ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

নোয়াখালীতে সড়কে চাঁদাবাজি প্রশাসনের অভিযান

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৯  

নোয়াখালীর সোনাপুর থেকে চৌমুহনী পর্যন্ত প্রতিদিন ৫০ টাকা হারে চাঁদা আদায় করে মাসে ২ কোটি ৪০ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চাঁদাবাজরা। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলের দিকে ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০ চাঁদা আদায়কারীকে গ্রেফতার করছে। তাদের বিরুদ্ধে নোয়াখালীর সদর থানায় চাঁদাবাজির মামলা করা হয়েছে।  
জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি কামরুজ্জামান শিকদার জানান, পুলিশ সুপার আলমগীর হোসেনের নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে বেগমগঞ্জ ও সদরের বিভিন্ন স্থান থেকে সিএনজি-অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে অবৈধভাবে আদায় করা নগদ টাকা, অবৈধ চাঁদার রশিদ (যাতে কোন সীল বা স্বাক্ষর নেই) জব্দ করা হয়েছে।
গ্রেফতার হওয়া আবদুর রহিম জানান, নেতাদের নির্দেশে সোনাপুর স্ট্যান্ড, মাইজদি ইসলামিয়া সড়ক মোড়, সুধারাম থানার সামনে, মাইজদী বাজার, বেগমগঞ্জ চৌরাস্তায় প্রতি সিএনজি অটোরিকশা থেকে ১০ টাকা করে আদায় করছে এবং রাতেই নেতাদের কাছে রশিদ হিসাব করে টাকা বুঝিয়ে দিলে তারা ৩০০-৪০০ টাকা করে বেতন পান।
রহিম আরো জানান, এটা ছাড়াও রাস্তায় ৩ থেকে ৪ ভাবে চাঁদা আদায় করা হয়। পৌর টোল, শ্রমিক কল্যাণ তহবিল, মালিক কল্যাণ তহবিল, হাইওয়ে পুলিশের চাঁদা ও বীট চাঁদা।
অনুসন্ধানে দেখা গেছে, নোয়াখালীর সোনাপুর থেকে বেগমগঞ্জ চৌরাস্তা হয়ে চৌমুহনীর করিমপুর সড়ক এবং পূর্ব বাজার পর্যন্ত ৫টি পয়েন্টে ১০ টাকা করে হিসেব করলে এ ১৬ হাজার সিএনজি থেকে প্রতিদিন ৮ লাখ টাকা চাঁদা উঠে। মাসে এ চাঁদার টাকার পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৪০ লাখ টাকা।
ডিবির হাতে গ্রেফতারকৃত নাম প্রকাশে অনিচ্ছুক এক চাঁদা আদায়কারী জানায়, সোনাপুর, চৌমুহনী, মাইজদী বাজার এবং সুধারাম থানার সামনে থেকে আদায়কৃত টাকা রাতে ওই স্পটের নেতাদের হাতে তুলে দেওয়া হয়। আদায়কারীদের নির্ধারিত বেতন ধরিয়ে দিয়ে নেতারা লাখ লাখ টাকা খায়।
তিনি আরো জানায়, এ চাঁদা তুলে নেতারা কোটিপতি হলেও তারা ডাল-ভাত খেয়ে বাঁচতে কষ্ট হয়। নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন এসব চাঁদাবাজির খবরের সত্যতা স্বীকার করে বলেন, তিনি সব খোঁজ খবর নিয়েই ডিবিকে অভিযানে পাঠিয়েছেন। এ অভিযান অব্যাহত থাকবে। তবে পৌরসভার টার্মিনাল থাকলে টার্মিনালের ভিতর থেকে তারা পৌর টোল আদায় করতে পারবে কিন্তু সড়কে যানবাহন থেকে কোন চাঁদায় আদায় করতে দেয়া হবে না।