প্রধানমন্ত্রী নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি জলদস্যুর কবলে পড়া নাবিকদের ১১ জনই চট্টগ্রামের রাখাইনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের দ্বারপ্রান্তে আরাকান আর্মি কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন তাহসীন বাহার ভাঙারির দোকান থেকে উদ্ধার হলো ১১ মণ সরকারি বই
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

প্রেম করতে মমতার বিশাল ছাড়!

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৫ মে ২০১৯  

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা-সভানেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বিয়ের আমন্ত্রণপত্রে মুসলিম নাম লিখতে লজ্জা পেলে আমার নামে করে দেবেন। 

মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার টালিগঞ্জ ফাঁড়ি এলাকায় একটি নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে মমতা বলেন, ‘আমার কাছে একদিন খুব পরিচিত এসে বলল মনটা খুব খারাপ। আমি বললাম কি হয়েছে? সে বলল আর বলবেন না, আমার মাইয়াটা বাংলাদেশের একটা মুসলিম ছেলের সঙ্গে প্রেম করছে। আমার পরিবার পরিজনেরা তো খুব গালি দিতেছে। আমি কি করি বলুন তো, আমি ধর্ম সংকটে পইড়া গেছি। 

আমি তাকে বললাম, ওরা দুইজনে কোথায় দেখা হয়েছিল? সে বলল লন্ডনে পড়তে গিয়েছিল, দুইজনের দেখা হয়েছিল এবং তাদের মধ্যে প্রেম হয়। আমি তাকে বলেছিলাম ছেড়ে দিন না, ওরা যা ভাল বুঝবে তাই করবে। আপনার এ ব্যাপারে মাথা খারাপ করার কি দরকার? আর যদি মনে করেন যে আমন্ত্রণপত্রে এটা লিখতে লজ্জা পাচ্ছেন, তবে আমন্ত্রণপত্র আমার নামে করে দেবেন।’ 

এ সময় সভায় জনগণের উদ্দেশ্যে মমতা বলেন, আপনারা যদি ওই ভদ্রলোকের নাম জিজ্ঞাসা করেন, আমি বলবো আমাদের মন্টুদা।  জাত-পাত, ধর্ম নিয়ে বিজেপিকে খোঁচা দিতে গিয়ে নিজের এই পরিচিত ব্যক্তির উদাহরণ তুলে ধরেন মমতা। 

মমতা আরো বলেন, দেখুন আমি খুব লিবারেল (স্বাধীন)। একটা অল্পবয়সী ছেলে কো-এডুকেশন স্কুলে পড়ে, কো-এডুকেশন কলেজে পড়ে। এক সঙ্গে বিভিন্ন জায়গায় কাজ করে। একটা ছেলে-মেয়ে যদি গল্প করে, এক সঙ্গে বেড়াতে যায়-সেটাতে আমি খারাপ দেখি না। মনটা ভাল থাকলে সবটাই ভাল থাকে। বরং আমি নব প্রজন্মের এই যে অ্যাটিটিউড বা স্বাধীনভাবে মেলামেশা-এটাকে আমি পছন্দ করি। 

তিনি আরো বলেন, আমাকে আপনারা অনেকে বলতে পারেন আপনি কি এতটা নমনীয়? আমি বলবো হ্যাঁ, আমি এতটাই নমনীয়। আপনারা হয়তো জানেন না যে আমি একসময় বাড়ির বউদের বলতাম যে, তোমরা যদি মনে করো কারো সঙ্গে প্রেম করবে, করতে পারো। আমার তোমাদের অনুমতি দেয়া থাকলো। কারণ আমাদের যতগুলো বিয়ে হয়েছে-তার একটাও দেখে করিনি। তার কারণ হচ্ছে আমার মা কখনও বাধা দেয়নি। যে যেটা পছন্দ করেছে, ঠিক করেছে-সেটা তার মতো করতে দেয়া উচিত।