ব্রেকিং:
ভারতের কাছে পাঁচটি খাদ্যপণ্যের নিশ্চিত সরবরাহ চায় বাংলাদেশ এপ্রিলে বাংলাদেশে আসছেন কাতারের আমির ঈদযাত্রা: পঞ্চম দিনের ট্রেন টিকিট বিক্রি শুরু প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাতে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব: রাষ্ট্রপতি ঈদে মহাসড়কে ৬ দিন বন্ধ থাকবে ট্রাক চলাচল সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়াকে বরণে হাতিয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি ‘ইফতার পার্টিতে আল্লাহর নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত গায়’ গাজায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত রাফাহতে ইসরায়েলের হামলার ব্যাপারে বাইডেনের আপত্তি আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব: প্রধানমন্ত্রী নির্বাচনে জয়লাভের পর পরমাণু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি দিলেন পুতিন বাংলাদেশকে ২০ টন খেজুর উপহার দিল সৌদি আরব জিম্মি জাহাজের ৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে বেতন নেবেন না পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট জারদারি জলদস্যুর কবলে পড়া নাবিকদের ১১ জনই চট্টগ্রামের রাখাইনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের দ্বারপ্রান্তে আরাকান আর্মি কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন তাহসীন বাহার ভাঙারির দোকান থেকে উদ্ধার হলো ১১ মণ সরকারি বই
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

নোয়াখালী শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন বৃত্তি পেলেন ঢাবির ১০০ জন

নোয়াখালী সমাচার

প্রকাশিত: ৭ এপ্রিল ২০১৯  

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত চাটখিল, সোনাইমুড়ি, রামগঞ্জ এবং বৃহত্তর নোয়াখালীর ১০০ মেধাবী শিক্ষার্থীকে পড়ালেখায় অসাধারণ সাফল্যের জন্য শিক্ষাবৃত্তি বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ জে গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসাইন চৌধুরী, নোয়াখালী সমিতি ঢাকার সভাপতি মো. শাহাব উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাবির আরবি বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ বেলাল হোসাইন।
প্রধান অতিথি অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বলেন, নোয়াখালীর মানুষের কনফিডেন্সের ঘাটতি নেই। তারা যেকোনো জায়গায় নিজেদের উপস্থাপন করতে পারে। এটা বিশাল ব্যাপার।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সাকসেস মানেই হলো সমস্যা সমাধানে শেষ পর্যন্ত লেগে থেকে বিজয় অর্জন করা। তোমরাও তোমাদের লক্ষ্যে পৌঁছতে হলে তোমাদেরও লেগে থাকতে হবে। তোমাদেরকে দেশ ও জাতি নিয়ে ভাবতে হবে। দেশের সমস্যায় ও তার সমাধানে এগিয়ে আসতে হবে। মনে রাখবে, তোমরাই আগামীর ভবিষ্যৎ। তোমাদের দিকে তাকিয়ে আছে দেশ। কাজেই তোমরা এখন থেকেই নিজেকে দেশের জন্য প্রস্তুত কর।

এ জে গ্রুপের চেয়ারম্যান আনোয়ার হোসাইন চৌধুরী বলেন, মানুষের সবচেয়ে বড় গুণ হলো সততা। শিক্ষার্থীরা, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নিঃসন্দেহে তোমরা মেধাবী শিক্ষার্থী। তোমাদেরকে মেধার পাশাপাশি ভালো মানুষও হতে হবে। আর ভালো মানুষ হওয়ার জন্য বেশি কিছু দরকার নেই, শুধু দরকার ইচ্ছাশক্তির।

উল্লেখ্য, অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত তিনজন শিক্ষককে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। তারা হলেন, আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মো. আবু বকর সিদ্দীক, পরিসংখ্যান ও গণিত বিভাগের অধ্যাপক মো. মুতাসিম বিল্লাহ, উর্দু বিভাগের অধ্যাপিকা ড. কুলসুম আবুল বাশার মজুমদার।