ব্রেকিং:
পুকুর থেকে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার বাংলাদেশি জিনাতের সোনা জয় দক্ষিণ আফ্রিকার বক্সিংয়ে নিয়মিত দ্বিগুন মাত্রার শব্দে দূষণের শিকার কুমিল্লা নগরী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধ-র্ষ-ণে-র অভিযোগ দেশের যত অপরাধ তার সবই করে বিএনপি: প্রধানমন্ত্রী শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা বিশেষ কায়দায় ৪০ কেজি গাঁজা পাচার দুদিনব্যাপী পুষ্টি ও খাদ্য প্রযুক্তিভিত্তিক কৃষক প্রশিক্ষণ ৪ মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর দুর্গাপূজা: দেশজুড়ে মণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি ১৫ বছরে ধানের ৮০ নতুন জাত ঢাকা-না’গঞ্জ লিঙ্ক রোড ছয় লেন হচ্ছে চাপে থাকা অর্থনীতিতে স্বস্তির আভাস ফিলিস্তিনের জন্য বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক আশুলিয়া এক্সপ্রেসওয়ে দৃশ্যমান হচ্ছে আজ বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী হামানকর্দ্দির কামাল গাজীকে আসামী করে সদর মডেল থানায় মামলা টিকটকে প্রেমের পর বিয়ে, ৩ বছরের মাথায় তরুণীর আত্মহত্যা লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন : প্রতীক পেলেন প্রার্থীরা
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

নোয়াখালীতে প্রস্তুত হলো রোহিঙ্গা শিবির

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৯  

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জন্য নোয়াখালীর ভাসানচরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টিকারী বাংলাদেশ এখন তাদের নিরাপদ আবাসনের ব্যবস্থা করতে যাচ্ছে।

এরই অংশ হিসেবে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে এক লাখ রোহিঙ্গাকে আবাসন সুবিধা দেয়া হবে। ‘হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের ভাসানচরে এক লাখ রোহিঙ্গার আবাসন এবং দ্বীপের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ’ শীর্ষক আশ্রয়ণ-৩ প্রকল্প গ্রহণ করা হয়েছে।

এ প্রকল্পের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে এবং নির্দিষ্ট সময়ের আগে এর বাস্তবায়ন কাজ শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নৌবাহিনীর বাস্তবায়নাধীন প্রকল্পটির অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এছাড়া বাঁধ উঁচুকরণসহ অন্য কার্যক্রমের জন্য নতুন প্রকল্প না নিয়ে চলমান প্রকল্পটির প্রথম সংশোধনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১৬ জানুয়ারি অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভায় এসব বিষয় তুলে ধরা হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ৩ ফেব্রুয়ারি সভার কার্যবিবরণী জারি করা হয়।

সম্প্রতি সরেজমিন ভাসানচর পরিদর্শন করে আসা বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) ভারপ্রাপ্ত সচিব আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ জানান, আমাদের অনেক প্রকল্পই সময় মতো বাস্তবায়ন হয় না।

সেখানে এ প্রকল্পটি নিদিষ্ট সময়ের আগেই শেষ হবে। রোহিঙ্গারা এখনই সেখানে থাকতে পারবেন। স্টিয়ারিং কমিটির সভায় বাস্তবায়নকারী সংস্থার প্রশংসা করা হয়েছে। সভায় অংশ নেয়া এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, স্টিয়ারিং কমিটির সভায় ভিডিওচিত্রে প্রকল্পের অগ্রগতি দেখানো হয়। জুনের মধ্যেই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে প্রকল্পের অগ্রগতি প্রশংসনীয়।

এ প্রকল্পের আওতায় ভূমি উন্নয়ন ও শোর প্রোটেকশন ওয়ার্ক, বাঁধ নির্মাণ, এক লাখ তিন হাজার ২০০ জনের বসবাসের জন্য ১২০টি গুচ্ছগ্রামে এক হাজার ৪৪০টি ব্যারাক হাউস ও ১২০টি শেল্টার স্টেশন নির্মাণ, উপাসনালয় নির্মাণ, দ্বীপটির নিরাপত্তার জন্য নৌবাহিনীর অফিস ভবন ও বাসভবন, অভ্যন্তরীণ সড়ক, পানি নিষ্কাশন অবকাঠামো, নলকূপ ও পানি সরবরাহ অবকাঠামো নির্মাণ, পেরিমিটার ফেন্সিং ও ওয়াচ টাওয়ার নির্মাণ, বিভিন্ন যানবাহন ক্রয়, গুদামঘর, জ্বালানি ট্যাঙ্ক, হেলিপ্যাড, চ্যানেল মার্কিং ও মুরিং বয়, বোট ল্যান্ডিং সাইট, মোবাইল টাওয়ার, রাডার স্টেশন, সিসি টিভি, সোলার প্যানেল, জেনারেটর ও বৈদ্যুতিক সাবস্টেশন ইত্যাদি নির্মাণ করা হচ্ছে।